সেরা গোয়েন্দা গল্প pdf বই ডাউনলোড। এই শহরের বিখ্যাত শিল্পপতি অমলেন্দু বাবুকে সবাই খুব ভালবাসত। নিজের বিশাল ব্যবসায় তরুণদের চাকরি দেওয়া ছাড়াও জেলার বিভিন্ন ক্রীড়া প্রতযোগীতার সঙ্গে তিনি যুক্ত ছিলেন বিশেষ করে ফুটবল তারঁ প্রিয় খেলা ছিল। শহরের সবচেয়ে নামী ক্লাসের তিনি আজীবন সভাপতি ছিলেন। খবরটা অর্জুন পেয়েছিল কদমতলায় চায়ের দোকানে বসে। তখন রাত আটটা।
অমলেন্দু রায়ের সঙ্গে তার সরাসরি আলাপ ছিল না। কিন্তু কেউ মারা গেছেন মুনলে মন ভাল থাকে না। বাড়ির ফেরার পর মা বললেন, তিনটে টেলিফোন এসেছিল। তারা আবার করবে। আধঘন্টার মধ্যেই সেই টেলিফোন আবার এল। দুজন মানুষ পৃথক-পৃথক ভাবে টেলিফোন করছেন। প্রথমজন আমলেন্দুরায়ের বড় ছেলে বিমলেন্দু।
আরও বই দেখুনঃ
- শীর্ষেন্দুর সেরা ১০১ pdf বই ডাউনলোড
- গুড নাইট pdf বই ডাউনলোড
- মেঘনাদবধ কাব্য দ্বিতীয় সর্গ pdf বই ডাউনলোড
- মোটুক মামার গোয়েন্দা অভিযান pdf বই ডাউনলোড
- মোসাদ pdf বই ডাউনলোড
তিনি একটু ভূমিকা করে বললেন, আজই অর্জুনের সঙ্গে দেখাত করতে চান। অর্জনু তাকেঁ আসতে বলল। কারও বাবা সন্ধ্যেবেলায় মারা গেলে যে পরিস্থিতি হয়, তাতে টেলিফোন করে একজন অপরিচিতের সঙ্গে দেখা করতে চাওয়া মানায় না। বেশ অবাক হয়েছিল অর্জুন। খুব সিরিয়াস কিছু ওিই পরিবারের ঘটেছে বলে সে অনুমান করেছিল।
দ্বিতীয় ফোনটি করেছিল অমলেন্দু বাবুর মেজোছেলে কমলেন্দু। সে কোনও ভূমিকা করেনি। বলল, আপনি আমার কিছু বন্ধুবান্ধবকে চেনেন। আমার বাবা আজ মারা গিয়েছেন। বিষয়সম্পত্তি নিয়ে আমি ভাবছি না। বাবার কোমনে একটা রূপোর চেনে দামি পাথর ছিল । শুনতার পাথরটার দাম এক লাভ টাকা। হাসপাতাল থেকে যখন বাবাকে নিয়ে আসা হয়, তখনও সেটা আমি দেখেছি।
বাড়ি ফিরে এসে বাবার পোশাক পরিবর্তন করিয়ে দেওয়ার পর দেখি রূপোর চেনটা রয়ে গেছে, পাথরটা নেই। আপযনি যদি রহস্য উদ্ধার করে দেন তা হলে পাচঁ হাজার পাকা পারিশ্রমিক দেব। ভেবে দেখছি, বলে টেলিফোন নামিয়ে রেখেছিল অর্জুন বিমলেন্দু বাবু এসেছিলেন দশটার মধ্যে। নিজের গাড়ি চালিয়ে এসেছেন। শোকের ছাপ ওর চোখে মুখে। বাইরের ঘরে বসে মোটামুটি একই কাহিনী শোনালেন। অর্জুন তাকেঁ বলল, আপনারা মৃতদেহের পোশাক পরিবর্তনের পর পাথরটা পাচ্ছেন না।
নিচে সেরা গোয়েন্দা গল্প pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | কামিনী প্রকাশালয় |
বইয়ের ধরণঃ | গোয়েন্দা অভিযান |
বইয়ের সাইজঃ | 7.16 MB |
প্রকাশ সালঃ | ১৯৯৪ সাল |
বইয়ের লেখকঃ | সমরেশ মজুমদার-গং |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন