Sunday, October 19, 2025
Homeছোট গল্পছেলেমানুষী pdf বই ডাউনলোড

ছেলেমানুষী pdf বই ডাউনলোড

ছেলেমানুষী pdf বই ডাউনলোড । বেশ কয়দিন থেকেই আমাকে বলে দেয়া হচ্ছিল আমি যেন অফিস থেকে বাসায় ফেরার সময় একটা মানুষের বাচ্চা কিনে আনি। এসব কাজ আমার ঠিক পছন্দ নয়। আমাকে করতেও হয় না বিশেষ। কিন্তু গতবার অর্ডার মাফিক কোম্পানী থেকে যে বাচ্চাটা দিয়ে গিয়েছিল বাইরে থেকে তাকে বেশ ফুটফুটে লাগলেও মাংসটা খাওয়া যায়নি।

ভিতরে মাঝে মাঝেই জটিল ধরনের ক্ষয়রোগ ছিল। শখ করে মাসে দু-একবার আমরা মানুষের মাংস খাই তার মাঝেও এ রকম ঝামেলার সৃষ্টি হলে মেজাজ খুব খারাপ হয়ে যায়। অবশ্যি আমি নিজে তেমন ভোজন বিলাসী নই। খাবার-দাবারে আমার তেমন আগ্রহ নেই। তবু মাঝে মাঝে বন্ধু-বান্ধবদের ডেকে একটা ঘরোয়া অনুষ্ঠানের মতো করে মানুষের মাংস খাওয়াটা অভ্যাস হয়ে গেছে। এতে আমার নিজের না যতটকু আগ্রহ আমার স্ত্রীর আগ্রহ তার থেকে অনেক বেশী। আমার স্ত্রী নিজেকে মনে হয় একটু বেশী জাহির করতে চায়-এতে আমি বিশেষ কোন দোষ দেখি না।

মানুষের বাচ্চা সাপ্লাই দেয়ার বেশ কয়টি দোকান আছে-আমাদের মতো মধ্যবিত্তদের মানুষের মাংস খাওয়া একটা বড় ধরনের বিলাসিতা ছিল, ইদানীং এসব ব্যবসা সরকার রাষ্ট্রায়ত্ত করে নিয়েছে। এখন বেশ অল্প দামে মানুষের বাচ্চা পাওয়া যায়। অবশ্যি কয়দিন পাওয়া যাবে বলা যাচ্ছে না, সামনের নির্বাচনে বিরোধী দলটি এই মানুষের বাচ্চার ব্যবসাকে হয়তো নির্বাচনী ইস্যু করে ফেলবে।

আমার কাছে এসব ছেলেমানুষী মনে হয়। বেশ্যাবৃত্তি উঠিয়ে দিলেই কি পৃথিবী থেকে ব্যভিচার উঠে যাবে? মানুষের বাচ্চার ব্যবসা নিষিদ্ধ করে দিলেও-মানুষ খাওয়া ঠিকই চলবে। এসব সহজ অভ্যাসের ব্যাপার। আর সরকারের আর্থিক দিকটাও তো দেখতে হবে-আমাদের কলোনি দেশগুলির এই সব মানবশিশুকে এভাবে কাজে না লাগালে এরা এমনিতেই অসুখে-বিসুখে যুদ্ধে মারা পড়তো।

সেদিন কোন এক পত্রিকাতে একজন ভদ্রমহিলা চিঠি লিখেছিলেন মানুষের বাচ্চা বিকিকিনির নিয়ম উঠিয়ে দেয়া উচিত। (আমি দিব্যি করে বলতে পারি তিনি এক লোও মানুষের মাংস না খেয়ে থাকতে পারেন না।) তার মতে মানুষ হয়ে মানুষের মাংষ খাওয়া নাকি মানব সভ্যতার পরিপন্থী। এভাবে চিন্ত করলে তো আমাদের হাঁস, মুরগী মাছ সব্ খাওয়া ছেড়ে দিতে হয়।

ছেলেমানুষী pdf বই

খুব একটা বাজে রকমের গরম পড়েছে আজকে। ভ্যাপসা গুমোট একট ভাব, মনে হচ্ছে পুরো শহরটাকে কেউ যেন অল্প আঁচে সেদ্ধ করছে। আমি জানালাটা খুলে দিতেই কয়েকটা মশা পিন পিন করে গান গাইতে গাইতে খোলা জানালা দিয়ে ভিতরে ঢুকে গেল, মনে হল তারা জানালার বাইরে ঠিক এ জন্যেই অপেক্ষা করছিল।

এরকম ভ্যাপসা গুমোট গরমে মশাদের কি আমাদের মত কষ্ট হয়? মনে হয় না। ঘরে ফুল স্পীডে পাখা ঘুরছে, গরম ভ্যাপসা বাতাস শুধু উপর দিক থেকে নীচে নেমে আসছে কিন্তু এতটুকু শীতলতা বয়ে আনতে পারছে না। ঘরে একশ ওয়াটের একটা উজ্জ্বল।

আরও দেখুনঃ
ক্রোমিয়াম অরণ্য pdf বই ডাউনলোড
কপোট্রনিক সুখ দুঃখ pdf বই ডাউনলোড

বাতি জ্বলছে, সেটাকে ঘিরে নানারকম পোকা এসে ভীড় করেছে। উজ্জ্বল আলোতে পোকাদের নিশ্চয়ই দৃষ্টি বিভ্রম হয়ে যায়। কারণ একটা ধূসর রংয়ের মথ বার বার বাটাকে এসে আঘাত করছে, মনে হচ্ছে ভিতরের উত্তপ্ত ফিলামেন্টে আত্মাহুতি না দেয়া পর্যন্ত তার শান্তি নেই। কিন্তু তার প্রয়োজন হল না, এক মুহূর্তের বিরতির জন্যে দেয়ালে বসা মাত্রই একটা টিকটিকি কপ করে তাকে খেয়ে ফেলল।

টিকটিকি দেখে কেউ বলতে পারে না সেটা পুরুষ না মাদী। কিন্তু এই টিকটিকিটা দেখে আমি বলতে পারছি এটা একটা মাদী টিকটিকি, তার স্বচ্ছ পাতলা চামড়া ভেদ করে একটা গোলাকৃতি ডিম উকি মারছে। এটা শুধু মাদী টিকটিকি নয় এটা গর্ভবতী মাদী টিকটিকি। কয়দিন এর খুব ভাল করে খেতে হবে। এই মাত্র এটি একটি ধূসর মথ কপ করে গিলে ফেলেছে, এরকম আরো কিছু খাওয়া দরকার।

এই টিকটিকিটা এখন একটি প্রাণী নয় এখন এটি দুটি প্রাণী। তার ভিতরে আরেকটা প্রাণ জন্ম নেবার জন্যে অপেক্ষা করছে। আমার মনে পড়ল মাত্র কিছুদিন আগে আমি রেহানা নামের একটি কমবয়সী মেয়ে এবং তার হতচকিত স্বামীকে ঠিক এরকম একটা কথা বলেছিলাম, শরীরের যত্ন নেবেন। মনে রাখবেন আপনি আর একজন মানুষ নন, এখন আপনি দুজন মানুষ।

রেহানা নামের সেই অল্পবয়সী মেয়েটি লজ্জায় লাল হয়ে মাথা নেড়েছিল, তার হতচকিত স্বামীকে কেমন জানি বিভ্রান্ত মনে হচ্ছিল। কি বলবে বুঝতে না পেয়ে প্রায় ভাঙা গলায় বলল, সব কিছু ঠিক আছে তো, ডাক্তার সাহেব? সবকিছু?

নিচে ছেলেমানুষী pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

ছেলেমানুষী pdf বই ডাউনলোড

প্রকাশকঃ জ্ঞানকোষ প্রকাশনী
বইয়ের ধরণঃ ছোটগল্প
বইয়ের সাইজঃ 9.53 MB
প্রকাশ সালঃ 1993 ইং
বইয়ের লেখকঃ মুহাম্মদ জাফর ইকবাল


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site