শীর্ষেন্দুর সেরা ১০১ pdf বই ডাউনলোড । বহুবছর ধরে ঠাকুরের কাজে পশ্চিমবঙ্গ, আসাম, উত্তরবঙ্গ বা কাছাড় ও ত্রিপুরার গাঁয়ে-গঞ্জে ঘুরে বেড়াচ্ছি। বাবু-ভ্রমণ নয়। ট্রেনে, বাসে, ভ্যানগাড়ি, নৌকা, লঞ্চ এবং অবশ্যই মাইলের-পর-মাইল পায়ে হেঁটেও।
সাদা-সরল, অনতিশিক্ষিত এবং চাষীবাসী মানুষেল সঙ্গেই থাকা। এঁরা অবশ্য আমার গুরুভাই। সাহিত্য-টাহিত্য এঁদের বেশিরভাগই বোঝেন না। আমার লেখাও পড়েননি। তাতে অবশ্য সমাদরের অভাব ঘটে না। কেওকেটা হোক না হোক, আপনজন তো বটে।
তা এইভাবে গাঁ-গঞ্জে চেনা হল আমার। ঠাকুরের কাজে না লাগলে এই অমিত মূল্যাবান মনুষ্যচর্যা থেকে বঞ্চিত থাকতে হত। তাই নাগরিক গল্পের পাশাপাশি আমি প্রভুত পরিমাণে গাঁ-গঞ্জেরও গল্প লিখেছি। উপন্যাসও।
এই বৃহৎ সংকলনটিতে যে গল্পগুলি রয়েচে তা ধরে-ধরে বিশ্লেষণ করর সাধ্য আমার নেই। কারণ অনেক গল্পেরই অনুষ্ঙ্গ এখন আর পড়ে না। আবার অদ্ভুত কোনও কারণে কয়েকটা গল্প লেকার সময়কার পরিস্থিতি বেশ মনে আছে।
আরও দেখুনঃ অ্যাক্রস দ্য পিরেনীজ pdf বই ডাউনলোড আহমদ ছফার সাক্ষাৎকার সমগ্র pdf বই ডাউনলোড
যেমন ধরা যাক, “উত্তরের ব্যালকনি” গল্পটি। তখন বালি-তে থাকি। স্টেশনের পশ্চিমে দুর্গাপুর পল্লীতে। ছোট্ট বাসায় অতিশয় দারিদ্র্যপীড়িত জীবন। শারদীয়ায় গল্প দেওয়ার শেষ তারিখ অতিক্রান্ত। তাড়াতাড়ি গল্পটি না দিলেই নয়। আর তখন আমার একশো দুই-তিন ডিগ্রি জ্বর। তীব্র মাথা্র যন্ত্রণা। বিছানা থেকে ওঠার শক্তিই নেই।
তবু প্রবল তাগিদে উঠলাম এবং কাঁপতে-কাঁপতে টেবিলের কাছে বসে কম্পিত হস্তেই লিখতে শুরু করলাম। আগাগোড়া জ্বরের ঘোরে লিখেছিলাম এই গল্পটি। আর “দেখা হবে” নামে ছোট্ট গল্পটি লিখেীছলাম আমার বন্ধু কল্যাণ চক্রবর্তীর অফিসে বসে আড্ড মারতে-মারতে।
বোধহয় ঘণ্টা দেড়েক সময় লেগেছিল। তা এরকম দু-চারটি ঘটনা ছাড়া অন্যান গল্পগুলি বিভিন্ন সম্পাদকের তাগাদায় ও তাগিদে লেকা। প্রথম কয়েক বছরের কথা বাদ দিলে আমার বেশিরভাগ লেখাই লিখিয়ে নিয়েছেন বা আদায় করেছেন সম্পাদকরা। তাঁরা না থাকলে আমার লেখা অনেক কমে যেত বা বন্ধই হয়ে যেতে পারত।
সঞ্চয়ী স্বভাব বা শৃঙ্খলাপরায়ণতা নেই বলেই আমি বেশ লক্ষ্মীছাড়া মানুষ। আমার বিস্তর গল্পের কপি তাই হারিয়ে গেছে। বারবার ঠিকানা বদল এভং ঠাঁইনাড়া হওয়াটাও একটা কারণ। কিছু গল্প আমার ফাইল থেকে চুরিও গেছে। কিছু চলে গেছে পুরোনো কাগজের সঙ্গে।
নিচে শীর্ষেন্দুর সেরা ১০১ pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ পত্র ভারতী বইয়ের ধরণঃ ছোট গল্প বইয়ের সাইজঃ 23.8 MB প্রকাশ সালঃ 2010 ইং বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন