বৃহন্নলা pdf বই ডাউনলোড । অতিপ্রাকৃত গল্পে গল্পের চেয়ে ভূমিকা বড় হয়ে থাকে। গাছ যত না বড়, তার ডালপালা তার চেয়েও বড়। এই গল্পেও তাই হবে। একটা দীর্ঘ ভূমিকা দিয়ে শুরু করব। পাঠকদের অনুরোধ করছি তাঁরা যেন ভূমিকাটা পড়েন। এর প্রয়োজন আছে।
আমার মামাতো ভাইয়ের বিয়ে। বাবা-মা’র একমাত্র ছেলে, দেখতে রাজপুত্র না হলেও বেশ সুপুরুষ। এম এ পাস করেছে। বাবার ব্যবসা দেখাশুনো করা এবং গ্রুপ থিয়েটার করা – এই দুইয়ে তার কর্মকান্ড সীমিত।
আরও দেখুনঃ অন্যভূবন pdf
বাবা-মা’র একমাত্র ছেলে হয়ে যা হয় – বিয়ের জন্য অসংখ্য মেয়ে দেখা হতে লাগল। কাউকেই পছন্দ হয় না। কেউ বেশি লম্বা, কেউ বেশি বেঁটে, কেউ বেশি ফর্সা, কেউ বেশি কথা বলে, আবার কেউ -কেউ দেখা গেল কম কথা বলে। নানান ফ্যাঁকড়া।
শেষ পর্যন্ত যাকে পছন্দ হল, সে মেয়ে ঢাকা ইডেন কলেজে বি.এ পড়ে – ইতিহাসে অনার্স। মেয়ের বাবা নেই। মা’র অন্য কোথাও বিয়ে হয়েছে। মেয়ে তার বড়চাচার বাড়িতে মানুষ। তিনিই তাকে খরচপত্র দিয়ে বিয়ে দিচ্ছেন।
আমার মামা এবং মামী দু’জনের কেউই এই বিয়ে সহজভাবে নিতে পারলেন না। যে-মেয়ের বাবা নেই, মা আবার বিয়ে করেছে। পাত্রী হিসেবে সে তেমন কিছু না। তাছাড়া সে খুব সুন্দরীও না। মোটামুটি ধরনের চেহারা।
আরও দেখুনঃ নিষাদ pdf
আমার মামাতো ভাই তবু কেন জানি একবার মাত্র এই মেয়েকে দেখেই বলে দিয়েছে – এই মেয় ছাড়া আর কাউকে সে বিয়ে করবে না। মেয়ের বাবা নেই তো কী হয়েছে? সবার বাবা চিরকাল থাকে নাকি? মেয়ের মা’র বিয়ে হয়েছে, তাতে অসুবিধাটা কী? অল্প বয়সে বিধবা হয়েছেন, তাঁর তো বিয়ে করাই উচিত। এমন তো না যে, দেশে বিধবা বিবাহ নিষিদ্ধ।
মামা-মামীকে শেষ পর্যন্ত মত দিতে হল, তবে খুব খুশি মত দিলেন না। কারণ মেয়ের বড় চাচাকেও তাঁদের খুবই অপছন্দ হয়েছে। লোকটা নাকি অভদ্রের চূড়ান্ত। ধরাকে সরা জ্ঞান করে। চামার টাইপ।
বিয়ের দিন তারিখ হল। এক মঙ্গলবার কাকডাকা ভোরে আমরা একটা মাইক্রোবাস এবং সাাদ রঙের টয়োটায়ে করে রওনা হলাম। গন্তব্য ঢাকা থেকেই নব্বই মাইল দূরের এক মফস্বল শহর।
নিচে বৃহন্নলা pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 4.25 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now