দেখা না দেখা pdf বই ডাউনলোড । বিশেষ এক ধরনের জটিল ব্যধি আছে যা শুধুমাত্র লেখকদের আক্রমণ করে। লেখকরা তাদের লেখালেখি জীবনে কয়েকবার এই ব্যধিতে ধরাশায়ী হন। পৃথিবীতে এমন কোনো লেখক পাওয়া যাবে না—যিনি একবারও এই জটিল অসুখের শিকার হন নি। মেটেরিয়া মেডিকায় এই অসুখের বিবিরণ থাকা উচিত ছিল কিন্তু নেই। লেখকদের নিয়ে কে ভাবে?
যাই হোক, অসুখটার ইংরেজি নাম ‘Writer’s Block’, বাংলায় ‘লেখক বন্ধ্যা রোগ’ বলা যেতে পারে। এই রোগের লক্ষণ এরকম—হঠাৎ কোনো একদিন লেখকের মাথা শূন্য হয়ে যায়। তিনি লিখতে পারেন না। গল্প কবিতা দূরে থাকুক, স্বরে ‘অ’ স্বরে ‘আ’- ও না। তিনি অভ্যাসমতো রোজ কাগজ-কলম নিয়ে বসেন এবং লতাপাতা আঁকার চেষ্টা করেন। কাপের পর কাপ চা ও সিগারেট খান। একসময় উঠে পড়েন। এটা হচ্ছে রোগের প্রাথমিক পর্যায়।
রোগের দ্বিতীয় পর্যায়ে লেখক ইনসমনিয়ায় আক্রান্ত হন। সার রাত জেগে থাকেন। মেজাজ খিটখিটে হয়ে যায়। অকারণে রাগারাগি করতে থাকেন—-যেমন, চা এত গরম কেন?’ [চা গরম হবারই কথা। লেখক আইস থেকে লাফিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছি। লেখকের সঙ্গে জীবনযাপনের আগ্রহ তারপরেও যদি তোমার থাকে, তুমি অন্য লেখক খুঁজে বের কর। আমি শেষ। আসসালামু আলায়কুম।
আরও দেখুনঃ দ্বৈরথ pdf বই ডাউনলোড দুরে কোথায় pdf বই ডাউনলোড
জীবন সংহারক রাইটার্স ব্লকের কোনো ওষুধ নেই। এন্টিবায়োটিক বা সালফা ড্রাগ কাজ করে না, তবে সিমটোমেটিক চিকিৎসার বিধান আছে। সিমটোমেটিক চিকিৎসায় লেখককে অতি দ্রুত তিনি যে পরিবেশে বাস করেন সেখান থেকে সরিয়ে ফেলতে হবে। তাঁর প্রিয়জনরা সবাই তাঁর আশেপাশে থাকবেন, তবে লেখালেখি বিষয়ে কেউ তাঁর সঙ্গে কথা বলতে পারবে না। লেখকের সঙ্গে কোনো বিষয়েই কেউ তর্কে যাবে না। তিনি যা বলবেন সবাই গোপাল বড়ই সুবোধ বালকে’র মতো তাতে সায় দেবে।
চ্যালেঞ্জার একজন অভিনেতা। বেচারা একদিন নুহাশ চলচ্চিত্রে নাটকের শুটিং দেখতে এসেছিল। নাপিতের এক চরিত্রে কাউকে অভিনয় করার জন্য পাচ্ছিলাম না। তাকে ধমক দিয়ে জোর করে নামিয়ে দিলাম। আজ সে বিখ্যাত অভিনেতা। শুনেছি বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে তার সম্মানী সর্বোচ্চ। চ্যালেঞ্জার-পত্নী স্কুল শিক্ষিকা। স্বামীর প্রতিভায় তেমন মুগ্ধ না, তবে স্বামীর নানাবিধ যন্ত্রনায় কাতর।
নিচে দেখা না দেখা pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ অন্যপ্রকাশ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 2.30 MB প্রকাশ সালঃ 2007 ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now