Saturday, October 18, 2025
Homeউপন্যাসনিকটকথা pdf বই ডাউনলোড

নিকটকথা pdf বই ডাউনলোড

নিকটকথা pdf বই ডাউনলোড । আজকাল এটা খুব হচ্ছে। আর কারও হচ্ছে কিনা জানি না, আমার হচ্ছে। কারও সঙ্গে কথা বলতে গেলেই গা গুলিয়ে ওঠে, বমি পায়। নিজের পাছায় লাথি মারা যায় না বলে সেই বমিটা গিলে ফেলি। আমি তাই চেষ্টা করি কম কথা বলতে, একদম যদি না বলতে পারতাম তাহলে মন্দ হত না।

আমি যে বাড়িটায় থাকি সেটা তৈরি হয়েছিল আমার জন্মানোর বহুবছর আগে। একতলার কোণের ঘরটা আমার জন্যে বরাদ্দ। ঘরটায় সুবিধে হল রাস্তা দিয়ে ঢোকা যায় আবার ভেতরেও যাওয়ার দরজাও আছে। ওই ঘরেই আমি থাকি আর আমি কথা বলতে ভালবাসি না সেটা বাড়ির সবাই জেনে গেছে বলে আমায় কেউ বিরক্ত করে না। আমার বয়স এখন আঠাশ।

আরও দেখুনঃ
লজ্জা তসলিমা নাসরিন pdf বই ডাউনলোড
রিচার্জ ইউর ডাউন ব্যাটারি pdf বই ডাউনলোড

আমার বার্থ সার্টিফিকেটে যে জন্ম-তারিখ লেখা রয়েছে সেটা ধররে আমার বয়স এখন সাতাশও হয়নি। স্কুলে ভর্তি করার সময় কর্পোরেশনকে ম্যানেজ করে বাবা একটা বার্থ সার্টিফিকেটে জোগাড় করে ভেবেছিল, ছেলের আয়ু এক-দেড় বছর বাড়িয়ে দিলাম।

এটা শুধু আমার ক্ষেত্রেই নয়, আমার সঙ্গে পড়ত এমন অনেক ছেলের দেখেছি দু’নম্বরী বয়স করে দিয়েছে বাপ মা। জিজ্ঞাসা করলৈ তেনারা বলবেন, যা চাকরীর বাজার, হাতে দেড়-একবছর থাকরে খোঁজাখুঁজির সুবিধে হবে। অর্থাৎ ধরেই রাখা হয়েছিল আমরা চাকরী পাব না ঠিক সময়ে।

দরজায় দরজায় খুব ঘুরতে হবে এবং সেই ফাঁকে সময়সীমা ফুরিয়ে যেতে পারে। তাই ওই বাড়তি সময়টুকু দিলে আমাদেরই উপকার হবে। বার্থ সার্টিফিকেটের কথা কিন্তু মা-বাবার মনে নেই। আমার পনের বছর বয়স পর্যন্ত এ বাড়িতে পায়েস হত ঠিকঠাক জন্মদিনে। পনের বছর বয়সে মা মারা যান।

আমার একটা এম.এ. ডিগ্রি আছে। বঙ্গ সন্তান স্কুল থেকে বেরিয়ে কলেজে ভর্তি হয়। কলেজ থেকে ইউনিভার্সিটিতে। কেন ভর্তি হচ্ছে, যেটা পড়ছে সেটা পড়ে পরে কি উপকারে লাগবে এ নিয়ে কেউ ভাবে না। তুমি এম.এ. পাশ করেছে, টাকাপয়সা খরচ করে পড়িয়েছি এতদিন।

এবার চাকরী করে সংসারের উপকারে এসো। কিন্তু ইতিহাস, বাংলা অথবা ফিলজফি নিয়ে পঞ্চাশ বাহান্না পেয়ে পাশ করে হাত পাতলে যে চাকরী পাওয়া যায় না একথাটা ওরা যখন বিশ্বাস করবেন।

নিচে নিকটকথা pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

নিকটকথা pdf বই ডাউনলোড

প্রকাশকঃ উজ্জল সাহিত্য মন্দির
বইয়ের ধরণঃ উপন্যাস
বইয়ের সাইজঃ 6.68 MB
প্রকাশ সালঃ ইং
বইয়ের লেখকঃ সমরেশ মজুমদার


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site