Friday, October 17, 2025
Homeবিজ্ঞানমনোবিজ্ঞান pdf বই ডাউনলোড

মনোবিজ্ঞান pdf বই ডাউনলোড

মনোবিজ্ঞান

মনোবিজ্ঞান pdf বই ডাউনলোড। মনোবিজ্ঞানের সংজ্ঞা ঃ- মনোবিজ্ঞান শব্দটির মধ্যেই মনোবিজ্ঞানের সংজ্ঞা নিহিত আছে । মনোবিজ্ঞান হল মনের বিজ্ঞান ।

কিন্তু মন কি , একে ত আমরা ইন্দ্রিয়ের দ্বারা উপলদ্ধি করতে পারি না । কোথায় আছে মন ? পৃথিবীর গাছপালা পাহাড় , পর্বত , শব্দ , গন্ধ, রূপ , রস প্রভৃতি যেভাবে আমাদের পঞ্চ ইন্দ্রিয় ধরা দেয় , সেভাবে মনকে আমরা জানতে পারি না । কিন্তু আমার মন আছে ।

আরও দেখুনঃ মনোদর্শন pdf বই ডাউনলোড

যে মন ভালোবাসা , হাসে , কাদেঁ , ব্যাথা অনুভব করে , আন্দদ লাভ করে , এ ত অন্তভূক্ত । – কিন্তু মন থাকলেই ত হবে না তাকে জানব কেমন করে । এই মনকে জানার জস্য মনোবিজ্ঞানী নানা আলোচনা করেছে Ñ আমার মনকে শুধু আমিই জানি । অন্নের মনকে জানার চেষ্টা করতে হয় । এই জন্য মনোবিজ্ঞান বলেছেন হল জীনের আচরনের জন্য বিজ্ঞান ।

বিভিন্ন অবস্থায় . বিভিন্ন পরিবেশে জীব বিশেষ আচরন করে থাকে । সেই আচরন দেখে তাকে জানতে হবে । অত এব এককোথায় বলতে গেলৈ বিভিন্ন পরিবেশে মারূষের বিভিন্ন আচরনের মধ্যে থেকে জীবের মনকে জানািই হল মনের বিজ্ঞান । অতএব মনোবিজ্ঞান আলোচনার আমরা একদিকে জানার চেষ্টা করব মন কি , কি , উপাদানে তৈরি , আবার অন্য দিকে জানব বিভিন্ন পরিবেশে জীব কিরীপ আচরন করে ।

আরও দেখুনঃ শিক্ষা মনোবিজ্ঞান pdf বই ডাউনলোড

এই মনকে জানার জন্য মনোবিদগন নানা আলোচনা করেছেন। নিচে সেগুলা দেওয়া হলঃ- [১] অতীতকালে গ্যীক সত্যতা তার জ্ঞান বিজ্ঞানের গরিমায় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আসন লাভ করিতে সমর্থ হয়েছিলো । তখন মনোবিজ্ঞান িছিল দর্শনের অন্তভূক্ত ।

প্লেটো , এ্যারিষ্টট্ল , ডেকার্টে [descetrtes] প্রভূতি গ্রীক দার্শনিকগন বললৈন , মনোবিজ্ঞান হল আত্নার বিজ্ঞান[acience of v soul] । তাঁরা বললেন মনোবিজ্ঞান শুধু মনকেই জানলেই হবে না মনের উৎস আত্নাকে জানতে হবে। আত্নার মৃত্যু নেই সমস্ত চেতনার উৎস , ব্রক্ষসত্তার এক জে্যিাতিস্নয় প্রকাশ । গ্রীক দার্শনিকগন বলেন এই আত্নার উৎস ও রহমতকে জানাই হল মনোবিজ্ঞান কাজ । তারাঁ 

আরও দেখুনঃ গণিতাঙ্ক pdf বই ডাউনলোড

নিচে মনোবিজ্ঞান pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

মনোবিজ্ঞান pdf বই ডাউনলোড

 

প্রকাশকঃ মেদেনীপুর ইতিহাস রচনা সমিতি
বইয়ের ধরণঃ অুনবাদ 
বইয়ের সাইজঃ 5.57 MB
প্রকাশ সালঃ ১৯৬৩ ইং
বইয়ের লেখকঃ শ্রীমুতি পুষ্প
বইয়ের অনুবাদঃ


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site