Sunday, October 19, 2025
Homeউপন্যাসমন প্লাস হৃদয় pdf বই ডাউনলোড

মন প্লাস হৃদয় pdf বই ডাউনলোড

মন প্লাস হৃদয় pdf বই ডাউনলোড । একটা বাচ্চা মেয়ে, মেয়েটার নাম আলো, একটা গাছ ধরে কাঁদছে। কাঁদছে আর ভলছে, ‘গাছভাই গাছভাই, চাচা আমারে স্কুল ছাড়াইতে চায়, আমারে ঢাকায় লইয়া যাইয়া গার্মেন্টেসের কামে লঅগাইতে চায়।

আমি যাইতে চাই না কিন্তু এই কথাটা আমি তারে কই নাই, আমরা যে গরিব, আমার বাপ-মায়ের যে আমারে পড়ানোর টাকা নাই, আমি গার্মেন্টসে কাম করলে যে দুইটা টাকা আইব, তাই আমি ঠিক করছি চাচার লগে যামু। কিন্তু আসলে আমি যাইতে চাই না।’ এই কথা বলতে বলতে বাচ্চা মেয়েটা টপটপ করে চোখের চল ফেলতে লাগল। তারপর শুরু করল ফুপিয়ে ফুপিয়ে কান্না।

সুমান টেলিভিশনের সামনে বসে নাটক দেখছিল। এই দৃশ্য দেখে সুমনার চোখ ভিজে এলো। তারপর সেও কাঁদতে শুরু করে দিল। প্রথমে ভেবেছিল সে কান্নাটা সামলাতে পারবে। কিন্তু না। কান্না কিছুতেই বাঁধ মানছে না। ভাগ্যিস ঘরে সুমনা একা। আচ্ছা তাহলে সে বরং প্রাণভরে কাঁদুক। কেঁদে মনের মেঘভার খানিকটা লাঘব করুক।

আরও দেখুনঃ
মা আনিসুল হক pdf বই ডাউনলোড
মোটুক মামার গোয়েন্দা অভিযান pdf বই ডাউনলোড

এমন না যে সুমনা কোনো কিশোরী। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে পাস করে সেই বিভাগেই শিক্ষক হিসেবে জয়েন করেছে। আর ইংরেজি বিভঅগে পড়ার কারণে শেক্সপিয়রের ট্রাজেডি থেকে শুরু করে গ্রিক ট্রাজেডি পর্যন্ত কত ট্রাজেডিই তাকে পড়তে হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের নাটকের সামান্য আবেগঘন দৃশ্য তাকে ঘায়েল করতে পারবে– এমনটা হওয়ার কথা নয়। এই মেয়ের মন হওয়ার কথা লোহার মতো শক্ত। কিন্তু বাস্তবে তা হয়নি। মেয়ের মন হয়েছে আইসক্রিমের মতো শক্ত। কিন্তু বাস্তবে তা হয়নি। মেয়ের মন হয়েছে আইসক্রিমের মতোন নরম। একটুতেই গলে পানি হয়ে যায়। সুমনা তার চোখের পানি সামলাতেই পারছে না।

এই সময় তার বাবা আবদুস সাত্তার সুমনার ঘরে প্রবেশ করলেন। গরটা সুমনার একান্ত নিজের। দেয়ালে নীল রং। দেয়াল-জোড়া বইয়ের তাক। তাতে দেশি-বিদেশি নানা বই। এক পাশে একটা ছোট্ট টেলিভিশন, আর তার নিচে গান শোনার যন্ত্র। মেয়ের পড়ার টেবিলে কম্পিউটার, এলসিডি মনিটরর। আরেকদিকে ওয়ার্ড্রব, আয়না লাগানো ড্রেসিং টেবিল। একদিকে একটা ছোট্ট খাট। ঘরের মধ্যে জয়নুল আবেদিনের আঁকা একটা বালিকার মুখচ্ছবি। মূলছবি নয়। পোস্টার।

নিচে মন প্লাস হৃদয় pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

মন প্লাস হৃদয় pdf বই ডাউনলোড

প্রকাশকঃ 
বইয়ের ধরণঃ উপন্যাস
বইয়ের সাইজঃ 2.64 MB
প্রকাশ সালঃ 2009 ইং
বইয়ের লেখকঃ আনিসুল হক


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site