মৃন্ময়ীর মন ভালো নেই pdf বই ডাউনলোড । মৃন্ময়ীর ঘুম ভাঙানোর মহান দায়িত্ব যে-কাজের মেয়েটি পালন করে তার নাম— ‘বিন্তি’। তার বয়স মৃন্ময়ীর কাছাকাছি সতেরো। মৃন্ময়ীর উনিশ। বিন্তি এসেছে নেত্রকোনার দুর্গাপুর থেকে। এই প্রথম তার ঢাকা শহরে আসা। বড়লোকদের কাণ্ডকারখানা কিছুই তার মাথায় এখনো ঢুকছে না। ভয়ে সারাক্ষণই তার ‘কইলজা’ কাঁপে এবং ‘পেট পুড়ে’ দুর্গাপুরের জন্যে।
সকাল আটটা। বিন্তি চায়ের কাপ নিয়ে মৃন্ময়ীর ঘরে ঢুকেছে। তার কলিজা কাপা শুরু হয়েছে। সে জানে মৃন্ময়ী এক্ষুনি তাকে কঠিন ধমক দেবে। ঘুম ভাঙলে মৃন্ময়ীর মেজাজ খারাপ থাকে। তার দায়িত্ব ভোর আটটায় আপার ঘুম ভাঙানো। আপা নিজেই তাকে এই দায়িত্ব দিয়েছে অথচ…
যথাসম্ভব নরম গলায় বিন্তি ডাকল, আপা! আপা!
মৃন্ময়ী মুখের উপর থেকে চাদর সরিয়ে কঠিন গলায় বলল, এমন এক থাপ্পড় খাবে । যাও বললাম। ভোর ছ’টার সময় বলে আপা। আপা।
আপা আটটা বাজে।
বাজুক আটটা। আমি এক থেকে তিন গুনব। এর মধ্যে তুমি যদি না যাও তা হলে থাপ্পড় খাবে। সত্যি সত্যি খাবে। এক থাপ্পড়ে দুর্গাপুর। | এই সময় বিন্তির কী করা উচিত সে ভেবে পায় না। তার কি উচিত চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে থাকা? নাকি সে ঘর ছেড়ে বাইরে চলে আসবে? সমস্যাটা নিয়ে সে রহিমার মা’র সঙ্গে আলোচনা করেছে।
আরও দেখুনঃ নলিনী বাবু BSc pdf বই ডাউনলোড নবনী pdf বই ডাউনলোড
রহিমার মা এই বাড়ির হেড বাবুর্চি। অনেক দিন ধরে এদের সঙ্গে আছে। রহিমার মা বলেছে, খাম্বার মতো খাড়ায়া থাকবি। নড়বি না। আফা ধমক-ধামক মুখে দিব। আর যদি চড় মারে। মারব। বড়লোকদের চড়ে মজা আছে।
কী মজা?
চড় দিয়া বসলে আফার মন হইব খারাপ। তোরে দিব বখশিশ । পাঁচশ টেকাও পাইতে পারস। আফার ব্যাগে ভাংতি থাকে না। আর এরার টেকার নাই হিসাব।
রহিমার মা সব কথাই বাড়িয়ে বলে তবে এদের টাকার যে হিসাব নাই এই কথাটা খুব সম্ভব সত্যিূ। আপার ঘর গুছাতে গিয়ে একবার সে এমন ধাক্কা খেয়েছিল—চিরুনি রাখার ডালায় পাঁচশ টাকার একটা প্যাকেট। রাবার দিয়ে বাঁধা। সবেই চকচকা নোট। যাদের টাকার হিসাব নাই তারাই এত টাকা এইভাবে ফেলে রাখতে পারে।
নিচে মৃন্ময়ীর মন ভালো নেই pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ কাকলী প্রকাশনী বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 7.64 MB প্রকাশ সালঃ 2006 ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now