সেপিয়েন্স pdf বই ডাউনলোড । সেপিয়েন্স – এ ব্রিফ স্টোরি অফ হিউম্যান কাইন্ড বই থেকে আমরা জানতে পারি আজ থেকে এক লক্ষ বছর আগে এই পৃথিবীতে অন্তত ছয়টি মানব প্রজাতি বসবাস করত। আজ এখানে টিকে আছে মাত্র একটি প্রজাতি। আর সেই প্রজাতিই হলাম আমরা।
হোমো সেপিয়েন্স। হোমো সেপিয়েন্স খুবই কৌতূহলী প্রজাতি। তাই আমরা খুঁজে বের করতে চাই আমাদের টিকে থাকার রহস্য। আমাদের মনে প্রশ্ন জেগে ওঠে-বাকি পাঁচটি প্রজাতির মত আমাদের প্রজাতি কেন কালের অতল গহ্বরে হারিয়ে গেলনা? কিভাবে তারা রক্ষা পেয়েছিল? কীভাবে আমাদের বন্য ও যাযাবর পূর্বপুরুষরা শহর ও সাম্রাজ্য তৈরী করেছিল?
আজকের দিনে আমরা যে ‘ইশ্বর’, ‘জাতি’ ও ‘মানবাধিকারে’ বিশ্বাস করি-তা কিভাবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হল? আমরা ছিলাম সাহসী, বিভিন্ন বিষয়ে দক্ষ এবং উদ্যোগী। আমরা টিকে থাকার পথে যেকোন সমস্যাকে চ্যালেঞ্জ করেছি। আর বাকি মানব প্রজাতিগুলোর সাথে হারিয়ে না গিয়ে বরং নিয়ন্ত্রণ করেছি এই পৃথিবীকে। আমাদের লক্ষ বছরের দীর্ঘ পথ চলার গল্প এই বই।
মানবজাতির ইতিহাসের দিকে যদি তাকাই, দেখবো কিভাবে মানুষেরা পৃথিবীর পথে প্রান্তরে ছড়িয়ে পড়েছিল। মিখাইল ইলিন ও ইয়েলেনা সেগাল তাদের- ‘মানুষ কী করে বড়ো হল’ বইতে অসাধারণভাবে তা দেখিয়েছেন। এ বইটি সাংস্কৃতিক বিবর্তনের পুঙ্খানুকুঙ্খ বর্ণনার এক মহাকাব্য। কিন্তু পৃথিবী ব্যাপি ছড়িয়ে পড়াটা ঠিক কতটা সাংঘর্ষিক হয়েছিল তা বোঝা যায় লেখক ইউভ্যাল নোয়া হারারির সেপিয়েন্স – এ ব্রিফ স্টোরি অফ হিউম্যান কাইন্ড বই এ।
আরও দেখুনঃ ডেভিড কপারফিল্ড pdf বই ডাউনলোড javascript bangla pdf book download
সম্প্রতি প্রকাশিত এ বইটির প্রথম অধ্যয়ে তার বর্ণনাটি এমন ছিল যেন চোখের পর্দায় ভেসে ওঠে সেই সব প্রাচীন দৃশ্যাবলী। খাদ্যের সংকট থেকে নিজেদের রক্ষা করা, পরিবেশের সঙ্গে অস্তিত্বের সংগ্রামে টিকে থাকা।
অনেক ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের প্রবণতায় মানব প্রজাতিগুলোর মধ্যকার সংঘর্ষ এবং পরস্পরকে ধ্বংস করা এমন পর্যায়ে পৌছেছিল যে তা গণহত্যার পর্যায় পড়ে। শেষ পর্যন্ত মানুষ পৌছেছিল মানবসাগরের তীরে। নির্মান করেছিল সমাজ সভ্যতা। কিন্তু অনিশ্চয়তা খুব একটা দূর হয়েছে বলা যাবে না।
নিচে সেপিয়েন্স pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ঝিনুক প্রকাশনী বইয়ের ধরণঃ বিজ্ঞান বইয়ের সাইজঃ 13 MB প্রকাশ সালঃ 2018 ইং বইয়ের লেখকঃ ইউভ্যাল নোয়া হারারি অনুবাদঃ তাহমিদ আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন