মা ম্যাক্সিম গর্কি pdf বই ডাউনলোড । রোজ ভোরে কারখানার বাঁশি বেজে ওঠে..তীক্ষ্ণ তীব্র ধ্বনিতে মজুর-পল্লির ধূম-পঙ্কিল আদ্র বাতাস কম্পিত হয়, আর ছোট ছোট কুঠির থেকে অবিচ্ছিন্ন ধারায় বেরিয়ে আসে দলে দলে মজুর। অপ্রচুর নিদ্রায় আড়ষ্ট দেহ, কালো মুখ ।
ঊষার কনকনে হাওয়া, সংকীর্ণ মেটো পথ। তারই মধ্য দিয়ে চলে তারা গিয়ে ঢুকে পড়ে সেই উঁচু পাথরের খাঁচাটার মধ্যে। যেটা তাদের গ্রাস করবার জন্য কাদা-ভরা পথের দিকে চেয়ে আছে শত শত হলদে তৈলাক্ত চক্ষু বিস্তার করে পায়ের তলায় কাদা চট চট করতে থাকে। কাদাও যেন তাদের ভগ্য নিয়ে বিদ্রূপ করেছে।
কানে আসে নিদ্রা-জড়িত কন্ঠের কর্কশ ধ্বনি, ক্রদ্ধ তিক্ত গালাগালির শব্দ। তারপর সে-সব ডুবে যায় কলের গম্ভীর ধ্বনিতে, বাষ্পের অসন্তোষ- ভরা গর্জনে । কালো কঠিন চির্মান মাথা উঁচু করে দাঁড়ায় পল্লির বহু উর্ধ্বে । সন্ধ্যায় কারখানা তাদের ছেড়ে দেয় দগ্ধ-সর্বস্ব ছাইয়ের মতো ।
আবার তারা পথ বেয়ে চলে। ধোঁয়া-মিলন মুখ; মেশিন-তেলের বোটকা গন্ধ; ক্ষুধার্ত সাদা দাঁত । কিন্তু সজীব, আনন্দপূর্ণ কন্ঠ । সেদিনকার মতো কঠিন শ্রম-দাসত্ব হতে তারা মুক্তি পেয়েছে, এখন শুধু বাড়ি ফেরা, খাওয়া এবং ঘুম ।
গোটা দিনটা হমজ করে ওই কারখানা । কল মানুষকে ইচ্ছামতো শোষণ করে। জীবন থেকে একটা দিন সম্পূর্নভাবে নিশ্চিহ্ন হয়ে যায়। মানুষ অজ্ঞাতারে এগোয় তার কবরের দিকে । তবু তারা খুশি; তাড়ি আছে, আমিদ আছে । আর কি চাই !
ছুটির দিনে মজুরের ঘুমোয় দশটা তক..আমিদ তারপর উঠে সব চেয়ে পছন্দসই পোশাকটি পরে গির্জায় যায়। যাবার আগে ধর্ম-বিমুখতার জন্য ছোটদের একচোট বকে নেয়। ফিরে এসে পিরগ খায়; তারপর সন্ধ্যাতক ঘুমোয় । সন্ধ্যায় পথের ওপর আনন্দের মেলাবসে । পথ শুকনো হক, তবু ওভার-স্ব্যু যাদের আছে পরে বেপরোয়া।
বর্ষা না থাকলেও ছাতা নিয়ে পথে নামে ! যার যা’আছে তাই নিয়ে সে ব্যাঙ্গাতদের ছাড়িয়ে উঠতে চায় । পরস্পর দেখা হলে কল-কারখানার কথাই বলে। ফোরম্যানকে গালি দেয়, কল-সংক্রান্ত কথা নিয়েই মাথা ঘামায় । ঘরে ফিরে স্ত্রী সঙ্গে কলহ করে, মাঝে মাঝে তাদের নির্মমভাবে মারে । যুবকেরা মদখায়।
নিচে মা ম্যাক্সিম গর্কি pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বর্মন পাবলিশিং হাউস বইয়ের ধরণঃ অনুবাদ বই বইয়ের সাইজঃ 6.16 MB প্রকাশ সালঃ 1950 ইং বইয়ের লেখকঃ ম্যাক্সিম গর্কি অনুবাদকঃ বিমল সেন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন