মোহন রায়ের বাঁশি pdf বই ডাউনলোড । ময়নাগড়ের দিঘির ধারে সন্ধ্যাবেলায় চুপটি করে বসে আছে বটেশ্বর । চোখে জল, হাতে একখানা বাঁশি । পুবধারে মস্ত পূর্ণিমার চাঁদ গাছপালা ভেঙে ঠেলে উঠবার চেষ্টা করেছে ।
দিঘির দক্ষিণ দিককার নিবিড় জঙ্গল পেরিয়ে দখিনা বাতাস এসে দিঘির জলে স্মান করে শীতল সমীকরণে পরিণত হয়ে জলে হিলিবিলি কাঁপন তুলে,বটেশ্বরের মিলিটারি গোঁফ ছুঁয়ে বাড়িবাড়ি ছুটে যচ্ছে । চাঁদ দেখে দক্ষিণের জঙ্গল থেকে শেয়ালেরা ‘ক্যা হুয়া, ক্যা হুয়া’ বলে হিন্দিতে পরস্পরকে প্রশ্ন করছে । বেলগাছ থেকে একটা প্যাচা জানান দিল । ‘হ্যাম হ্যায়, হ্যাম হ্যায় ।
বটেশ্বর একটা দীর্ঘশ্বাস ফেলে হাতের বাঁশিটার দিকে তাকাল । বহুকালের পুরনো মস্ত বাঁশি, পায়ে রুপোর পাত বসানো, তাতে ফুলকারি নকশা। দিনতিনেক আগে সকালবেলায় ঝোলা কাধেঁ একটা লোক এসে হাজির । পরনে লুঙ্গি, গায়ে ঢল ঢলে জামা, মুখে দাড়িগোঁফের জঙ্গল, মাথায় ঝাঁকগা চুল ।
রোগাভোগা চেহারার লোকটা বলল, কোনও রাজবাড়ির কিছু জিনিস সে নিলামে কিনেছে, আর সেইগুলোই বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করেছে । পুরনো আমলের রুপোর টাকা, জরিবসানো চামড়ার খাপে ছোট্ট ছুরি, অচল পকেটঘুড়ি, পিতলের দোয়তদানি, পাশা লেখার ছক, হাতির দাঁতের পুতুল, এরকম বিস্তর জিনিস ছিল তার সঙ্গে আর ছিল এই বাঁশিটা ।
আরও দেখুনঃ চা কফি আর কোয়ান্টাম মেকানিক্স pdf বই ডাউনলোড গণিতের রঙ্গে হাসিখুশি গণিত pdf বই ডাউনলোড
মোহন রায়ের বাঁশি
তা কি আমিই জানি ! তবে কেষ্টবিষ্ট কেউ হবেন। বাঁশিতে নাকি ভর হয় ।
লোকটা দুশো টাকা দাম চেয়েছিল । বিস্তর ঝোলাকুলি করে একশো টাকায় যখন রফা হয়েছে তখন বটেশ্বররের বউ খবর পেয়ে অন্দরমহল থেকে বেরিয়ে এসে রণরঙ্গিনী মূর্তি ধারণ করে বলল, টাকা কি খোলামকুচি ? একটা বাঁশির দাম একশো টাকা ! বলি জীবনে কখনও বাঁশিতে ফুঁ দাওনি, তোমার হঠাৎ কেষ্ঠঠাাকুর হওয়ার সাধ হল কেন ? ও বাঁশি যদি কেনো তা হলে আমি হয় বাঁশি িউনুনে গুজে দেব, না হয় বাপির বাড়ি চলে যাব ।
ফলে বাঁশিটা তখন কেনা হল না বটে, কিন্তু ঘন্টাখানেক বাদে বটেশ্বর যখন বাজারে গেল তখন দেখতে পেল বুড়ো শিবতলায় লোকটা হা-ক্লান্ত হয়ে বসে আছে । অগ্রপশ্চাৎ বিবেচনা না করে সে বাঁশিটা কিনে ফেলল । ফেরার সময় খিড়কির দরজা দিয়ে ঢুকে গোয়ালঘরের পাটাতনে বাঁশ-বাখারির ভিতরে গুঁজে রেখে দিল ।
নিচে মোহন রায়ের বাঁশি pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আনন্দ পাবলিশার্স বইয়ের ধরণঃ ছোট গল্প বইয়ের সাইজঃ 2.53 MB প্রকাশ সালঃ 2004 ইং বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন