Sunday, October 19, 2025
Homeছোট গল্পপিপীলিকা pdf বই ডাউনলোড

পিপীলিকা pdf বই ডাউনলোড

পিপীলিকা pdf বই ডাউনলোড । সূত্রধর কথা বলছে। গল্পের কেন্দ্রীয় চরিত্রের সহকারী সূ্ত্রধর হতে পারে। সূত্রধরের মাধ্যমে গল্প ধরিয়ে না দিলে মূল গল্পে পৌছাতে দেরি হবে বলে এই অবস্থা। সূত্রধর গেঞ্জি গায়ে বসা। তার সামনে বড় এক গ্লাস ভর্তি চা এবং বিড়ি। তিনি বিড়িতে কয়েকটা টান দিয়ে সেই জ্বলন্ত বিড়ি চায়ে ডুবিয়ে ফেলে দিলেন।

বিড়ি ভেজানো চায়ে চুমুক দিয়ে তৃপ্তি করে খাচ্ছেন। তিনি এখন ক্যামেরার বথা বলছেন-
হামিদ : বিড়ির গন্ধ চলে গেছে চায়ে। এই কারণে চায়ে আলাদা স্বোয়াদ হয়েছে। খেয়ে দেখতে পারেন। এটা আামর আবিষ্কার। একদিন দিকে দিকে আবিষ্কার চড়ায়ে পড়বে বলে আমার ধারণা। মণ্ডল সাহেবর মতো মানুষ আমার মতো বিড়ি চা-খান আলহামদুলিল্লাহ।
মণ্ডল সাহেবর একটা বিষয় আপনাদের বলি। এমন না যে বিষয়টা গোপন। সবাই জানে। তবে জানা জিনিসও জানা যায়। এতে দোষ হয় না।

ওনাকে পিঁপড়ায় ধরে। পিঁপড়া। পিপীলিকা। উনি যেখানে বসেন সেখানে পিঁপড়া। জটিল অবস্থা। কে জানে একদিন হয়তো শুনব পিপীলিকা উনারে খায়া ফেলছে।
[মণ্ডল সাহেব ডাকলেন।]
মণ্ডল : হামিদ! হামিদ!
[হামিদ লাফ দিয়ে উঠল। নিজ মনে-]
হামিদ : ডাক পড়ে গেছে, মনে হয় পিঁপড়ায় ধরেছে।

আরও দেখুনঃ
প্রিয়তমেষু pdf বই ডাউনলোড
রাবনের দেশে আমি এবং আমরা pdf বই ডাউনলোড

০২
দিন
মণ্ডল সাহেববের শোবার ঘর। প্রাচীন কাঠের যে চেয়ারে তিনি বসেছেন সেই চেয়ারের প্রতিটি পায়া মাটির সরায় বসানো। সরাভর্তি পানি। হামিদ এসে দাঁড়াল।
হামিদ : পিঁপড়া ধরেছে?
মণ্ডল : ( হ্যাঁ সূচক মাথা নাড়ালেন। )
হামিদ : চেয়ারের পায়ায় পানির সরা দেওয়া, এর মধ্যে পিঁপড়া কেমনে আসবে?

মণ্ডল : একটা সরা ভাঙছে। পানি চলে গেছে। পিপীলিকা এসেছে সেই দিকে। পরীক্ষা করে দেখো। কোনো কিছঠু না দেখে ফাজিলের মতো কথা বলবা না।
[হামিদ উবু হয়ে বসল। দেখল ভাঙা সরা দিয়ে পিঁপড়ার সারি উঠছে। Computer graphics-এর কাজ। ]
হামিদ: আপনারে কী ধরছে?
মণ্ডল : এখনো তো বুঝি নাই, কামড় খাই নাই।
[হামিদ হাতে লাইটার জ্বালিয়ে লাইটার দিয়ে পিঁপড়া মারছে। ]

নিচে পিপীলিকা pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

পিপীলিকা pdf বই ডাউনলোড

প্রকাশকঃ 
বইয়ের ধরণঃ ছোট গল্প
বইয়ের সাইজঃ 1.72 MB
প্রকাশ সালঃ ইং
বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site