Sunday, October 19, 2025
Homeউপন্যাসবিক্ষোভের দিনগুলিতে প্রেম pdf বই ডাউনলোড

বিক্ষোভের দিনগুলিতে প্রেম pdf বই ডাউনলোড

বিক্ষোভের দিনগুলিতে প্রেম pdf বই ডাউনলোড । জিয়াউর রহমানের আমলে আইএসসি পরীক্ষা দিতে বসেছিল উত্তরবঙ্গের দুই আলাদা গ্রামের ছেলে শওকত ও মাকসুদার। বরিশালের আরেকটা হলে পরীক্ষা দিচ্ছিল আবীর। পরীক্ষার হলে বসেই তারা শুনতে পায়, প্রেসিডেন্ট নিহত হয়েছেন।

দেশবাসী শোনে উপরাষ্ট্রপতি বিচারপতি সাত্তারের রোগকম্প্র রেডিও ভাষণ, ‘আমাদের প্রাণপ্রিয় প্রেসিডেন্ট “হত্যা” হয়েছেন। দেশবাসী আরোও শোনে চট্টগ্রামের বিদ্রোহী সৈনিকদের প্রতি সেনাবাহিনী-প্রধান এইচ এম এরশাদের আকুল আবেদন, ‘সংবিধানের পবিত্রতার নামে আপনারা বশ্যতা স্বীকার করে নিন।’ শওকত ও মাকসুদারদের আইএসসি পরীক্ষা শেষ হয় বিচারপতি সাত্তারের আমলে।

তাদের পরীক্ষার ফল যাখন বেরোবে, তখন এইচ এম এরশাদ ক্রমাগত সাক্ষাৎকার দিয়ে চলেছেন এবং বলছেন, রাষ্ট্রশাসনে সৈনিকদের হিস্যা চাই। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ওরফে বুয়েটে ভর্তি পরীক্ষা দেবে বলে যখন তারা নগরবাড়ি ঘাট থেকে ফেরি করে যমুনা পেরিয়ে আরিচা হয়ে ঢাকায় আসে, আর আবীর আসে বরিশাল থেকে ঢাকাগামী জাহাজে, তখন দেশে সামরিক শাসন, প্রধান সামরিক আইন প্রশাসকের নাম হুসেইন মুহম্মদ এরশাদ, সংবিধানের পবিত্রতা যাঁর নারীবন্ধুদের সুগন্ধির আড়ালে চাপা পড়ে গেছে।

আরও দেখুনঃ
গদ্যকার্টুন সমগ্র pdf বই ডাউনলোড
এই যন্ত্র লইয়া আমরা কী করিব pdf বই

সিএমএলএ কথাটার মানে ছিল ‘চিফ অব মার্শাল ল অ্যাডমিনস্ট্রেটর’, লোকে বলত- ‘চেঞ্জ মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট।’ কারণ সামরিক শাসন জারির সেই পাতাঝরা চৈতালি দিনে তিনি সকালে যে হুকুম জারি করতেন, বিকালে তা যেত বদলে। সেনাপ্রধান হু সেই মুহম্মদ এরশাদের সাক্ষাৎকার আগে বিচিত্রায় ছাপা হয়েছিল প্রচ্ছদকাহিনি হিসেবে, তারপর সিএমএলএর কবিতা মহাসমারোহে প্রকাশিত হথে থাকে বিচিত্রার ‘শামসুর রাহমান নির্বাচিত কবিতা’ বিভাগে ও দৈনিক বাংলার প্রথম পৃষ্ঠায়।

বুয়েটের ক্লাস শুরু হতে হতে হু মু এরশাদ সিএমএলও থেকে নিজিই প্রেসিডেন্ট। তত দিনে তাঁর দ্বিতীয় বিবেয়র ছবি ও খবরসংবলিত বিলাতি কাগজের ফটোকপি হাতে হাতে বিলি হচ্ছে।

তারপর ক্লাস বন্ধ হয়ে গেল, হল খালি কলে দেওয়া হলো, শওকত ও মাকসুদার আবার যমুনা পার হয়ে ফিরে গেল বাড়ি, কারণ, বুয়েটের ছেলেরা বুয়েটের বেদখল হওয়া জমি উদ্ধারের জন্য মারামারি করত গেল পলাশীবাসীর সঙ্গে। ইতিহাসে এটা পলাশী প্রান্তরের দ্বিতীয় যুদ্ধ হিসেবে পরিগণিত হওয়ার কথা থাকলৌ ইতিহাসের কোথাও তার কোনো উল্লেখ নাই।

নিচে বিক্ষোভের দিনগুলিতে প্রেম pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

বিক্ষোভের দিনগুলিতে প্রেম pdf বই ডাউনলোড

প্রকাশকঃ প্রথমা প্রকাশন
বইয়ের ধরণঃ উপন্যাস
বইয়ের সাইজঃ 6.28 MB
প্রকাশ সালঃ 2015 ইং
বইয়ের লেখকঃ আনিসুল হক

ডাউনলোড সার্ভার-১ঃ Download Now

বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন
RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site