হিমু মামা pdf বই ডাউনলোড । টগরদের বাড়িতে আজ সন্ধ্যায় ধুন্ধুমার কান্ড হবে। একজনকে ‘ছেঁচা’ দেয়া হবে। সেই একজন ভয়ঙ্কর একটা অপরাধ করেছে। এমন ভয়ঙ্কর অপরাধ যে বাড়ির সবার মুখ গম্ভীর। ছেঁচা দেওয়ার আয়োজন সকাল থেকেই চলছে। আনুষ্ঠানিক শাস্তি তো, আয়োজন লাগে। ছেঁচা বেদেন টগরের বড় চাচা, চৌধুরী আজমল হোসেন।
চৌধুরী আজমল হোসেন ছোটখাটো মানুষ। একসময় হাইকোর্টে ওকালতি করতেন। এখন করেন না। বছর খানেক আগেও তাঁর মাথাভর্তি সাদা চুল ছিল। এখন সব পড়ে গেছে।
আরও দেখুনঃ হলুদ হিমু কালো র্যাব pdf বই ডাউনলোড
টগরের খুব ইচ্ছা করে তাঁকে টাকলূ চাচা ডাকতে। সেটা সম্ভব না। চৌধুরী আজমল হোসেন সব সময় হাসি হাসি মুখ করে থাকেন। নিচু গলায় কথা বলেন। তাঁকে দেখে মনেয় হয় তিনি বেশ আনন্দে আছেন। তারপরও সবাই তাকে ভয় পায়।
টগরের ধারণা, এ বাড়ির আসবাবপত্রও তাঁকে ভয় পায়। যে ইজিচেয়ারে তিনি বেশির ভাগ সময় শুয়ে থাকেন (মোটা মোটা ইংরেজী বই পড়েন) সেই ইজি চেয়ার তাঁকে ভয় পায়। যে বইটি তিনি পড়েন সেই বইটাও ভয় পায়। ইজিচেয়ারে শোয়ার সময় যে টুলে তিনি পা তুলে রাখেন সেই টুলও তাঁকে ভয় পায়।
চৌধুরী আজমল হোসেন এ বাড়ির পধান বিচারক। টগরদের বাড়ির যে কোন অন্যায়ের বিচার তিনি করে থাকনে। তাঁর কথার ওপর কথা বলার সাহস কারোরই নেই। শুধু একজনের আছে, তিনি টগরের দাদিয়া। তবে তাঁর খুব শরীর খারাপ বলে তিনি বেশির ভাগ সময় বিছানায় শুয়ে থাকেন। কারো সঙ্গেই কথা বলেন না। কেউ তাঁর ঘরে ঢুকলে তিনি কড়া গলায় বলেন, ‘এ চায় কী? এই ছাগলা কী চায়? এ আমার ঘরে ঢুকছে কী জন্য? আমার ঘরে কি সোনার খনি আছে?
আরও দেখুনঃ সে আসে ধীরে pdf বই ডাউনলোড
আজ যাকে ছেঁচা দেয়া হবে সে টগরের ছোট মামা। তার নাম শুভ্র। খুবই ভালো ছাত্র। এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে। ফার্ষ্ট-সেকেন্ড না হয়ে থাকতে পারে না। পরীক্ষা দিলেই হয় ফার্ষ্ট না হয় সেকেন্ড শুভ্র হলো সে রকম। সে এসএসসি পরীক্ষাতে ঢাকা বোর্ডে ফার্ষ্ট হয়েছিল।
নিচে হিমু মামা pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 8.46 MB প্রকাশ সালঃ 2004 ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now