ধন্যবাদ মাস্টারমশাই pdf বই ডাউনলোড । জনসংখ্যা যে বাড়ছে সেটা তত অ্যালার্মিং নয়। ভয়ের কথা হল, ভদ্রলোক কমছে, ছোটলোক বাড়ছে। বুঝলি? আর ছোটলোকের সংখ্যাধিক্য হলেই ইমব্যালান্স আবে।
লোকটা কিন্তু শুনতে পাচ্ছে মহীদা।
শুনুক। শোনানোর জন্যই তো বলা। সঙ্গে আবার সেতার বা তানপুরা গোছের কিছু রয়েছে দেখছি। শিল্পী-টিল্পী হবে। এসব লোককে শিল্পী ভাবতে লজ্জা করে।
ছেড়ে দাও না মহীদা কয়েক ঘন্টার তো রাস্তা। তাজু তো দিব্যি বসে বসে ঘুমোবে।
আরে সে তো ট্রেন ছাড়লে আমিও ঘুমোব। বরাবর ট্রেনে উঠলেই আমার ঘুম পায়। সেটা তো কথা নয়। লোকটা ওপাশে উঠে গেলে তাজ আমাদের সঙ্গে বসতে পারত। আড্ডা মারতে মারতে যেতাম।
তাজুর পাশে দু’জন মহিলা,, মা আর মেয়ে। ওদের সঙ্গে জমে গেছে তাজুর।
সে ঠিক আছে, কি্ন্তু লোকটা কেমন কাটখোট্টা মুখে রিফিউজ করল বল তো! ওকে তো আর আমরা সিট ছেড়ে দাঁড়িয়ে যেতে বলিনি! সামান্য একটু সিট বদল করা। একা মানুষের তো কোনও অসুবিধা ছিল না।
আরও দেখুনঃ আইজ্যাক আজিমভের সায়েন্স ফিকশন গল্প ১ pdf বই ডাউনলোড ভুতুড়ে ঘড়ি pdf বই ডাউনলোড
ছিল। সঙ্গে মালপত্র রয়েছে না! সুটকেস, তানপুরা বা সেতার যা-েই হোক, হা ছাড়া জানালার ধারের সিট।
এস চেয়াকারের জানালা দিয়ে বাইরের কিছু দেখা যায় বল! আর ওই সেতার আর সুটকেস তো আর আমরা সরাতে বলিনি, ওখানেই থাকত।
যেতে দাও। তোমার একটু ইগোতে লেগেছে বুঝতে পারছি। কিন্তু মাঝে মাঝে মানুষকে একটু ক্ষমা করে দেওয়াও প্র্যাকটিস করো।
ক্ষমার কথা আর বলিসনি। রোজ ডজন ডজন লোককে ক্ষমা না করলে কি টিতে থাকতে পারতুম নাকি! ব্রেকফাস্ট হয়ীন বলে মেজাজটা একটু খিঁচড়ে আছে ঠিকই। বেয়ারা-ফেয়ারাগুলো এখনও আসছে না কেন রে?
আসবে আসবে। ট্রেন ছাড়তে দাও। এখনও প্যাসেঞ্জার উঠছে দেখছ না?
আজকাল এসি-ফেসির কোনও প্রেস্টিজ নেই বুঝলি! একদম জনতা কামরা হয়ে গেছে। চারদিকে এত মধ্যবিত্ত কেন বল তো! বড় বড় মলগুলোতে যা, দেখবি ট্রলি ঠেলে ঠেলে সব মধ্যবিত্ত মেয়ে-পুরুষ ঘুরে ঘুরে হাঁ করে জিনিস দেখছে আর পাগলের মতো কিনছে, বড় বড় রেস্টুরেন্টে গিয়ে দ্যাখ সব টেবিলে মধ্যবিত্ত পুরুষ-মেয়ে হা-ঘরের মতো গলে যাচ্ছে, এমনকী পাঁচতারা হোটেলগুলোতে অবধি মধ্যবিত্তরা ঠেলেঠুলে ঢুকে পড়েছে। নাঃ, আভিজাত্য জিনিসটাই উবে গেছে দেশ থেকে।
নিচে ধন্যবাদ মাস্টারমশাই pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ শঙ্কর প্রকাশন বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 6.26 MB প্রকাশ সালঃ 1959 ইং বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন