Sunday, October 19, 2025
Homeউপন্যাসদেখা হওয়া pdf বই ডাউনলোড

দেখা হওয়া pdf বই ডাউনলোড

দেখা হওয়া pdf বই ডাউনলোড । না না। আজ বাদলার হাওয়া দিচ্ছে। আমার আবার সর্দির ধাত।

তাহলে জানালার কাচটা নামিয়ে দিই?

না না, থাক। জানালা বন্ধ করলে আবার গরম হবে। যাত্রীরা আপত্তি করতে পারে।

ওফ কতদিন পরে দেখা!

তা বটে, আপনাকে তো ঠিক –

চিনতে পারলেন না তো! চেনারই কথা। তবে আমি আপনাকে বিলক্ষণ চিনি। আপনি হলেন কেষ্টবিষ্টু লোক, আমাদের ফেকলু পার্টি তো নয়। আরে মশাই, বাইরের লোকের কথা বাদ দিন, ঘরের লোকই চিনতে চায় না।

আপনি বোধহয় একটু ভুল করছেন। আমি কোনও কেষ্টবিষ্টু নই, নিতান্তই ছা-পোষা মানুষ।

বড় মানুষদের স্বভাব কী জানে? তার যে কত বড় একথাটা তারা কিছুতেই স্বীকার করতে চায় না্ এই তো সেদিন অক্ষয় গোস্বামীর সঙ্গে দেখা। তাড়াতাড়ি প্রণাম করতে গেছি। উনি একেবারে আঁতকে উঠে পা দু’খানা এমনভাবে সরিয়ে নিলেন, যেন আমি তাঁর জুতো চুরি করছি তা বড় মানুষদের এইটেই দোষ, বড় মানুষ বলে নিজেদের টেরেই পান না।

আরও দেখুনঃ
আদম ইভ ও অন্ধকার pdf বই ডাউনলোড
আলোয় ছায়ায় pdf বই ডাউনলোড

তা ইয়ে, এই অক্ষয় গোস্বামী কে বলুন তো, নামটা ঠিক যেন চেনা চেনা লাগছে না।

ওরে বাবা! অক্ষয় গোস্বামী পেল্লায় মানুষ মশাই। বিশ্ববিদ্যাদলয়ে নিউক্লিয়ার ফিজিক্সের প্রফেসর। তাছাড়া হস্তরেখাবিদ হিসেবেও তাঁর খুব নামডাক ‘হস্তবীক্ষণ ও ললটলিখন’ নামে তাঁর যে বইখানা আছে তার বাইশটা সংস্করণ হয়ে গেছে।

বলেন কি? বিজ্ঞানের প্রফেসর হয়ে ভাগ্য বিচারও করেন।

তাইলেই বুঝুন, এমনি এমনি তো আর বড়মানুষ হননি। বাঘ আর গরুকে এক ঘাটে জল খাইয়ে ছাড়ঢ়েছন বলেই না তাঁল এত নামডাক।

খুব নাম-ডাক বুঝি! কিন্তু কি, তাঁর নাম বিশেষ শুনেছি বলে তো মনে হয় না।

আসলে কি জানেন, আমাদের মাপে তিনি বড় মানুষ হলেও আপনার মপে তো আর বড় নন, বড় মানুষদের মাপকাঠি তো আমাদের মতো হয় না। বড় মানুষদের চোখে বড় মানুষ হতে গেলে আরও বড় হতে হয়।

আপনি যে কেন আমাকে বড় মানুষ ঠাওরালেন সেটাই তো বুঝে উঠতে পারছি না মশাই। আমি মোটেই কোনও কেওকেটা নই।

নিচে দেখা হওয়া pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

দেখা হওয়া pdf বই ডাউনলোড

প্রকাশকঃ 
বইয়ের ধরণঃ উপন্যাস
বইয়ের সাইজঃ 0.5 MB
প্রকাশ সালঃ ইং
বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site