দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি pdf বই ডাউনলোড । আচমকাই সে অজ্ঞান হয়ে পড়ে গেলো কোর্টরুমের ভেতর ভিড়ে ঠাসা মানুষজনের ঠিক মাঝখানে। দেশের সবচেয়ে সুপরিচিত, লব্ধপ্রতিষ্ঠিত ও জাঁদরেল আইনজীবী সে।
গায়ে জড়িয়ে থাকা তিন হাজার ডলারের ইটালিয়ান স্যুটটির জন্য যতোখানি না বিখ্যাত, তারচেয়েও অনেক, অনেক বেশি বিখ্যাত দেশের মাটিতে বহু রোমহর্ষক আইনি যুদ্ধে প্রতিপক্ষকে ধরাশায়ী করে, জয় নিজের হাতের মুঠোয় ছিনিয়ে আনার জন্য।
আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে দেখছিলাম। চোখের সামনে যা ঘটে চললো তা যেন কিছুতেই বিশ্বাসই হচ্ছিল না আমার । জুলিয়ন ম্যান্টেলের মতো প্রতিথযশা এক আইনজীবী এই মুহূর্তে পরিস্থিতির অসহায় শিকারই বলা যায়। ছোট্ট শিশুর মত মেঝেতে শুয়ে কাতরাচ্ছে মানুষটি। দুমড়ে মুচড়ে অত বড় শরীরটা হিস্টিরিয়া রোগীর মতো কাঁপতে কাঁপতে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে।
কোর্টরুমের ভেতর সব কিছুই চলছেঠ যেন শ্লো-মোশনে। ‘ও ভগবান! জুলিয়নের কি হলো’, বলে চেঁচিয়ে উঠলো তার অ্যাসিসট্যান্ট। কোর্টের মাঝে আসনে বসা বিচারক প্রচন্ড আতঙ্কিত হয়ে উঠলেন। জরুরি প্রয়োজনের জন্য তিনি যে ব্যক্তিগত ফোনটি রেখেছিলেন, তাতে ফিসফিস করে ও প্রান্তের কাউকে কিছু একটা বললেন মনে হলো।
আরও দেখুনঃ পোকা pdf বই ডাউনলোড আনা ফ্রাঙ্কের ডায়েরি pdf বই ডাউনলোড
আমি চলচ্ছক্তিহীনের মতো স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে মনে মনে শুধু জুলিয়নের উদ্দেশ্যে একই কথা বলে যেতে লাগলাম, ‘প্লিজ, দয়া করে এখন যেন মরে যেও না। ও হে বোকা বুড়ো, এইভাবে পৃথিবী থেকে ‘চেক আউট’ করার এখনও সময় হয়নি তোমার, এরকম মৃ্ত্যু কিছুতেই তোমার প্রাপ্য হতে পারে না জুলিয়ন।
বিচারকের পিছনে দাঁড়ানো দন্ডধারী, আদালত কর্মচারীটি এতোক্ষণ এমনভাবে দাড়িয়ে ছিলো যেন সে যুগযুগস্থ ধরে ওইভাবেই দাঁড়িয়ে আছে। তাকে যেন ওই জায়গায় কেউ গেঁথে দিয়েছে বলে মনে হলো। কিন্তু জুলিয়ানের এই অবস্থা দেখে সেও ছুটে এলো। তার পরিচর্যার জুলিয়নের সহকারী তার পাশে এসে বললো।
তার সোনালী, লম্বা লম্বা চুল, দুশ্চিন্তায় এলিয়ে পড়লো জুলিয়নের রক্তাভ মুখের উপর। খুব আস্তে আস্তে সে জুলিয়নের উদ্দেশ্যে আশ্বাসবাণী শুনিয়ে যেতে লাগলো, যা নিশ্চিতভাবে জুলিয়নের কানে পৌঁছালো না।
নিচে দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মুক্তদেশ প্রকাশন বইয়ের ধরণঃ আত্মউন্নয়নমূলক বই বইয়ের সাইজঃ 9.40 MB প্রকাশ সালঃ 2018 ইং বইয়ের লেখকঃ রবীন এস শর্মা অনুবাদকঃ রুদ্র রাইয়ান
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন