জাভাস্ক্রিপ্ট pdf বই ডাউনলোড । জাভাস্ক্রিপ্ট একটি শক্তিশালী ক্লাইন্ট সাইড স্ক্রিটিং Programming Language. আমরা যখন html and css এর মাধ্যমে কোন ওয়েব পেইজ তৈরী করি, তখন সেই ওয়েব পেইজকে Interactive ও ডাইনামিক বা গতিশীল করার জন্য প্রয়োজন পরে একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। কারণ html ও css এর মাধ্যমে ওয়েব পেইজকে Interactive ও ডাইনামিক বা গতিশীল করা যায় না। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে এরকম একটি ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে ওয়েব পেইজকে Interactive ও ডাইনামিক বা গতিশীল করা যায়।
বর্তমানে যে কয়টি ক্লাইন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, এগুলোর মধ্যে জাভাস্ক্রিপ্ট সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বেশির ভাগ ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট ব্যবহৃত হচ্ছে। জাভাস্ক্রিপ্ট এর আরও একটি সুবিধা হচ্ছে এটি যে কোন ব্রাউজারে রান করে। আশা করা যাচ্ছে, ভবিষ্যতে জাভাস্ক্রিপ্ট এর ব্যবহার এবং জনপ্রিয়তা আরো বেশি বৃদ্ধি পাবে।
আরও দেখুনঃ javascript bangla pdf book download ইমোশনাল মার্কেটিং pdf বই ডাউনলোড
জাভাস্ক্রিপ্ট যেহেতু একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সুতরাং এটি পুরোপুরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। তবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর কিছু বৈশিষ্ট্য এর মধ্যে বিদ্যমান থাকে। তাই জাভাস্ক্রিপ্টকে Lightweight Programming Language বলা হয়।
জাভাস্ক্রিপ্ট বর্তমানে ব্যবহৃত সকল ব্রাউজারেই সাপোর্ট করে যেমনঃ
- Netscape Navigator
- Microsoft Internet Explorer
- Firefox
- Safari
- Opera
- Google Chrome
- Microsoft Edge
- Brave Browser
অনেকেই জাভা আর জাভাস্ক্রিপ্ট এর মধ্যে গুলিয়ে ফেলেন। জাভা এবং জাভাস্ক্রিপ্ট এর নামের মধ্যে কিছুটা মিল থাকায় অনেকে জাভাস্ক্রিপ্ট এবং জাভাকে এক মনে করে থাকেন। কিন্তু বাস্তবে এই দুইটি ল্যাঙ্গুয়েজ এর মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান। কাজের ভিত্তিতে এই দুইটি ল্যাঙ্গুয়েজ এর মধ্যে কোন মিল নেই। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। অন্যদিকে জাভা হচ্ছে সান মাইক্রোসিস্টেম করপোরেশন এর তৈরী একটি অনেক শক্তিশালী অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
নিচে জাভা এবং জাভাস্ক্রিপ্ট এর মধ্যে কিছু পার্থক্য উল্লেখ করা হলঃ
- জাভা-তে কাজ করার জন্য প্রয়োজন JDK (JAVA DEVELOPMENT KIT)। অন্য দিকে জাভাস্ক্রিপ্টে কাজ করার জন্য শুধু মাত্র টেক্সট এডিটর হলেই যথেষ্ঠ।
- জাভার তৈরী কোন প্রোগ্রাম এর সোর্স কো ইউজার দেখতে পায় না কিন্তু জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে তৈরী প্রোগ্রাম এর সোর্স কোড ইউজার দেখতে পায়।
- জাভাতে কাজ করার জন্য অনেক প্রোগ্রামিং জ্ঞান এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। কিন্তু সামান্য কিছু প্রোগ্রামিং জ্ঞান থাকলেই জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করা যায়।
- জাভা এর প্রোগ্রাম রান করার জন্য প্রয়োজন Virtual Machine বা Interpreter. কিন্তু জাভাস্ক্রিপ্ট এর প্রোগ্রাম ব্রাউজারে রান করে।
- Java তে Program লিখে রান করতে কম্পাইল করতে হয় কিন্তু জাভাস্ক্রিপ্টে প্রোগ্রাম লিখে রান করতে কম্পাইল করতে হয় না।
নিচে জাভাস্ক্রিপ্ট pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বুক বিডি বইয়ের ধরণঃ Programming বই বইয়ের সাইজঃ 10.6 MB প্রকাশ সালঃ 2013 ইং বইয়ের লেখকঃ বুক বিডি সিরিজ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন