নিমিখ পানে ১ pdf বই ডাউনলোড । ক্যালকুলাস বা কলনবিদ্যা গণিতের সবচেয়ে নতুন বিষয়গুলোর একটি। পরিবর্তনশীল রাশিগুলোকে বোঝার জন্য এর থেকে চমৎকার গণিতর আর হতেই পারে না।
পরিবর্তনশীল রাশি কোথায় নেই? গণিত নিয়ে আরও জানতে চাও? পদার্থবিজ্ঞান? রসায়ন? জীববিজ্ঞান? অর্থনীতি? সব জায়গায় দেখবে নানান রকম রাশি। যেগুলো বদলে যাচ্ছে প্রতিনিয়ত। আর সেসব হিসাবের জন্য দরকার পড়ে ক্যালকুলাস।
কেন একটা কোল্ড ড্রিংকসের ক্যান দেখতে সিলিন্ডার আকৃতির? সে হিসেব করতে লাগবে ক্যালকুলাস। নদীতে পানির প্রবাহ নিয়ে ভাবতে চাও? প্রচন্ড ঝড় কোথায় এসে আঘাত হানবে তার অনুমান করতে চাও? সূর্যদয়-সূর্যাস্তের সময় কিংবা গ্রহ-নক্ষত্রের কক্ষপথের নিখুঁত হিসাব করতে চাও? লাগবে ক্যালকুলাস।
অর্থনীতির বহু হিসাব নিকেশেও প্রয়োজন ক্যালকুলাস। আমারেদ নিত্যনৈমিত্তিক জীবনে প্রতিনিয়ত ক্যালকুলাস করতে হয় না। কিন্তু আমাদের জীবনের বহু উপদাস অসম্ভব ছিল যদি ক্যালকুলাস তৈরী না হতো।
ঘরবাড়ি তৈরী, মোবাইল ফোনে কথা বলা, কম্পিউটারে প্রোগ্রামিং করা, গান শোনা কিংবা ভিডিও দেখা – সবকিছুর আড়ালে কাজ করছে ক্যালকুলাস।
আরও দেখুনঃ দুঃসাহসিক, মৃত্যুর সাথে পাঞ্জা, দুর্গম দুর্গ pdf বই অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমান pdf বই
আমাদের দেশে ক্যালকুলাস শেখানো হয় উচ্চমাধ্যমিক পর্যায়ে। কিন্তু যা শেখানো হয় সেখানে মূল বিষয়টা আসলে কী বোঝাচ্ছে, সেটা থেকে বেশি থাকে কী কৌশলে অঙ্ক করতে হয়। অবশ্যই কৌশল শেখার গুরুত্ব আছে। কিন্তু একটা কৌশল কেন তৈরী হলো, কোথায় ব্যবহার হবে, এগুলো না জেনে শুধু কৌশল জানলে সেটা অনেকটাই অর্থহীন হয়ে যায়।
তার চেয়েও বড় হলো অন্ধ এর মতো শুধুই কৌশল জানতে থাকলে সৃজনশী মনও একসময় চিন্তাশূণ্য হয়ে পড়ে। অনেকেই অঙ্ক করার নিয়মগুলো খুব ভালো করে পারে, কিন্তু জানে না কেন কী করছে! অথচ উচ্চশিক্ষার জন্য ক্যালকুলাস সম্পর্কে ধারণা থাকাটা খুবই জরুরি।
এই বই থেকে আমি কী চাই, সেটা সম্পর্কে আমি পরিষ্কার! আমি চাই, যে মানুষটা উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়বে, ওখানে পড়া শুরু করার আগে যতটুকু ক্যালকুলাস জানা দরকার সবটুকু যেন তার জানা থাকে। মূল ঘটনাটা যেন তার বোঝা থাকে।
নিচে নিমিখ পানে pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আদর্শ প্রকাশন বইয়ের ধরণঃ পড়াশুনা বইয়ের সাইজঃ 14 MB প্রকাশ সালঃ 2019 ইং বইয়ের লেখকঃ চমক হাসান
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন