Saturday, October 18, 2025
Homeইসলামিক বইইসলামী জীবনবীমা বর্তমান প্রেক্ষিত pdf বই ডাউনলোড

ইসলামী জীবনবীমা বর্তমান প্রেক্ষিত pdf বই ডাউনলোড

ইসলামী জীবনবীমা বর্তমান প্রেক্ষিত pdf বই ডাউনলোড । তাকাফুল কথাটি আরবি শব্দ কাফাল থেকে উদ্ভব হয়েছে- যার অর্থ কারও প্রয়োজন পূরণের দায়িত্ব গ্রহণ করা। বর্তমানে পৃথিবীর ২৫টি দেশে প্রায় ৭০টি কোম্পানী ইসলামী বীমা ব্যবস্থঅ চলু করেছে। আফ্রিকার সুদানে ইসলামী বীমার প্রথম প্রাতিষ্ঠানিক সুত্রপাত্র হলেও বর্তমানে এশিয়া মহাদেশে ইসলামী বীমার ব্যাপক বিস্তৃতি ও প্রসার ঘটেছে।

বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে স্বাভাবিকভাবে আশা করা যায় যে ইসলামী বীমার প্রচার প্রসার ও ব্যাপকতার সম্ভাবনা এদেশে অনেক বেশি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইসলামী বীমার উপর গবেষণালব্ধ তেমন কোন বই ইতোপূর্বে প্রকাশিত হয়নি। ব্যাংক-বীমা ব্যবস্থা এমনিক উচ্চ শিক্ষায় অর্থনীতি সংশ্লিষ্ট বিভিন্ন কোর্সে এর চাহিদা বিদ্যামান।

আরও ইসলামিক বই দেখুনঃ

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষের সারা জীবনের সকল বিষয়েরই দিক নির্দেশান এতে আছে। বীমা প্রকৃত অর্থে মানুষের জীবনে বিভিন্ন বিপত্তির ক্ষেত্রে জরুরী অবস্থা মোকাবেলার একটি আর্থিক নিরাপত্ত পদ্ধতি। পারস্পরিক সহযোগিতার নীতি অনুযায়ী সুদমুক্তভাবে ও স্বচ্ছ লেনদেনের ভিত্তিতে বীমা ব্যবস্থা পরিচালনা করা হলে তা ইসলাম বিরোধী হবে না।

ইসলামী বীমা একটি সহযোগিতামূলক ব্যবস্থা যেখানে পারস্পরিক কল্যাণ সাধনের মধ্য দিয়ে অর্থনৈতিক অনিশ্চয়তার ঝুঁকি থেকে ব্যুক্তি ও সমাজ উপকৃত হয়ে থাকে। ইসলামী জীবনবীমা এমন একটি পদ্ধতি যাতে একদল মানুষ তাদের মধ্যকার কোন সদস্যের দুর্ঘটনাজনিত শারীরিক অক্ষমতা কিংবা মৃত্যুর ফলে সৃষ্ট ক্ষতির বোঝা লাঘবের জন্য একে অপরের সাথে সহযোগিতা করে।

ঝুঁকি মোকাবেলা করার জন্য পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামী বীমার প্রবর্তন হয়েছে এবং সফলতার সাথে কার্ক্রম পরিচালনা করছে। আমাদের দেশে ও এ ব্যবস্থঅ ইতোমধ্যে জনগণের মাঝে সাড়া জাগাতে সক্ষম হয়েছে। বাংলাদেশে ইসলামী বীমা প্রবর্তন ও প্রসারের ক্ষেত্রৈ কাজী মোঃ মোরতুজা আলীর ভূমিকা অনন্য। যদি আরও পড়তে চান তাহলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।

নিচে ইসলামী জীবনবীমা বর্তমান প্রেক্ষিত  pdf  বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

ইসলামী জীবনবীমা বর্তমান প্রেক্ষিত pdf বই ডাউনলোড

বইয়ের প্রকাশকঃ    
বইয়ের ধরণঃ   ইসলামিক  বিষয়ক 
বইয়ের সাইজঃ 9.41 MB 
প্রকাশ সালঃ  ২০০৬
বইয়ের লেখকঃ   কাজী মোঃ মোরতুজা আলী 
অনুবাদকঃ  

ডাউনলোড সার্ভার-১ঃ Download Now

যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে উত্তম বদলা দিবেন।

arafat
arafat
Hi, I am arafats. I love to write and read book. That is why here I share my favorite books.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site