অতঃ কিম pdf বই ডাউনলোড। মিসেস মুখার্জি থেকে কিছু নেওয়া কাহিনী। ব্যাপারটিতে আমার অনুমান তেওয়ারীর গোড়। হইতে খানিকটা হাত ছিল; বাকিটা স্বয়ং রামানুচর হনুমানের অনুগ্রহ, কি শুদ্ধ কাকতালায়, সে বিষয়ে এখনও নিঃসন্দেহ হইতে পারি নাই। যাহাই হউক, সোজসুজি বিবরণটা দিয়া যাই। নিতান্ত দুশ্চিন্তা গ্রস্ত হইয়া পড়িয়াছিলাম।
কলিকাতায় একবার যাওয়া বিশেষ প্রয়োজন একেবারে অনিবার্যভাবেই অথচ গত রাজনৈতিক বিক্ষোভের পর ট্রেনের অবস্থা এমন দাড়াঁইয়াছে, যে দেখিলেই বুক শুকাইয়া যায়। আর শুধু যে দেখিয়াই খালাস পাইয়াছি এমনও নয়, কাছাকাছি দুই-একটা জায়গা যাইতে পর্যন্ত হইয়াছে; দুয়ার টপকাইয়া ভিতরের পৌছিতে পারি নাই। সেকেন্ড ক্লাসের কথা বলিতেছি।
আরও বই দেখুনঃ
- বসন্তে pdf বই ডাউনলোড
- লঘুপাক pdf বই ডাউনলোড
- রাণুর প্রথম ভাগ pdf বই ডাউনলোড
- বরযাত্রী pdf বই ডাউনলোড
- ধাত্রী দেবতা pdf বই ডাউনলোড
তবু না যাইলেই নয়। নিতান্ত প্রয়োজনীয় গোটাকতক জিনিস আর বিছানার খুব একটা সংক্ষিপ্ত সংস্করণ একটা হোল্ড-অলের মধ্যে বাধিঁয়া ছাদিয়া, সুট পরিয়া বারান্দায় চিন্তিতভাবে পায়চারি করিতেছি, তেওয়ারী আসিয়া খবর দিল, ফিটন আসিয়া ফটকের বাহিরে দাড়াঁইয়াছে। তেওয়ারী আসিয়া খবর দিল, ফিটন আসিয়া ফটকের বাহিরে দাড়াইয়াছে।
তেওয়ারী আমার আরদালী; আগে পুলিসে কাজ করিত, অবসর গ্রহণ করিয়া আমার কাছে আছে। বলিলাম, তা তো এসেছে, কিন্তু যাই কি করে বল দিকিন তেওয়ারী? তেওয়ারী মুখটা নীচু করিয়া কি যেন একটু ভাবিল, তাহার পর দুই-তিন বার আমার পানে চাহিল, যেন কিছু বলিতে চায়, অথচ সাহস সঞ্চয় করিয়া উঠিতে পারিতেছে না।
প্রশ্ন করিলাম, ঠাউরেছিস কিছু উপায়? তেওয়ারী অলপ একটু হাসিয়া বলিল, উপায় তো মানুষে কোন করতে পারে না হুজুর, মানুষের বেশে জন্মেছিলেন বলে রামচন্দ্রজী পর্যন্ত পারেন নি। সমস্যা আরও ঘোরালোই হইয়া পড়িল, বলিলাম, নে, হোল্ড-অল্ট তুলে নে, যে ভাবেই হোক পৌঁছতেই হবে, গাড়িরও আর বেশি দেরি নেই।
তেওয়ারী হোল্ড-অল্টা তুলিয়া লইয়া আর একবার কুন্ঠিত দৃষ্টিতে আমার মুখের পানে চাহিল, বলিল, হুজুর, কিছু ভয় নেই. শুধু একবারটি যদি কুতুহলী হইয়া বলিলাম, কি? বলেই ফেল না। একবারটি যদি মাহবীরজীর মন্দিরে মাথাটা ঠেকিয়ে যান। গল্পগুলো পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ।
নিচে অতঃ কিম pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | |
বইয়ের সাইজঃ | 7.0 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | বিভুতিভূষন মুখোপাধ্যায় |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন