এল তুনেল pdf বই ডাউনলোড । টানেল – আর্জেন্টাইন উপন্যাস । এটুকু বললেই বুঝে যাবে তোমরা, আমিই সেই চিত্রশিল্পী হুয়ান পাবলো কাস্তি – যে মারিয়া ইয়ারনেকে খুন করেছিল।
শুরুতেই বলি, এটা খুবই সত্যি যে, মানুষ কোনটা মনে রাখবে, কিংবা রাখবে না কিংবা কেন মনে রাখবে এটা বোধকরি খোদ শয়তানের পক্ষেও কখনও আগেভাগে ভবিষ্যৎবাণী করে বলে দেওয়া সম্ভব না। আর আমি, সেই ধরনের একজন মানুষ যে যে সমষ্টিক সমঋতি বরে যে কোনো কিছু থাকতে পারে এ ধারণাতেই বিশ্বাস করি না। আমার মতে এগুলো সব মানুষের আত্মরক্ষা করার একেকটা কৌশল।
‘সুখের সোনালি দিন’ এই যে চিরন্তন উক্তি, এর মানে তো আর এই নয় যে অতীতে খারাপ ঘটনা কম ঘটেছে, আসল ব্যাপার হল – সৌভাগ্যজনকভাবে, মানুষ ওসব ঘটনার কথা মনে রাখতে চায় না।
আরও স্পষ্টভাবেই বলা যায় এটা সর্বজনগ্রাহ্য দৃষ্টিভঙ্গি না। যেমন উদাহরণ হিসেবে আমি নিজেকে উপস্থান করেই বলতে পারি, আমি সেই ধরনের লোক যে খারাপ ঘটনাগুলোই বরং বেশি করে মনে রাখতে পছন্দ করে।
যে কারণে আমি হয়তো অতীতকে ‘দঃসহ পুরোনো দিন’ বলে চিহ্নিত করে তর্কে লিপ্ত হতেও পিছ-পা হব না। যেই কারণে আসল ঘটনা যদি প্রকৃত প্রস্তাবে এতটা খারাপ এতটা না-ও হয়, তারপরও আমার কাছে বর্তমান কখনই অতীতের চেয়ে কম ভয়াবহ নয়।
আরও দেখুনঃ আধুনিক বাংলা অভিধান pdf বই ডাউনলোড মোসাদ pdf বই ডাউনলোড
আমার স্মৃতিতে এতা সব বিপর্যয়ের ধটনা ধরা আছে, এতো সব আশাহত আর নিষ্ঠুর মানুষের মুখ, এতো অগুন্ত মানুষের নির্মম কর্মকাণ্ডের ফিরিস্তি যে, আমার কাছে স্মৃতির অর্থই বদলে গেছে, আমার কাছে স্মৃতি মানে তীব্র আলোয় উদ্ভাসিত কোনো জীর্ণ, মলিন যাদুঘর, লজ্জা আর কলঙ্কের যাদুঘর।
তাই তো যদি জিজ্ঞেস করি, আর কোত পত্রিকায় ছাপ হওয়া ওসব দুঃসহ আপরাধের খবর পড়ে হতাশাক্লিষ্ট অবস্থায়, আমার ওই নির্জন স্টুডিওতে স্তব্দ হয়ে বসে থাকব। যদিও বাস্তব এমনই হয়, তারপরও এটাও বলি যে, সব সময় অপরাধের ঘটনাগুলোই যে মানব ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা তাও না।
এবং একটা সীমা পর্যন্ত আমি তো মনে করি, আমাদের চারপাশের সব অপরাধীরা বেশ সজ্জন আর কম আক্রমণাত্মক। আমি নিজে একজনকে খুন করেছি বলে এটা বলছি না।
নিচে এল তুনেল pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ অনুবাদ বই বইয়ের সাইজঃ 27.9 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ এর্নেস্তো সাবাতো অনুবাদঃ আলীম আজিজ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন