Thursday, January 15, 2026
Homeকবিতার বইএকটি প্রবীণ বটের কাছে প্রার্থনা pdf বই ডাউনলোড

একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা pdf বই ডাউনলোড

একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা pdf বই ডাউনলোড । 

প্রবীণ বয়েসী বট
তরুর সমাজে তুমি
অতিকায় জটাধারী
রবীন্দ্রঠাকুর;
বাড়িয়ে ব্যকুল গ্রীবা
নীলিমার জানালায় রেখেছো চিবুক
পাতায় পাতায় বাজে
যুগান্তর রোমাঞ্চিত সুর
ঝিলিমিলি নীলে
অলোক নিখিলে
পত্রপুঞ্জ পুচ্ছ নাড়ে
দুরন্ত সাঁতার কাটে আকাশে উড্ডীন মীন
সাঁই সাঁই সাঁই;
বৃন্তে বৃন্তে গাহে পাখি
ছুটে চলা সময়ের গান
দোদুল ঝুরিতে নাচে
উজ্জ্বল রোশনাই।
গ্রামের সীমান্ত প্রান্তে আঁকাবাঁকা স্রোতে
কালোজল ক্লান্তিভরা নিথর চরণে
চুপি চুপি অতিধীরে হাঁটে যেইখানে
রোগা রোগা দিনগুলো ঝাঁ ঝাঁ রোদে নীরবে ঝিমায়।
যেইখানে মসয়ের ধেনু
বছরে বছরে শীর্ণকান্তি বছর বিয়ায়
হস্তীর বিষ্ঠার মতো স্তুপাকার শতেক বছর
নিদ্রা যায় অচেতন মাটির ওপর।
যেইখানে ইতিহাস করুণ গোঙায়
কুয়াশার মতো এসে
চুপিসারে ঘুমন্ত অতীত
অতর্কিতে খুন করে যায়।
অবিরাম ভাঙাগড়া চলেছে যে নাটে
কেবল দুঃখের পণ্য বিকোয় যে হাটে
যেখানে কচিৎ ঘটে প্রাণ উম্মীলন
টলটল শিশির যেনো ঝরন্ত জীবন
যেখানে হাওয়ায় ভাসে ভাঙনের গান
পত্র পতনের শব্দে ধ্বংসের বাঁশরী বাজে
মুখবোজা ছায়া ঠেলে মৃত্যু দেয় শীষ
মহামারী নিত্য করে নাম সংকীর্তন,
গোলগাল থালার মতো
আকাশ পৃথিবী মেশা এক চিলতে দিগ্বলয়ে
যুগান্তের বার্তাবহ
প্রবীণ মনীষীবৃক্ষ বৃদ্ধ পিতামহ
জানি না কেমন করে
ধরে আছো এতো প্রাণ উদ্ভিদ শরীরে
ভীষণ ঝন্ঝায় যুঝে
বিশাল আকাশ মুখ গুঁজে
পাতালে প্রবেশপথ খুঁজে
নিলিমার খড়খড়িতে প্রাণের ফোয়ারা
কি করে জাগিয়ে রাখো
ছলকে ছলকে বহে সবুজের ধারা।
পদতলে প্রসারিত প্রশান্ত ছায়ায়
অতীত মহিমা এসে দু’দণ্ড জিরায়।
ফড়িঙের মতো চরে হরিৎ জীবন
ধাবমান ক্লান্তিহীন প্রাণের বাহিনী
দরে দলে সবুজের সেনা
আকাশের চরে দেয় হানা।

আরও দেখুনঃ
হিমুর আছে জল pdf বই ডাউনলোড
ওঙ্কার – আহমদ ছফা pdf বই ডাউনলোড
কোয়েলের কাছে pdf বই ডাউনলোড
সুখের কাছে pdf বই ডাউনলোড

ডালেমূলে পত্রপুঞ্জে পল্লব মুকুলে
প্রাণের কেতন রাশি ওড়ে দুলে দুলে;
নৃপতির মহিমায় মস্তকে মুকুট
ধারণ করেছো তুমি
অঙ্গে অঙ্গে অস্ত্রলেখা
পিতামহ বনস্পতি সাক্ষী শতাব্দীর।
আমাকে স্মরণে রেখো
মাননীয় বৃদ্ধ তরুবর!
আমারে হৃদয়ে রেখো, মনে পড়ে?
ভীষণ দরদ ভরা মুগ্ধ শিশু এক
তোমার দীঘল শাখা কার্তিকের ঝড়ে
ভেঙে গেলে চুপে চুপে কেঁদেছে অনেক।

নিচে একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা pdf বই ডাউনলোড

প্রকাশকঃ বুক সোসাইটি
বইয়ের ধরণঃ কবিতার বই
বইয়ের সাইজঃ 1.61 MB
প্রকাশ সালঃ 1977 ইং
বইয়ের লেখকঃ আহমদ ছফা


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site