নিঃসঙ্গ বচন pdf বই ডাউনলোড । আমি প্রায় আঠার বছর দেশের বাইরে থেকে বছর দুয়েক আগে একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার চাকরি নিয়ে দেশে ফিরে এসেছি। চাকরিতে যােগ দেওয়ার আগে এক বাসায় কিছু মানুষের সঙ্গে দেখা। সেখানে একজন সাংবাদিক আমার কাছে যুক্তরাষ্ট্রের নিশ্চিন্ত নিরাপদ আশ্রয় ছেড়ে দেশে ফিরে আসার কারণ। জানতে চাইলেন।
মনে হয় এ ধরনের ব্যাপারে গোপন এজেন্ডা থাকে, আমার । ছিল না। আমি সত্যি কথাটাই বললাম, তাকে জানালাম আমি দেশে ছাত্র। পড়াতে এসেছি। সাংবাদিক ভদ্রলোক খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে। তার মুখের শ্লেষের হাসিটি গোপন রাখার বিশেষ চেষ্টা না করে বললেন, আপনি অত্যন্ত নাইত (naïve)।
‘নাইভ’ শব্দটির ভালো বাংলা প্রতিশব্দ নেই। ডিকশনারিতে এর প্রতিশব্দ। হিসেবে সরল অথবা অকপট লেখা হলেও এর সত্যিকার অর্থ ভিন্ন। কেউ যদি একটা গুরুত্বপূর্ণ বা জটিল ব্যাপারের গুঢ় অর্থ বুঝতে না পেরে তার সাদাসিধে, সাকর বা ছেলেমানুষি ব্যাখ্যা দেয় তখন তাকে নাই বলা যায়।
নাইভ বিশেষণটি প্রশংসা নয়, এটি অপমানসূচক কথা। আমার যেটুকু অপমানিত বোধ করার কথা ছিল আমি ততোটুকু করিনি, কারণ আমাকে এর আগেও অনেকে। এটা বলেছে এবং আমার ধারণা কথাটি সত্যি। আমি যে নাইভ, তার বড়ো প্রমাণ আমার এই লেখা।
আরও দেখুনঃ নিতু ও তার বন্ধুরা pdf বই ডাউনলোড মেয়েটির নাম নারীনা pdf বই ডাউনলোড
একজন অভিজ্ঞ, চিন্তাশীল, বুদ্ধিমান ব্যক্তি সম্ভবত এ ধরনের লেখা কাগজে লিখবেন না। আমি লিখছি, কারণ কাউকে-না-কাউকে লিখতে হবে। বাংলাদেশের রাষ্ট্রপতি–এ দেশের সবচেয়ে শ্রদ্ধাভাজন ব্যক্তিদের একজন, বিচারপতি সাহাবুদ্দীন আহমদ এই ব্যাপারটি নিয়ে একটি উক্তি করেছেন। উক্তিটির পক্ষে এবং বিপক্ষে মুখ খুলতে হবে। আমরা যারা “বশবিদ্যালয়ের শিক্ষক তাদের মুখ খুলতে হবে সবার আগে।
বাংলাদেশের বিশ্ববিদ্যালেয়ের শিক্ষা পদ্ধতিতে আমি সময় কাটিয়েছি খুব কম, এখানো আমার দুই বছর পুরো হয়নি কিন্তু নতুন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সংখ্যা অপ্রতুল বলে এই সময়ে আমাতে যথেষ্ট দায়িত্ব পালন করতে হয়েছে। আমি ছাত্রদের পড়িয়েছি, ল্যাবরেটরিতে ক্লাস নিয়েছি, বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছি, ফ্যাকান্টির ডিন হিসেবে কাজ করেছি, একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি, শিক্ষক-কর্মচারী নিয়োগের সিলেকশন কমিটিতে থেকেছি…
নিচে নিঃসঙ্গ বচন pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ জ্ঞানকোষ প্রকাশনী বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 2.76 MB প্রকাশ সালঃ 1998 ইং বইয়ের লেখকঃ মুহাম্মদ জাফর ইকবাল
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন