ধোকার ডালনা
ধোকার ডালনা pdf বই ডাউনলোড। ড্রাইভার শিউশরণ গাড়ি আন্ডারগ্রাউন্ড গ্যারেজে পার্ক করে এসে বলল, কাল কিতনা বাজি আয়েগা মেমসাব? স্মিতা একটু ঝাঁঝালো গলাতে বলল, পুছনেকা ক্যা হ্যায়, রোজ সুবে যিতনা বাজি আতা হ্যায় ওহি টাইমমে আও।
-জী হাঁ।
বিরক্তির সঙ্গে বলে, ফ্ল্যাটের দরজার ল্যাচটা খোলা রেখে দিয়ে কি ভেবে একটু হেসে সেটাকে লাগিয়ে দিল। তারপর ইন্টারকমের রিসিভারটা তুলে একতলার রিসেপশনে ফোন করে জিজ্ঞেস করল, সেন সাহেব কি বাইরে গেছেন? নাইন্থ ফ্লোর থেকে বলছি।
নীচ থেকে বলল, ম্যাডাম আমার ডিউটি তো বেলা চারটেতে শুরু হয়েছে। আমি আসার পরে যান নি। তবে যদি গারাজের পেছনের দরজা দিয়ে সোজা গেট দিয়ে বেরিয়ে থাকেন তাহলে পেছনের গেট এর সিকিউরিটি গার্ড বলতে পারবে।
বলেই বলল, গাড়ি নিয়ে গিয়ে থাকলেও আমি আসার আগেই গেছেন। লাল মারুতি নিয়েই তো যাবেন গেলে। ও গাড়ি আমি যেতে দেখিনি। গারাজ থেকে উঠে গাড়ি তো আমার সামনে দিয়েই যেত, গেলে। তবে চারটের আগে গিয়ে থাকলে জানি ন।
আরও দেখুনঃ ফাজিল PDF বই ডাউনলোড
পেছনের গেটের সিকিউরিটিকে একবার জিজ্ঞেস করুন। বড় বেশি কথা বলেন আপনি।
-ঠিক আছে। জিজ্ঞেস করে আমি জানাচ্ছি।
সারাদিন এয়ারকন্ডিশনড ঘরে কাজ করার পর এয়ারকন্ডিশনড গাড়ি চড়ে বাড়ি ফিরেই গরমে গা একেবারে প্যাচপ্যাচ করে। তবু বিমলেন্দুকে ফ্ল্যাটের সেন্ট্রাল এয়ারকন্ডিশনড চালাতে মানা করেছে ও। দুপুরটা বেডরুমের উইন্ডো-টাইপটা চালিয়ে বিমলেন্দু ঘুমোয় বা টিভি দেখে।
সন্ধেবেলা বাড়ি ফিরে দুজনে মিলে চা খাওয়ার পর দুজনেই একসঙেগ চানে যায়। বিমলেন্দু গেস্টরুমের বাথরুমে আর স্মিতা বেডরুমের বাথরুমে। বাথটাব এ শুয়ে থাকে মিনিট পনেরো অনেকখানি বাথসল্ট ছড়িয়ে, সারা শরীর এলিয়ে দিয়ে। শরীরের অনু-পরমাণু থেকে ক্লান্তি অপনোদিত হলে তারপরই ভাল করে তোয়ালে দিয়ে গা মাথা মুছে সর্বাঙ্গে ইউডিকোলোন এবং পাউডার লাগিয়ে বারমুডাস আর কটন-এর ঢোলা টপ পরে বসার ঘরে আসে।
নিচে ধোকার ডালনা pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 1.06 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ বুদ্ধদেব গুহ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now