হাতকাটা তান্ত্রিক pdf বই ডাউনলোড। আমার বি. এ ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল ১৯৭১ সালের জুলাই মাসের মাঝামাঝি। দেশ জুড়ে চলছে যুদ্ধের ডামাডোল। সব কিছু স্বাভাবিক আছে এইটে দেখানোর জন্যে পাকিস্তান আর্মি এই ধুন্ধুমারের ভেতরই টিচারদের দিয়ে একরকম জোর করেই ক্লাস নেয়াচ্ছে। সেনাবাহিনীর লোক লাগিয়ে গার্ড দেয়াচ্ছে পরীক্ষার হল। গুজব রটল পরীক্ষার হলে গার্ড দেয়া সেপাইরা আসলে একদম মাথামোটা।
হলে দেদারসে নকল করলেও ব্যাপারটা একেবারেই ধরতে পারে না তারা। তাদের সাথে যেসব নরমাল টিচাররা থাকে, তারা এসব দেখেও ভান করে না দেখার! কার গোহালে কে দেয় ধুঁয়ো। নকল করে পাশ করার এমন স্বর্ণযুগ অতীতে আর কখনও আসেনি।
আরও বই দেখুনঃ
- চাঁদের পাহাড় pdf বই ডাউনলোড
- ভুল করার পর pdf বই ডাউনলোড
- হাতকাটা রবিন pdf বই ডাউনলোড
- প্রথম প্রহর pdf বই ডাউনলোড
বছর-বছর ফেল- পেরিয়ে যাবে পরীক্ষার অর্ধেক টাইম! চোথা তৈরি করতে গিয়ে দেখলাম পড়ে পাশ করার থেকে নকল করে পাশ করা ঢের বেশি কঠিন প্রচুর লেখালেখি করতে হয় একাজে। অতিরিক্ত পরিশ্রমী ছাত্রেরাই কেবল নকলবাজ হতে পারে। সাধারণ শিক্ষার্থীরা এত খাটনি খাটতেই পারবে না।
জুলাই মাসের গোড়ার দিকে বন্যার জলে ডুবে গেল সারা দেশ। রাস্তার যদি মাজা সমান জন হয়, তো পরীক্ষার হলে হাটুঁ সমান। জলকে যমের মত ভয় পেত খান সেনারা । ছাউনি থেকে বেরই হলো না তারা। লাটে উঠল পরীক্ষা । কী আর করা, এদিক -সেদিক ঘুরতে লাগলাম-আমি তবে সেখানেও সমস্যা আছে।
যখন-তখন সেনারা রাস্তায় ধরে জিজ্ঞেস করে, তোম মুক্তি হ্যায়? আরে, বাবা আমি যদি মুক্তি হইও , তবুও সেইটে তোকে বলব নাকি রে, গর্দভ! কলেজের করা ছাত্র যারা পরীক্ষার সময় এগিয়ে এলে দন্ডপ্রাপ্ত আসামীর মত নির্জীর হয়ে যেত, নকল করে পাশ করার উত্তেজনায় টগবগ করে ফুটতে লাগল তারাও। উত্তেজনার কারণ অবশ্য আরও একটা ছিল।
সেই সময় বি, এ পাশ ছেলের বিয়ে হত ভাল ঘরের সুন্দরী মেয়েদের সাথে। কোনওমতে একবার বি, এ, পাশ করতে পারলেই হয়-সুন্দরী বউ, লাগোয়া বাথরুমসহ ছোট্ট দুরুমের বাসা, ফিলিপ্স রেডিয়ো, শনি-রবি ঘোরাঘুরি, এন্তার খাওয়া-দাওয়াা! যা হোক , লুঙ্গিতে মালকোচাঁ মেরে আমিও রেডি হতে লাগলাম পরীক্ষার জন্যে।
নিচে হাতকাটা তান্ত্রিক pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ছোট গল্প |
বইয়ের সাইজঃ | 6.09 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মুহম্মদ আলমগীর তৈমুর |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন