প্রেমে পড়ার সময় pdf বেই ডাউনলোড। তোমাকে আমি কেমন করে পেলাম, জানো? মনে মনে কথা বলবার সময় মনে হয়, আসলে মনে মনে কথঅ আমি বলছি না। বলছি যেন সত্যি করেই। আর শর্মি আমার পাশে আছে। হয়তো পাশাপাশি হাটঁছি আমরা, হাঁটতে হাঁটতে কথা বলছি। এখন যেন বিকেল, শেষ বিকেল। আর বেড়াতে এসেছি সবুজ ঘাসের বিশাল নির্জন কোন মাঠে। মাঠ পেরিয়ে অনেকখানি দূরে রূপোলি ফিতের মতো একটা নদী। সেই নদীর দিকে হেটেঁ যাচ্ছি আমরা। ফুরিয়ে আসা বিকেল বেলার আলোয় দুজন ধরে আছি দুজনার হাত।
শর্মি যেন আজ পরেছে হালকা আকাশি রংয়ের শাড়ি। আমার পরণে জিন্স আর সাদা টিশার্ট। সবুজ ঘাসের মাঠে আমাদের দুজনকে ছবির মতো দেখাচ্ছে। নদীর দিক থেকে আসা হারওয়া এলোমেলো হচ্ছে আমার চুল, শর্মির আচঁল। কথঅ শুনে গ্রিবা বাকিঁয়ে আমার দিকে তাকাল শর্মি।
আরও বই দেখুনঃ
- গণিত করব জয় pdf বই ডাউনলোড
- ছবি বানানোর গল্প pdf বই ডাউনলোড
- অন্তরার বাবা pdf বই ডাউনলোড
- ম্যাজিক মুনশি pdf বই ডাউনলোড
- মেঘনাদবধ কাব্য দ্বিতীয় সর্গ pdf বই ডাউনলোড
তার সেই অসাধারণ গজদাতঁ বের করে হাসল। কেমন করে পেলে ? ঘটনা অদ্ভুত। আহা বলোই না। দেশে ফেরার চার পাচঁদিন পরের কথা। কী কারণে ভাইয়ার রুমে ঢুকেছি, দেখি ভাইয়া নেই। ফিরে আসছি, হঠাৎ চোখ পড়ল তার বেডসাইডের দিকে। সেখানকার মেঝেতে সাদা একটা খাম পড়ে আছে। ভাবলাম জরুরি কিছু হবে, তুলে রাখি। তুলতে গেছি, টুক করে দুটো ছবি বেরোলো খামে থেকে, সঙ্গে একটা কাগজ।
কিছু না ভেবেই ছবির দিকে তাকিয়েছি। একই মেয়ের দুটো ছবি, একটা নীল রংয়ের সেলোয়অর কামিজ পরা আরেকটা ফিরোজা রংয়ের শাড়ি। কিন্তু কী যে সুন্দর মেয়ে সে। ছবির মতো একেবারে ছবির মতো। শাড়ি পরা ছবিটায় হাসছে সে। গজদাঁত দেখা যাচ্ছে। মানুষের হাসি যে এতো সুন্দর হতে পারে ওই ছবি না দেখলে, পরে আসল মানুষটিকে না দেখলে আমার তা জানা হতো না।
শর্মি আবার মুগ্ধ চোখে আমার দিকে তাকাল। তারপর? সেই মেয়ের ছবি দেখে আমার কী রকম যেন একটা ঘোর লেগে গেল- কে সে? তার ছবি ভাইয়ার রুমে কেন? সঙ্গের কাগজটিতে কী লেখা আছে? কাগজটা খুলেছি। সেটা মেয়েটির বায়োডাটা । তার মানে কি চাকরি বাকরির ব্যাপার! ধুৎ! আমি আসলে একটা গাধা। চেতার এবং বায়োডাটা যা দেখছি, এই মেয়ে চাকরি বাকরি করার মেয়ে না। যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে প্রেমে পড়ার সময় pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | উপন্যাস |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ইমদাদুল হক মিলন |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন