লঘুপাক pdf বই ডাউনলোড। বৃদ্ধ নবীন কুন্ডু হঠাৎ সাংঘাতিক রকম পীড়িত হইয়া পড়িয়াছে, প্রবল উত্তাপ, বিভুল বকা, মাঝে মাঝে অচৈতন্য, ইত্যাদি ইত্যাদি। কুন্ডু মশাইয়ের কোষ্ঠীতে হঠাৎ শব্দটির প্রভাব কিছু বেশি। একজন আড়ংদারেব দোকানে খেরো খাতায় হিসাব লিখিত, হঠাৎ ছাড়িয়া দিয়া একদিন অল্পঅল চাল-ডাল -তেল-নুন সাজাইয়া নিজেই ছটাক খানেকের একটা দোকান খুলিয়া বসিল।
এই রকমই চলিল বহুদিন, দাড়ি চুল পাকিয়া আসিল, তাহার পর একদিন হঠাৎ কুন্ডু মশাইকে চেনা দায় হইয়া উঠিল আঙ্গুল ফুলিয়া রাতারাতি কলাগাছ হইয়া উঠিয়াছে। প্রকান্ড আড়ৎ, প্রকান্ড বাড়ি, প্রকান্ড আরও অনেক কিছু। সমস্ত লড়াই-দুর্ভিক্ষেব যুগটা ফুলিবার পালা এমন ভাবে চলিল যে আঙ্গুল তো দূরের কথা, এখন আর সেই কলাগাছ বলিয়া চেনাও দুস্কর।
আরও বই দেখুনঃ
- ঠাকুরমার ঝুলি pdf বই ডাউনলোড
- স্বর্গাদপি গরীয়সী pdf বই ডাউনলোড
- বিচারক pdf বই ডাউনলোড
- মেঘনাদবধ কাব্য দ্বিতীয় সর্গ pdf বই ডাউনলোড
- রাণুর প্রথম ভাগ pdf বই ডাউনলোড
এমন সময় হঠাৎ এক সাধুর আবির্ভাব, বেশি নয়, মাত্র দুদিন আগের কথা।কি মন্ত্র ফুঁকিয়া গেল কানে, নবীন কুন্ডু সব ছাড়িয়া- ছাড়িয়া ওপরের একটা ঘরে হাত-পা কোলে করিয়া যোগাসনে বসিয়া গেল। কাল সমস্ত দিন এই ভাবে গেছে, একটু কাচাঁ-দুধ আর গোটাকতক ফল-মূলের কুটির ওপর।
ভোগের শরীর, ঐতেই বেশ খানিকটা কাৎ করিয়া দিয়াছিল, তাহার ওপর আজ আরও অত্যাচার গেছে সকাল বেলা ক্রোশ খানেক পথ ঠেলিয়া কালীঘাটে গেল, ফিরিয়া অভুক্ত অবস্থাতেই ওপরে উঠিয়া গেল, মুখে দারুণ উদ্বেগের ভাব, যেন আর সময় নাই, খুব তাড়াতাড়ি কি কতকগুলা ব্যাপার সারিয়া লইতে হইবে।
কথা খুব অল্প হইয়া গেছে, মৌনাবরম্বনের প্রায় কাছাকাছি অবস্থা, শুধু বলিয়া গেল কালকের মতো মাত্র একটু কাচাঁ-দুধ আর কয়েক খন্ড ফলমুল দিয়অই ক্ষুন্নিবৃত্তি করিবে, তাও বেলা পড়িয়া গেলে। দুয়ার বন্ধ করিয়া আবার আসনে বসিল। বারণ রহিল কেহ ওদিকে গিয়া যেন বিষ্ম উৎপাদন না করে। সকলে উৎকন্ঠিতই ছিল, বিকাল হইলেই আহার্য লইয়া গৃহিনী আর পুত্রবধু দিয়া দুয়ারে মদৃমন্দ করাঘাত করিল।
দুয়ার তো খুলিেই না, অধিকন্তু বিড় বিড় করিয়া অস্পষ্ট উচ্চারনে যে কতকগুলি কথা আসিয়া কানে লাগিল তাহাতে ভ্রু কুঞ্চিত করিয়া উভয়ে উভয়ের মুখের পানে স শয়ের দৃষ্টিতে একটু তাকাইয়া রহিল। পুত্রবধু একটু জোরে দুয়ারে করাঘাত করিয়া ডাকিল বাবা! উত্তর নাই, বিড়বিড়ানি একভাবে শোনা যায়। বইটি যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে লঘুপাক pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | উপন্যাস |
বইয়ের সাইজঃ | 7.82 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | বিভুতিভূষন মুখোপাধ্যায় |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন