ভোলু যখন রাজা হল pdf বই ডাউনলোড । সকালবেলাতেই কেউ এসে রঙ্গরসিকতা করলে কারই বা ভাল লাগে? ভোলুরও লাগল না। ভোলু বা ভোলার অবস্থা মোটেই সুবিধের নয়। বিধবা পিসি নবদ্বীপবাসিনী দেহরক্ষার আগে একদিন তাকে ডেকে বলল, “ওরে ভোলু, তোর তিন কূলে কেউ কিন্তু নেই। এই আমি তোর পিসি তোকে কোলেপিঠে করে মানুষ করেছি বটে, কিন্তু আজ সত্যি কথাটা বলে যাই বাছা, আমিও তোর কেউ নই।
তোর বাবা আমার কাছে তোকে গচ্ছিত রেখে কোথায় হাওয়া হয়ে গেল কে জানে পরে শুনেছি সে ডাকাতি করতে গিয়ে কোন গেরস্তুবাড়িতে বেকায়দায় !ধরা পড়ে, তারপর বাড়ির লোকজন তাকে পিটিয়ে মেরে ফেলে। তা বাছা, রক্তের সম্পর্ক না থাকলেও বুকে করে মানুষ তো করেছি।
কিন্তু আমার আর সম্বল কী বল? তোকে মানুষ করতে গিয়ে মহাদেব তেজপালের কাছে বাড়িটা বাঁধা রাখতে হয়েছে এই কড়ারে যে, আমি মলেই সে এ বাড়ির দখল নেবে। সুতরাং এ বাড়িটাও আর ভোগে লাগবে না। সব খুলে বলে দিলুম বাছা, যতদিন আমি বেঁচে আছি, তুইও থাক। আমি মলে নিজের আখের তোকে নিজেকেই গোছাতে হবে।”
আরও দেখুনঃ অনুসন্ধান pdf বই ডাউনলোড বটুকবুড়োর চশমা pdf বই ডাউনলোড
এসব শুনে তো ভোলু হাঁ হয়ে গেল।
পিসি গত হয়েছে ছয় মাস হল। যথারীতি মহাদেব এসে চড়াও হল। একা নয়, সঙ্গে চার-পাঁচটা খুব ঠাণ্ডা মাথার গুন্ডা।
হাতে-পায়ে ধরে কটা দিন সময় চেয়ে নিয়েছিল ভোলু? তা সেই সময়ও শেষ হয়ে এল বলে। পিসির অস্থাবর যা ছিল, কিছু গয়নাগাটি আর বাসনকোসন, রুপোর ঠাকুরের থালা-গেলাস আর তক্তপোষ, আলনা, আলমারি সব বিক্রি করে কয়েকটা দিন প্রাসাচ্ছাদনের ব্যবস্থা করতে হল। দু’দিন আগে সেই টাকাও ফুরিয়েছে। পিসি যে এমন পথে বসিয়ে যাবে, কে জানত?
ঘটনাটা ঘটল সকালের দিকেই। নিত্যিকার মতো খুব প্রাতঃকালেই তার ঘুম ভেঙেছে। উঠে দাঁতন করে, প্রাতঃকৃত সেরে কিছুক্ষণ দাওয়ায় বসেও থেকেছে। বসে থাকতে থাকতে তার মনে হল. দূর ছােই, আমার তো কাজকর্ম কিছুই নেই। শুধু-শুধু হাঁ করে বসে থেকে হবেটা কী? তাই সে ঘরে দিয়ে চাটাইয়ের শয্যায় শুয়ে ফের একটা ঘুম দিল।
নিচে ভোলু যখন রাজা হল pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 2.11 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন