Sunday, October 19, 2025
Homeএডভেঞ্চারসেই উ সেন pdf বই ডাউনলোড

সেই উ সেন pdf বই ডাউনলোড

সেই উ সেন pdf বই ডাউনলোড । প্যারিস। হোটেল হিলটন। আগস্ট মাসের বাইশ তারিখ। পশ্চিম দিগন্তরেখার কাছাকাছি নেমে ইতস্তত করছে প্রকাণ্ড সূর্যটা। সাতটা বেজে চল্লিশ মিনিট।

লম্বা কালো ঝকঝকে একটা সিট্রন ডি-এস নাইনটিন গ্যারেজ থেকে নিঃশব্দে বেরিয়ে এল। থামল রিসেপশন হলের দরজারসামনে। তরতর করে সিঁড়ির ধাপ ক’টা টপকে নেমে এল একজন পোর্টার। গাড়ির দরজার পাশে দাঁড়িয়ে কেতা দুরস্ত ভঙ্গিতে একটু ঝুঁকল সে, হাতল ধরে খুলল দরজাটা। গাড়ির থেকে নামছে রানা এজেন্সীল প্যারিস শাখার একজন গুরুত্বপূর্ণ কর্মী এক্স মিলিটারি-ম্যান আঁদ্রে পল।

চেহারা আর ব্যক্তিত্বের অদ্ভূত একটা সমন্বয় ঘটেছে আঁদ্রে পলের মধ্যে। ছয় ফুটের কাছাকাছি লম্বা হলেও, ঠিক ততটা লম্বা বলে মনে হয় না তাকে। ব্যাকাব্রাশ করা চুল সমতল মাথঅয় এমনভাবে সেঁটৈ আছে, জমাট আলতকাতরার একটা স্তর বলে মনে হয়।

আরও দেখুনঃ
আরডুইনোতে হাতেখড়ি pdf বই ডাউনলোড
অঙ্ক ভাইয়া pdf বই ডাউনলোড

অস্বাভাবিক চওড়া শরীর তার। ক্লিনশেভ, বিখ্যাত হিটলারী গোঁফ। কান দুটো প্রায় সেঁটে আছে খুলির সাথে। সাদা ট্রপিক্যাল স্যুট পরে আছে সে। গাড়ি থেকে নেমে পোর্টারের স্যালুটের উত্তরে স্মিত হাসল সে। ঘন ভুরু জোড়ার ভিতরে চোখের মণি দুটো সারাক্ষণ চঞ্চলভাবে কি যেন খুঁজে ফিলছে। পাঁচ সেকেন্ডে চারদিক দেখা হয়ে গেল তার।

‘পিরো,’ পোর্টারের নাম ধরে সম্বোধন করল আঁদ্রে পল, ‘গাড়ির কাছ থেকে নোড়ো না।’

‘ঠিক আছে, ক্যাপটেন!’ সসম্ভ্রমে বললো পোর্টার। সেনাবাহিনী থেকে অবসর নেবার আগের দিন পর্যন্ত ক্যাপটেন আঁদ্রে পলের অধীনে চাকরি করেছে সে। আর সব সহকর্মীর মত তারও বিশ্বাস, ফ্রেঞ্চ সেনাবাহিনীতে আঁদ্রে পলের মত দুঃসাহসী, মেধাবী আর ব্যক্তিসম্পন্ন ক্যাপটেন তখনও ছিল না, আজও নেই, ভবিস্যতেও হবে না।

সিঁড়ির ধাপ টপকে উঠে যাচ্ছে পল। তার গমন পথেল কে তাকিয়ে মনটা খারাপ হেয় গেল পোর্টার পিরোর। একটু খুঁড়িয়ে হাঁটছে অবসরপ্রাপ্ত ক্যাপটেন। উনিশশো তেষট্টিতে জেনারেল দ্য গলের প্রণ রক্ষা করতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে গুলি খেয়েছিল পল। স্রেফ তার একার অসমসাহসিকতার ফলে সিক্রেট আর্মি  অরগানাইজেশনের নিখুঁত অ্যামবুশ ব্যর্থ হয়ে গিয়েছিল। প্রেসিডেন্টের প্রপণ রক্ষার জন্য পদক পেয়েছিল পল, কিন্তু শারীরিক ত্রুটিজনিক কারণে চাকরিটা হারাতে হয়েছে তাকে। সব কথা মনে পড়ে গেল পোর্টার পিরোর। দুঃখ হয়।

নিচে সেই উ সেন pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

সেই উ সেন pdf বই ডাউনলোড

প্রকাশকঃ সেবা প্রকাশনী
বইয়ের ধরণঃ অ্যাডভেঞ্চার - মাসুদ রানা
বইয়ের সাইজঃ 10.5 MB
প্রকাশ সালঃ 1979 ইং
বইয়ের লেখকঃ কাজী আনোয়ার হোসেন


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site