Sunday, October 19, 2025
Homeএডভেঞ্চারদুঃসাহসিক, মৃত্যুর সাথে পাঞ্জা, দুর্গম দুর্গ pdf বই

দুঃসাহসিক, মৃত্যুর সাথে পাঞ্জা, দুর্গম দুর্গ pdf বই

দুঃসাহসিক, মৃত্যুর সাথে পাঞ্জা, দুর্গম দুর্গ pdf বই । কফির কাপটা মুখে তুলতে গিয়ে থমকে গেলেন চীফ এঞ্জিনিয়ার আর.টি.লারসেন। সামনে দাঁড়ানো লোকটার মুখের দিকে চাইলেন ভুরু কুঁচকে। তারপর ভাঙা বাংলায় বললেন, ‘বলো কি, আবদুল! এটা সম্ভব?’

ফ্রন্টিয়ারের আবদুর রহমান উত্তেজিত কণ্ঠে বলল, ‘হামি নিজে তিন দিন দেখছি, স্যার।ে কেউ হামার কোথা বিশওয়াস কোরে না। আখুন আপনার কাছে আইছি, হাজুর, কসম খোদার…’
‘আমাকে দেখাতে পারবে?’ ওকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন লারসেন।
‘আলবৎ! আর আধা ঘোণ্টা পর আইবো তারা। উও স্পীঢবোট হামাদের না, ফিশারীররও না। আজহি দেখাতে পারি, হাজুর!’

‘বেশ, তুমি যাও। ঠিক সাতটায় আসছি আমি ড্যামের ওপর।’

খুশিমনে সাহেবের বাংলো থেকে বেরিয়ে এল আবদুর রহমান। একবার ভাবল, আজ যদি ওরা না আসে? বোকা বনতে হবে সাহেবের কাছে। তারপর মাথঅ ঝাঁকিয়ে মনে মনে বলল—রো জআসছে, আর আসবে না কেন, নিশ্চয়ই আসবে।

আরও দেখুনঃ
অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমান pdf বই
কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালের সমস্যা ও সমাধান pdf বই

কাপ্তাই বাঁধের কাজ শেষ, পাওয়ার হাউজ তৈরির শেষ পর্বের কাজ চলছে জোরেশোরে। তুমুল ব্যাস্ততা, চারদিকে সাজ-সাজ রব, প্রেসিডেন্ট আসবেন ড্যাম ওপেন করতে। এরই মধ্যে এই ফ্যাঁকড়া।

আজ আট বছর ধরে প্রজেক্টের সারভে ডিপার্টমেন্টে কাজ করছে আবদুর রহমান।

কাপ্তাইকে সে ভালবেসে ফেলেছে সমস্ত হৃদয় দিয়ে। ওর চোখের সামনেই তিল তিল করে বছরের পর বছর ধরে তৈরি হয়েছে এই বাঁধ। প্রজেক্টের খুঁটিনাটি ওর নখদর্পণে। ড্যামের সর্বাঙ্গীণ মঙ্গলের দিকে লক্ষ রাখার গুরু দায়িত্ব ওর ধারণা ওরৈই উপর ন্যস্ত আছে।

সীমান্ত প্রদেশের আবদুর রহমান এখানে এসে সবার প্রিয় আবদুল হয়ে গেছে। সাহেব সুবোরা স্পীড বোটে করে বেড়াবেন, কি পাহাড়ী গ্রাম দেখতে যাবেন, কিংবা ষাট মাইল উত্তরে যাবেন হরিণ শিকারে, সঙ্গে যাবে কে-ওই আবদুল। সবকিছুতেই ওর অক্লান্ত উৎসাহ। এই পার্বত্য চট্টগ্রামের কোথায় সে যায়নি? চল্লিশ মাইল পায়ে হেঁটে দুর্গম লুসাই হিলেও গিয়েছে সে সাহেবদের সঙ্গে।

ক’দিন ধরে একটা ব্যাপার লক্ষ করে বড় উৎকণ্ঠিত হয়ে উঠেছে আবদুল ভিতর ভিতর। আর দু’দিন পর প্রেসিডেন্ট আসছেন প্রজেক্ট ওপেন করতে। ছোট্ট শহরটায় তাই অস্বাভাবিক চাঞ্চল্য। চারিদকে সাজ সাজ রব পড়ে গিয়েছে।

নিচে দুঃসাহসিক, মৃত্যুর সাথে পাঞ্জা, দুর্গম দুর্গ pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

দুঃসাহসিক, মৃত্যুর সাথে পাঞ্জা, দুর্গম দুর্গ pdf বই

প্রকাশকঃ সেবা প্রকাশনী
বইয়ের ধরণঃ অ্যাডভেঞ্চার - মাসুদ রানা
বইয়ের সাইজঃ 7.36 MB
প্রকাশ সালঃ 1967 ইং
বইয়ের লেখকঃ কাজী আনোয়ার হোসেন


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site