মধ্যাহ্ন ২ pdf বই ডাউনলোড । এককড়ি ভোরবেলার কনকনে ঠান্ডায় পুকুরে মাথা ডুবিয়ে স্নান করেছেন। কোমরে লুঙ্গির মতো পেঁচিয়ে সাদা ধুতি পরে জলচৌকিতে বসেছেন। তাঁর পাশে অবিনাশ ঠার হাতে ঘন্টা নিয়ে ঘন্টা বাজাচ্ছেন। অবিনাশ ঠাকুর শাস্ত্র। ব্রাহ্মণ। তিনি মাঝে মাঝে ঘন্টাধ্বনি বন্ধ করেন। চোখ বন্ধ করে উপনিষদ থেকে শ্লোক আবৃত্তি করেন। দাঁতি না থাকার কারণে কথাগুলি জড়িয়ে যায়। মন্ত্র অদ্ভুত শোনায়।
ওঁ আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক প্রাণশ্চক্ষুঃ শ্ৰোত্ৰমাথা বলমিল্লিয়ানি সর্বাণি। সর্বং ব্রহ্মেীপনিষদম। মাইহং ব্রক্ষ নিরাকুর্যাং, মা মা ব্ৰহ্ম নিরকল্লেং অনিরাকরণমন্তু, অনিরাকরণং মেহন্তু।
আমার সমস্ত অঙ্গ যেন পুষ্ট হয় । তার সঙ্গে আমার প্রাণবায়ু, বাকশক্তি, দৃষ্টি, শ্রবণ এবং অন্যান্য ইন্দ্রিয়গুলিও যেন শক্তিশালী হয়। ব্রহ্মার কথাই উপনিষদ বলে।
এককড়ির সামনে পিতলের থালা । থালায় ঈশাল, কিছু ধনি, আমি এবং বটের পাতা। লোক আসছে, কৌতূহলী হয়ে দেখছে। ছেলেমেশ্রেরা সকাল থেকেই ভিড় করে আছে। বান্ধবপুরে ছড়িয়ে গেছে—এককড়ি জোড়া পাঠা বলি। দেবেন। সবাইকে পাঁঠার মাংস ভাগ করে দেয়া হবে।
মেয়েরা দলে দলে আসছে। এককড়ির বৃদ্ধা মা অনেক দূরে সাদা থান পরে দাড়িয়ে আছেন। মেয়ের দল দেখলেই খনখনে গলায় চিৎকার করছেন। সাবধান, বিধবারা কেউ কাছে যাবা না। সাবধান, বিধবারা দূরে । এককড়ির মা নিজেও বিধা। তিনিও উৎসবে থাকতে পারছেন না।
আরও দেখুনঃ মাতাল হাওয়া pdf বই ডাউনলোড ম্যাজিক মুনশি pdf বই ডাউনলোড
আজকের উৎসবের কারণ এককড়ির মন্দির বানানো হচ্ছে। নেত্রকোণা থেকে রাজমিস্ত্রি এসেছে। তারা আজ মধ্যদুপুর থেকে ইট গাথা শুরু করবে। প্রথমে তৈরি হবে দেবীর মঞ্চ। মঞ্চে দেৰী স্থাপনা হবে সন্ধ্যায়। এরপরেই শুরু হবে দেয়াল গাথা। মধ্যদুপুর লগ্ন শুত। অবিনাশ ঠাকুর ছক এঁকে বের করেছেন। এই বিশেষ সময়ে মঙ্গল কৃত্তিকা নক্ষত্রে যাবে। অতি শুভ সময়।
মন্দির নির্মাণের যাবতীয় দেখাশোনা শ্রীনাথ করছেন। তার আগ্রহের কোনো সীমা নাই। রামমন্দির হচ্ছে না, রাধাকৃষ্ণের মন্দিরই হচ্ছে। রাধাকৃষ্ণের মূর্তি শ্রীনাথ বুসের বাড়ি থেকে চাদরে জড়িয়ে নিয়ে এসেছেন। তিনি এটাকে অপরাধ মনে করছেন না। দেবদেবী মুসলমান বাড়িতে অনাদরে অবহেলায় পড়ে ছিলেন। এখন পূজা পাবেন।
রাধাকৃষ্ণের এ্ই মূর্তি হরিচরণের পরিবার পূজা করতেন।
নিচে মধ্যাহ্ন ২ pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 10.6 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন