শ্রেষ্ঠ গল্প বনফুল pdf বই ডাউনলোড। বনফুল বাংলা সাহিত্যে একটি অতি প্রিয় নাম। লোককান্ত। রসিকচিত্ত -চমৎকারকারী। সাহিত্যের চতুরঙ্গ-বর্ত্মে কলাকুশল জীবন-শিল্পী তিনি। কাব্যে নাটকে উপন্যাসে ছোটগল্পে তারঁ সৃষ্টিকর্ম যেমন অক্লান্ত তারঁ জীবন -জিজ্ঞাসা ও তেমনি অন্তহীন। প্রাচুর্য ও বৈচিত্র্যে তারঁ লেখনী অজস্রবর্ষী।
শিল্পরূপায়নে- নব নব রীতি ও রূপনিনির্মাণে তারঁ তুলনা নেই। জীবনের গবেষণাগারে পরীক্ষা ও পর্যবেক্ষণের যেমন তারঁ শেষ নেই, সাহিত্যের রূপ-কর্মশালায় বাণীলক্ষীর নব নব রত্নাভরণ- রচনাতেও তারঁ উৎসাহের অন্ত নেই।
আরও বই দেখুনঃ
- মধুসূদন রচনাবলী pdf বই ডাউনলোড
- প্লেন ক্র্যাশ pdf বই ডাউনলোড
- হুমায়ূন আহমেদের সংক্ষিপ্ত জীবনী pdf বই
- শ্রেষ্ঠ গল্প pdf বই ডাউনলোড
- পৃথিবীর শ্রেষ্ঠ ভূতের গল্প pdf বই ডাউনলোড
শুধু তারঁ উপন্যাসের কথাই যদি ধরা যায়, তণখন্ড, বৈতরণী-তীরে; কিছুক্ষণ, মৃগয়া; থেকে আরম্ভ করে দ্বৈরথ; আরো ইত্যাদি পর্যন্ত-ছোট-বড় মাঝারি হরেক রকমের বহু গ্রন্থ তিনি রচনা করেছেন। উৎকর্ষের বিচারে সবগুলিই যে সমান আসন পাবে এমন কোনো কথা নেই; কিন্তু একটি বিষয় চক্ষস্মান পাঠকমাত্রেই বিস্ময়ের সঙ্গে স্বীকার করতে হবে যে, প্রায় প্রত্যেক উপন্যাসই সম্পূর্ণ স্বতন্ত্র ভঙ্গিতে রচিত।
উপন্যাসের সংখ্যা তারঁ অল্প নয়, কিন্তু শিল্পরীতি ও রূপকর্মের দিক দিয়ে পুনরাবৃত্তি তারঁ সৃষ্টিতে কোথায় নেই। যুগান্তকারী প্রতিভার পক্ষেও এ শক্তি দুর্লভ। বস্তুত বিচিত্ররূপী কারুশিল্পী হিসাবে আধুনিক বাংলা সাহিত্যে বনফুলের কীর্তি অতুলনীয়। সাহিত্যের চতুরঙ্গ-বর্ত্মে তারঁ সার্থক আত্মপ্রকাশের কথা বলা হয়েছে।
কাব্যে বিশেষত প্রথমদিককার রঙ্গব্যঙ্গমিশ্র হাস্যসরস কাব্যে তার পরিহাস-রসিক চিত্তের সমধিক পরিচয় পাওয়া যাবে। নাট্য-নাহিত্যে বিশেষত জীবনী-নাট্য-রচনায় মধুসূদন-বিদ্যাসাগরের স্রষ্টা হিসেবে তাকেঁ নবযুগের পথিকৃৎ বলা যেতে পারে।
কিন্তু কথা-সাহিত্যেই তারঁ শক্তিমত্তার সম্পূর্ণ বিকাশ সম্ভব হয়েছে। অবশ্য সেক্ষেত্রে ও ঔপন্যাসিক ”বনফুল” আর ছোটগল্প-স্রষ্টা বনফুলের মধ্যে পার্থক্য অনেক। উপন্যাস তারঁ নিত্যনবায়মান শক্তিমত্তার সাক্ষ্যমঞ্চ, কিন্তু ছোটগল্পেই রয়েছে তারঁ ব্যক্তিত্ব, তারঁ প্রতিভার স্বাক্ষর।
নিচে শ্রেষ্ঠ গল্প বনফুল এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | চারুলিপি প্রকাশন |
বইয়ের ধরণঃ | গল্প বিষয়ক |
বইয়ের সাইজঃ | 12.0 MB |
প্রকাশ সালঃ | ২০০৮ |
বইয়ের লেখকঃ | বলাইচাদঁ মুখোপাধ্যায় |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন