তোমরাই ভরসা pdf বই ডাউনলোড। এই যে! দেখছেন ছোট্ট সিসিটি এর মধ্যে আছে বোক্ষাস্ত্র! নিতান্ত ভয়ে না হোক, বিস্মিত কৌতুকে সবাই শিশিটার দিকে দৃষ্টি ফিরাইয়া চাহিল। চমকাবেন না, যেমন আছেন থির হয়ে বসে থাকুন, এ সে-ধরণের বোক্ষাস্ত্র নয় যে গোটা ফৌজকে ফৌজ চক্ষের নিমিসে সাবাড় করে দেবে।
এটি হচ্ছে যত রকম অসভ্য বিয়াধি মানুষের দেহকে আস্রয় করে আছে- তার মহৌসধি বোক্ষাস্ত্র! পুরনো হোক, নতুন হোক, আজকের হোক, দশবছরের হোক-ফোড়া একুজিমা-কাউর-একটি ছোট্ট বড়ি-এক চামচ ছাগলের দুধে বেটে লাগিয়ে দিন-ছোট ছেলের হলে মায়ের দুধ গেলে সকালে উঠে দেখবেন বেমালুম অদিস্য হয়ে গেছে।
আরও বই দেখুনঃ
- পৃথিবীর শ্রেষ্ঠ ভূতের গল্প pdf বই ডাউনলোড
- পঞ্চাশটি ভূতের গল্প pdf বই ডাউনলোড
- আমাদের শাদা বাড়ি pdf বই ডাউনলোড
- বসন্তে pdf বই ডাউনলোড
- মেঘনাদবধ কাব্য দ্বিতীয় সর্গ pdf বই ডাউনলোড
আসুন- বিখ্যাত সর্মা-সুর কোমা্পানীর বোক্ষাস্ত্র! ছোটসিসি দু আনা-ডবল সিসি সাড়ে তিন আনা সর্মাসুরের হাতে ব্রক্ষান্ত্র! সেরেছে আর কি! থিক থিক-থিক আসুন, পশ্চাতে অমুসোচনা হবে- কিনলে নাকি? খিক-খিক-খিক” রশময়ের অবাক জলপান!।
আগুন, দু পয়শা প্যাকেট বাজারে- চানাচুরের ফাকি নয়-নীতিমতো কিশমিশ পেশতা বাদাম ভাজা দিয়ে তার সঙ্গে শাতরকম কাবুলী মশলা আগুন, রশময়ের অবাক জলপান! অসময়ে কেন যাবা? খিক-খিক-খিক যে এদিকে গড়ের মাঠ, নমুনো ছাড়বে না দুটো! খিক-খিক-খিক গাড়ির একধারে একটি বৃক্ষ বসিয়াছিল। প্রায় ষাট-পয়ষট্টি বছর বয়স হিইবে।
শরীরের সমস্ত হাড় আর শিরাগুলি মেদের অভাবি জাগিয়া উঠিয়াছে, তবে বেশ পুষ্ট, এত বয়সেও একটা শক্তির আভাস জাগায় মনে। এক মুখ দাড়ি গোঁফ, চুলগুলা সুন্দর, সবেচেয়ে বিশিষ্ট চোখের চশমাজোড়াটি, এক দিকের ডাঁটিটা রহিয়াছে, একদিকে একটা ময়লা সুতা দিয়া কানের সঙ্গে আটকানো। কাচ দুইটা অত্যাধিক মোটা, গোলাটে, একজোড়া চাঁদামাছের মতো।
তাহার পেছনে চোখের গোলক দুইটা এক একবার অস্বাভাবিক রকম বড় হইয়া উঠে। বৃদ্ধও যেন কিছু বলিতে চাহে! গাড়িতে নামা রকমের ফিরিওয়ালা, একজন শেষ, করিতেছে, সঙ্গে সঙ্গে বৃদ্ধ উঠিতে যাইতেছে, কিছু বলিবার পূর্বেই কিন্তু আর একজন নিজের সওদা হইয়া আরম্ভ করিয়া দিতেছে বৃদ্ধ-বসিয়া পড়িলা মাথাটা নিচ করিয়া শুনিতেছে এবং টিপ টিপ করে হাসিতেছে।
নিচে তোমরাই ভরসা pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | |
বইয়ের সাইজঃ | MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | বিভুতিভূষন মুখোপাধ্যায় |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন