শিউলি ফোটার পরে pdf বই ডাউনলোড। ভোর বেলায শিউলি ফুলের গন্ধ ভালো তো লাগেই। ছেলেবেলার কথঅও মনে পড়ে। তাদের সেই ছোট্ট গ্রাম। গ্রামের নামটাও ফুলের মতই। ফুলেশ্বরী। সেই সঙ্গে বাবা-মা, ভাই-বোন বন্ধু বান্ধব। সবার কথাই মনে পড়ে। মাঝে মাঝেই চারু ভাবে, শিউলি ফুলের নামটার বদলে যদি নতুন করে স্মৃতির ফুল নাম রাখা যেত। খুব মজা হত। হাজার বছরের নামটা কি কখনও বদলানো যায়? যায় না। তবুও এই ভাবণাটা প্রায়ই ওর মনে উকিঁঝুঁকি মারে।
চারু নামটা চারুর ডাকনাম। এই নামটা শুধু তার বাবা-মা, ভাই-বোন আত্মীয়-স্বজনরাই জানে। দুচারজন বন্ধু-বান্ধবও এখনও এই নামেই ওকে ডাকে। কিন্তু এই এলাকার কেউই এই নামটা জানে না। তারা জানে, আবিদুর রহমান ষ্টেশন মাস্টার। সবাই ডাকে শুধু মাস্টার সাহেব বলেই।
আরও বই দেখুনঃ
- বাসর pdf বই ডাউনলোড
- ছেলেটা pdf বই ডাউনলোড
- অসুখের পরে pdf বই ডাউনলোড
- বনলতা সেন কবিতা pdf বই ডাউনলোড
- গায়ের গন্ধ pdf বই ডাউনলোড
এক সময়ে মানে দেশ বিভাগের আগে,, এই সিংহজানি জংশন ষ্টেশনটা খুব নামকরা স্টেশন ছিল। এখান থেকেই একটা লাইন গেছে জগন্নাথগঞ্জ ঘাটে। এই পথেই যাত্রীরা আগে কলকাতায় যেত দর্শনা হয়ে মাজখানে অকুল যমুনা নদী ছিল। ঐ নদী পার হত ফেরীতে। ব্রিটিশ আমলের ফেরী। আর অণ্যদিকে আরেকটা রেল লাইন গেছে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত। ওখানেও ছিল এমন জল থৈ থৈ কুল-কিনারা দেখা যায় না ব্রক্ষপুত্র।
ঐ নদীও ফেরীতে পার হয়ে যেত দিনাজপুরের দিকে। সেই সময় খুব নামডাক ছিল এই সিংহজানি জংশন স্টেশনের। এখন আর তেমন হাকঁ-হাক নেই। এখনও জাংশন স্টেশনই আছে। বাংলাদেশ হওয়ার পর মানুষ আর এদিক দিয়ে কলকাতায় যায় না। শুধু রাজশাহী ও দিনাজপুরের লোক যাতায়াত করে। ঘাট পর্যন্ত লাইনগুলোর অবস্থাও ভাল না। খুবই নড়বড়ে অবস্থা।
এই স্টেশন থেকে ঘাট পর্যন্ত যার খুব আস্তে আস্তে। এইটুকু রাস্তা যেতে সময় লাগে অনেক। এই জন্যেই রাজশাহী দিনাজপুরের যাত্রীরাও আজকাল ঢাকা থেকে সোজা কোচ সার্ভিসে চলে যায়। তাতে সময়ও লাগে খুব কম। কোনো ফেরীল ঝামেলা নেই। একটানে চলে যায় যে যার ঠিকানায়।
গত এক বছর হল, এখানে স্টেশন মাস্টা হয়ে এসেছে আবিদুর রহমান। বয়স দেখলে মনে হয়, একটু কম বয়সেই স্টেশন মাস্টার হয়েছে। এই স্টেশন চুল দাড়ি পাকা ছাড়া কোনো স্টেশন মাস্টার দেখেনি কেউ। আবিদুর রহমানকে দেখে, প্রথম প্রথম কেউ বিশ্বাসই করেনি? দাড়ি-গোফঁ শেভ করা এত টকটকে ফর্সা মানুষ কী স্টেশন মাস্টার হতে পারে?।
নিচে শিউলি ফোটার পরে এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | উপন্যাস |
বইয়ের সাইজঃ | 1.36 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | আমজাদ হোসেন |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন