তিথী pdf বই ডাউনলোড । তিথির বয়স চৌদ্দ প্লাস। বাইরে এখন ফুটফুটে ভোর। তাদের লবনহ্রদের বাড়ির বাগানে এখন অসময়ে কেন যে একটা কোকিল ডাকছে। আর একটা বাতাস—খুব অদ্ভুত ভুতুড়ে বাতাস হুহু করে বয়ে যাচ্ছে। ঠিক মনে হয়, বাতাসের কিছু কথা আছে, বলতে চাইছে, কিন্তু বোঝাতে পারছে না।
তিথি এই ভোরেবেলাটিকে টের পাচ্ছে । শুনতে পাচ্ছে কোকিলের ডাক। বাতাসের ঝাপটায় তার ববকাট চুল উড়ছে, ঝাপটা মারছে। কিন্তু তিথির সমস্ত মনপ্রাণ নিবদ্ধ একটা প্যাডের কাগজে লেখা কয়েক লাইন চিঠিতে। ঠিক চিঠিও নয়।
তার বাবা বিপ্লব দত্ত বাংলা ভাল জানত না, লিখতে গেলে অজস্র বানার ভুল করত, তাই পারতপক্ষে বাংলা ব্যাবহার করত না। একটু বেশি কোনাচে অক্ষর এবং ডানদেক খুব বেশি হেলানো একধরনের ছাঁদ ছিল তার বাবার। এই হাতের লেখা চিনতে কোনও অসুবিধেই নেই তিথির।
ওপরে খুব আনুষ্ঠানিকভাবে লেখা— “টু হুম ইট মে কনসার্ন”। তার নিচে সেই মারাত্মক কয়েখটি লাইন “নো বডি—অ্যাবসোলিউটলি নো বহিড ইজ রেসপনসিবল ফর মাই ডেথ। লাইফ ওয়াজ অল ফান, ইট ইজ ফানিয়ার টু টেক ইট অ্যাওয়ে। আই লিভড ওয়েল, কন্টেন্টেড। ডোন্ট বদার মাই ফ্যামিলি। বাই। বিপ্লব দত্ত।” বাবার ইংরিজি সিই খুব ভার চেনে তিথি। পরিষ্কার সই, কোনও অস্পষ্টতা নেই, ঠিক যে ধরনের মানুষ ছিল তার বাবা। স্পষ্ট মানুষ। তবু কেন যে কেউ ঠিকমতো বুঝতে পারেনি লোকটাকে।
আরও দেখুনঃ শিউলির গন্ধ pdf বই ডাউনলোড কৃষ্ণগহ্বর এবং শিশু মহাবিশ্ব pdf বই ডাউনলোড
বিপ্লব দত্ত মারা গেছে মাস দুয়েক আগে। তখন কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। ফলে পুলিশ কিছু ঝামেলা পাকিয়ে তুলেছিল। সোমনাথমামা এবং তার প্রভাবশালী বন্ধুরা লালবাজারকে নাড়া দিয়ে তবেই মৃতদেহ পুলিশ হেফাজত থেকে উদ্ধার করে আনে।
তিথি ভোরের ফুটফুটে আলোয়, কোকিলের ডাক আর বাতাসের শব্দ শুনতে শুনতে তার বাবার সুইসাইড নোটটার দিকে সম্মোহিতের মতো চেয়ে রইল। কপালের ওপর চুলের জটকা নেমে আসছে মাঝে মাঝে। সে কি বাবার ইষৎ ভগ্ন কিন্তু গভীর কণ্ঠস্বরও শুনতে পাচ্ছে?—লাইফ ওয়াজ অল ফান, ইট ইজ ফানিয়ার টু টেক ইট অ্যাওয়ে।…বাই।
নিচে তিথী pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 8.72 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন