রাফ খাতা pdf বই ডাউনলোড। রাফখাতা মানে খসড়া খাতা বা কাচাঁ খাতা। অংক করার জন্য ছাত্র-ছাত্রীদের দুই ধরণের খাতা থাকে রাফ খাতা আর ফেয়ার খাতা। অংক শেখার সময় রাফখাতায় যেমন খুশি কলম চালানো হয়। অংকগুলো সুন্দর করে তারপরে ফেয়ার খাতায় তোলা হয়, পরীক্ষার আগের রাতে ভাল ছাত্ররা সেই খাতায় চোখ বুলিয়ে দিয়ে পরেরদিন পরীক্ষা দেয়।
গল্পের চরিত্র তমালের ধারণা তার জীবন রাফখাতার মতো। সে যখন ক্লাস সেভেনে পড়ত তখন একটা রাফখাতা বানিয়েছিল। গৃহশিক্ষকের কথায়। পরবর্তীতে সেই খাতায় অংক কম আর তার জীবনের কাহিনী বেশি উঠে আসে। কিছু মানুষ থাকে তারা যা পরিকল্পনা তাই বাস্তবায়ন করে। তারা লক্ষ্য স্থির করে, লক্ষ্য পৌঁছানোর ব্যাপারে তাদের মনোবল অটুট থাকে, এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছেই যায়।
আরও বই দেখুনঃ
- অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমান pdf বই
- নিমেষে অঙ্ক pdf বই ডাউনলোড
- আমার স্বাস্থ্য আমার সত্তা pdf বই ডাউনলোড
- পুত্র নিষাদ pdf বই ডাউনলোড
- অলৌকিক কাহিনী সমগ্র pdf বই ডাউনলোড
এইম ইন লাইফ রচনায় তারা যা শিখে বাস্তবেও তাদের সাথে তাই হয়। আবার কিছু মানুষ থাকে এদের থেকে ভিন্ন। তাদের জীবনের লক্ষ্যবস্ত বলে আদৌ কিছু আছে কি-না বোঝা যায় না। তারা স্কুল-কলেজে পুরীক্ষায় সবার থেকে ভালো কখনও করে না এবং জীবনের প্রতিটা মোড় তাদের জন্য পরীক্ষা খাতা হয়ে দাড়ায়। সেই মোড় থেকে কখনও তারা আগের জায়গায় ফিরে আসে কখনও বা তেড়েফুরে সামনে চলে যায়।
রাফখাতা গল্পটি পুরোটাই তমালের জীবনের প্রতিটা সেই মোড় নিয়ে। সে ভেবেছে এক তার আশেপাশের মানুষ তাকে নিয়ে প্রত্যাশা করেছে অন্যকিছু, তারপর কখনও সে তার জীবনের সেই মোড়ের গোলকধাধা থেকে বের হতে পেরেছে কখনও পারেনি। রাফখাতা পড়ে মনে হবে তার সব থেকে প্রিয় বন্ধু রাফি। একসাথে তাদের দেখলে মনে হবে এর থেকে ভাল বন্ধুত্ব আর হতে পারে না।
কিন্তু তমালের মতে সে যদি রাফখাতা হয় নাফি হচ্ছে ফেয়ার খাতা। যার সবকিছুই সাজানো-গোছানো। এবং সুন্দর। রাফখাতায় আছে নিশির কথা। তমালের এক সময়ের জগৎ পুরেটাই ছিল যাকে নিয়ে। জীবনের সেই জগতে আবার মোড় আসে। এদের কারও কারও সাথে তমালের দূরত্ব বাড়ে আবার বেলাল, নীলার মতো শুভাকাঙ্খীরা আসে তমালের জীবনের । তমানের নিজের বাবা-মা, রাফির বাবা-মা, তমালের ভাই রাফির বোন সবার সাথে নানা সময়ের নানা সম্পর্কের কথা উঠে আসে রাফখাতায়।
নিচে রাফ খাতা pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | আদী প্রকাশন |
বইয়ের ধরণঃ | উপন্যাস |
বইয়ের সাইজঃ | 4.59 MB |
প্রকাশ সালঃ | ২০১৪ |
বইয়ের লেখকঃ | রাসয়াত রহমান |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন