ডাকাতের গল্প pdf বই ডাউনলোড। আমার ছোট দাদু এক মস্ত মানুষ ছিলেন। জমিদার তো বটেই আবার বিরাট তন্ত্রসাধক। তারাপীঠে প্রচন্ড সাধন করে সিদ্ধিলাভ করেছিলেন। প্রচুর অলৌকিক ক্ষমতা ছিল। তার মধ্যে যেটা সাংঘাতিক সেটা হল, একই সময় একশো জায়গায় থাকা; তার মানে একশোটা ছোট দাদু। তার মানে এই এতগুলো ছোটদাদুর মধ্যে একটা আসল বাকিগুলো সব নকল, জেরক্স কপি। মহা সমস্যা।
মশারির মধ্যে মাঝরাতে ধ্যানে বসে আছেন। আসল না নকল? বড়বাজারে যিনি ঘুরছেন, আর তারাপীঠে মন্দির নির্মানের কাজে তদারিক করছেন, আবার দীঘিতে ডিঙি নৌকোয় চেপে পদ্মফুর তুলছেন- কোনটা আসল! যাকগে, সে যা তাই তা। অত বোঝার দরকার নেই।
আরও বই দেখুনঃ
- অদ্ভূত সব গল্প pdf বই ডাউনলোড
- ডাকাতের ভাইপো pdf বই ডাউনলোড
- আরো একটুখানি বিজ্ঞান pdf বই ডাউনলোড
- দৌলত শাহর অদ্ভূত কাহিনী pdf বই ডাউনলোড
গরমের ছুটিতে স্কুল বন্ধ। আম, জাম, লিচু, মাছের মুড়ো, সোনা মুগের ডাল, মাখা সন্দেশ তুলতুলে, মায়ের খিলখিল হাসি, পেয়ারা গাছের উচুঁ ডালে দোয়েলের নাচ। সন্ধাদির যত আজগুবি গল্প। বিরাট মাঠে দৌড়। দুধ সাদা গরুর পটাপট লেজ দোলানো। খড়ের চালে উঠে সতুমাসির চালকুমড়ো পাড়া। একটা ঘরে শুধু আম-সেটার নাম আমঘর।
পাশেই আলুঘর, এইরকম কুমড়োঘর লিচুঘর। একটা দালান ছিল, মাছ দালান। খিড়কির দরজাটা খুললেই দীঘি। ভোরবেলা ছপাত ছপাত জাল। মাছ খলবল। সব এসে জড়ো হত ঐ দালানে। কপাৎ কপাৎ জ্যান্ত মাছের ডিগবাজি রুই-কাতলা শুনেছি, দেখিনি, কোনোদিন, বিরাট বাড়ির কোনো একটা জায়গায় মাটির তলায় একটা গুপ্তঘর আছে। আর কিছু বলার দরকার নেই।
গুপ্তঘরে কি থাকে আমার বোন সব জানে। বড় বড় পেতলের ঘড়া, ছোট, বড় সিন্দুক । এক দেয়ালে একটা নরকঙ্কা। সড়কি, বল্লম, বর্শা, তেল চুকচুকে গেটেঁ লাঠি। বড় বড় খাড়াঁ। রণপা। এসব কেন থাকবে? টাঁই করে মাথায় একটা গাট্টাঁ মেরে বললে, জানিস না জমিদারদের ডাকাতি করতে হয়, তা না হলে ভীষণ গরিব হয়ে যায়।
ভিক্ষে করতে হয়। ওই ঘরটায় একদিন আমাকে নিয়ে চল না।! কোথায় আছে আমি জানি না কি! ভৈরবদা হয়ত জানে। বলতে চায় না। ভৈরবদাকে জিজ্ঞেস করলে পাশ কাটিয়ে যায়। অন্য গল্প ফাঁদে। যাকগে যেসব যেখানে আছে যেভাবে আছে থাকগে। সেসব জিনিস কোনো ভাবে বাইরে বেরিয়ে পড়লে নির্ঘাত পুলিশ আসবে। ওসব গুপ্তধন হয়ে থাক।
নিচে ডাকাতের গল্প pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ছোট গল্প |
বইয়ের সাইজঃ | ২৯.১ MB |
প্রকাশ সালঃ | ২০১১ সাল |
বইয়ের লেখকঃ | ৬০ জন লেখক |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন