বসন্তে pdf বই ডাউনলোড। বসন্তের হাওয়া দিতে আরম্ভ হইয়াছে দুপুরটা একটু উত্তপ্ত হইয়া ওঠে, বোধ হয় পাহাড়ে জায়গা বলিয়া: সকাল আর সন্ধ্যায় একটা ঝিরঝিরে হাওয়া দেয় তাপে-শৈতো মিঠা-কখনও বোধ হয় একটু মহয়ার গন্ধ, কখনও বা আমমুকুলের গন্ধের আমেজ- ইঙ্গিত মাত্র, এবং বক্তের চেয়ে সঙ্গিতের মতই মন মাতান।
কি যে হয় ঠিক স্পষ্ট বোঝা যায় না, নিজেকে আর চারিদিকের সব জিনিসকে বেশ ভাল লাগে-পুরান পর্যন্ত যেন নতুন রূপে দেখা দেয়। চেঞ্জের সময় শেষ হইয়া আসিল আর ছুটি নাই । সেই কথাই হইতেছিল। শীলা বলিতেছে বেয়াক্কিলের মত কথা বল না, পাহাড়ের শীতে হি-হি করে তিনটি মাস কাটিয়ে যেই শীতটা কাটব কাটব করছে সেই হুকুম হলে চল আমি যাব না।
আরও বই দেখুনঃ
- ঘুণপোকা pdf বই ডাউনলোড
- চাঁদের আলোয় কয়েকজন যুবক pdf বই ডাউনলোড
- মেঘনাদবধ কাব্য পঞ্চম সর্গ pdf বই ডাউনলোড
- দ্বিতীয় মানব pdf বই ডাউনলোড
- উতল হাওয়া pdf বই ডাউনলোড
আমি কাবুর হুকুমের দাসী নই । পুলিন বলিল- হুকুমের দাসের প্রতি কি আদেশ হয়? একাই যেতে, না চাকরি ছেড়ে এইখানে বসে থাকতে ?যাকে ছাড়াটা তারঁ পক্ষে সহজ তাকেই ছাড়ুন তিনি । চাকরি কেন ছাড়তে যাবেন? মোট কথা আমি যাব না এখন। জানালার সামনে গিয়া দাড়াইল।
সামনে অনেক দূরে একটা টানা পাহাড়ের কুঞ্চিত রেখা; ধূসর সাদ্য আকাশের গায়ে একটা নীল পর্দা যেন। তাহার পরই সমস্ত জায়গাটা খেলান, কোথাও একটা পাহাড়ী নদীর বাকঁ-বালুর উপর অন্তরবির ঝিকমিক করিতেছে। একটা ঢিবির ওপর পাচঁছয়টা পলাশ গাছ, আর দেওয়ালী জ্বালিয়াছে ওরাঁওদের একটা ছোট দল-পুরুষরা মেয়েদের থেকে একটু আলাদা-মেয়েরা খানিকটা যায়।
একসঙ্গে খুব মিস্টিসূরের কি একটা গানের কলি একবার গাহিয়াই ছাড়িয়া দেয় উচুঁনিচু জমির গায়ে সূরের স্রোত যেন ধাক্কা খাইয়া ফিরে । পলাশ গাছের নিচে একটি যুবতী মেয়ে আর একটি যুবা একটু আটকাইয়া গেল ফুলের দরকার পড়িয়াছে। দলের মধ্যে থেকে কয়েকজন ফিরিয়া দেখিল এদের দুজনকে লক্ষ্য করিয়া একটা কি আলোচনা হইতেছে হাসি আছে বিদ্রুপও আছে বলিয়া মনে হয় যেন।
ওরা পুস্প সঞ্চয়েই ব্যস্ত মেয়েটা সঙ্গিনীদের পানে একবার ঘুরিয়া দেখিয়া হাসিল নিটোল কালো মুখের ওপর পড়ন্ত রোদের হালকা আবির পড়িল ছড়াইয়া। শীলা একবার হঠাৎ ফিরিতেই দেখিল পুলিন ঠিক পিছনটিতে দাড়াইয়া আছে: ঘরের মাঝখান থেকে কখন নিঃসাড়ে আসিয়অ পড়িয়াছে।
নিচে বসন্তে pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | উপন্যাস |
বইয়ের সাইজঃ | 8.82 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | বিভুতিভূষন মুখোপাধ্যায় |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন