টার্নিং পয়েন্টস এ.পি.জে আব্দুল কালাম pdf বই ডাউনলোড । আমি ২০২০ ইন্ডিয়া মিশন সম্পর্কে পার্লামেন্টে এবং বারটা স্টেট অ্যাসেম্বলিতে কমপক্ষে নয়টা বক্তৃতা দিলাম। রাজ্যসমূহের পানি সম্পদ, কর্মসংস্থান, জনস্বাস্থ্য, গ্রামীণ যোগাযোগ, শিক্ষা প্রসার সহ নানা বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে সেই সমস্ত আমি সাংসদদের কাছে উপস্থাপন করলাম।
আমি কেন্দ্রর ও রাজ্যের চেম্বার অব কমার্সে ইন্ডিয়া ২০২০ ভিশন বাস্তবায়নের জন্য বক্তব্য দিলাম। পরবর্তীকালে আমি ভিশন বাস্তাবায়ন করার লক্ষ্যে উন্নয়নের দশটি দফা পেশ করলাম। িএই দশটা দফা কিভাবে বাস্তাবায়ন করা যায় সেই সম্পর্কে আমি পেশাজীবী এবং ব্যবসায়ী নেতাদের কাছে আমার বক্তব্য উপস্থাপন করলাম।
আরও দেখুনঃ মুক্তিযুদ্ধের ইতিহাস pdf বই ডাউনলোড মোটুক মামার গোয়েন্দা অভিযান pdf বই ডাউনলোড না বলতে শিখুন pdf বই ডাউনলোড প্রেমের গল্প pdf বই ডাউনলোড সম্ভাব্যতা pdf বই ডাউনলোড
এই দশ দফা গুলো হচ্ছেঃ
১. এমন একটা দেশ গড়তে হবে যেখানে শহর ও গ্রামের মধ্যে বৈষম্য থাকবে না।
২. এমন একটা দেশ গড়তে হবে যেখানে বিদ্যুৎ ও পানির সমবন্টনের নিশ্চয়তা থাকবে।
৩. এমন একটা দেশ গড়তে হবে যেখানে কৃষি, শিল্প ও সেবাখাতের মাঝে সমতা বজায় থাকবে।
৪. এমন একটা দেশ গড়তে হবে যেখানে শিক্ষার ক্ষেত্রে মেধাবী প্রার্থীদের জন্য সামাজিক আর অর্থনৈতিক বৈষম্য থাকবে না।
৫. এমন একটা দেশ গড়তে হবে যেখানে সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রী, বিজ্ঞানী এবং বিনিয়োগকারীদেরকে সহায়ত দানের নিশ্চয়তা থাকবে।
৬. সবার জন্য স্বাস্থ্যসেবার নিশ্চয়তা থাকবে।
৭. সরকার স্বচ্ছ, দুর্নীতিমুক্ত আর জবাবদিহি থাকবে।
৮. সম্পূর্ণরূপে দারিদ্রতা, ও অশিক্ষা দূরীকরণ, মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরারোধ, নিরাপত্তাহীনতার অভাববোধ থাকবে না।
৯. এমন দেশ যা হবে সমৃদ্ধশালী, স্বাস্থবান, নিরাপদ, সুখ শান্তিতে ভরা টেকসই উন্নয়নমুখী কর্মকান্ডের আধার।
১০. এমন একটা দেশ গড়তে হবে যা হবে বসবারে জন্য সুন্দরতম স্থান যার ফলে এদেশের নেতৃত্বদানকারীদের প্রতি সবাই গর্বিত থাকবে।
ব্রেকফাস্ট মিটিং থেকে একথাই প্রকাশ পেল দেশের নেতাদেরকে দলাদলির উর্ধ্বে থেকে দেশের উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে। রাষ্ট্রপতিভবন দলাদলি মুক্ত স্থান হতে হবে। জাতি দেখতে পাবে প্রত্যেক সাংসদের জন্য রাষ্ট্রপতিভবনের দ্বার উন্মুক্ত।
সাংসদদের সাথে রাষ্ট্রপতিভবনের মিটিংয়ের সুবাদে আমি দুই হাউসে আরো দশবার ভাষণ দেবা সুযোগ পেলাম। আমার বক্তব্য দেবার কালে সেন্ট্রাল হলে পিনড্রগ নীরবতা বিরাজ করতো। সংসধে আমাকে দু’ধরণের ভাষণ দিতে হয়।
নিচে টার্নিং পয়েন্টস এ.পি.জে আব্দুল কালাম pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইতিহাস |
বইয়ের সাইজঃ | 7.23 MB |
প্রকাশ সালঃ | 2012 |
বইয়ের লেখকঃ | এ.পি.জে আবদুল কালাম |
অনুবাদঃ | মনোজিৎকুমার দাস |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন