ছুটি pdf বই ডাউনলোড । বড় ম্যাপটা ভাঁজ করে পকেটে রাখতে রাখতে বলল কিশোর পাশা, “হ্যা, যা চাই সবই আছে। বিশাল প্রান্তর, জলাভূমি, পাহাড়, জঙ্গল, মাঝে মাঝে ছোট খামার, বাড়ি-ঘর। কয়েকটা সাইনও আছে। কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাব আমরা। রাফিয়ানের খুব মজা হবে।’
‘ওর তো পোয়াবারো,’ বলল পাশে বসা মুসা আমান। ‘শুনেছি, অনেক খরোগোশ আছে ওদিকে। হরিণও।
খোলা জানালা দিয়ে হু-হু করে বাতাস আসছে, কোকড়া লম্বা চুল উড়ছে কিশোরের। বার বার এসে পড়ছে কপালে, চোখেমুখে, সরাতে হচ্ছে। মুসার সে আলো নেই, খাটো করে ছাঁটা চুল, খুলি কামড়ে রয়েছে যেন।
গায়ের দিকে ছুটে চলেছে বাস।
স্কুল পালিয়েছিস বুঝি?’ টিকিট বাড়িয়ে দিয়ে হাসল কন্ডাক্টার।
‘হ্যাঁ, তা বলতে পারেন,’ মাথা কাত কল মুসা। শহরের জ্যাম আর ভাল্লাগছিল না, স্কুলও ছুটি। পালিয়ে এসেছি।’ শেষ স্টপেজে থামল বাস। আর সামনে যাবে না। বাস বদলাতে হবে।
সামনের দরজা দিয়ে নামল কিশোর আর মুসা। পেছনের দরজা দিয়ে রবিন, জিনা আর রাফিয়ান।
বদলানো বাসের যাত্রাও শেষ হলো। কিশোরকে বলল কণ্ডাকটার, ‘শেষ। এবার ফিরে যাব।…তা কোথায় যাবে তোমরা? টিংকার ভিলেজ?’
নামল পাঁচ অভিযাত্রী।
ছড়ানো সবুজ মাঠ, ছোট্ট পুকুরে হাঁস, মেঘের ছায়া।
আরও দেখুনঃ ক্রোমিয়াম অরণ্য pdf বই ডাউনলোড কপোট্রনিক সুখ দুঃখ pdf বই ডাউনলোড
আনন্দে পাগল হয়ে উঠল রাফিয়ান। চার বন্ধুকে ঘিরে নাচানাচি করছে, ছুটে গিয়ে এক দৌড়ে ফিরে আসছে আবার। লাফাচ্ছে। ঘেউ ঘেউ করছে হাঁসের দিকে চেয়ে। ঘ্যাঁত ঘ্যাঁত করে তাকে ধমক দিল মস্ত এক রাজহাঁস।
‘খাবার-টাবার কিছু কিনে নেয়া দরকার,’ বলল কিশোর। একটা দোকান দেখিয়ে জিনা বলল, ‘চলো না, গিয়ে দেখি, কি পাওয়া যায়।
‘আরে, আরে! ভেতরের আরেকটা ঘর থেকে দরজায় বেরিয়ে এসেছেন এক মহিলা, দোকানের মালিক, ‘কুত্তাটাকে ঢুকিয়েছ কেন? আরে কেমন লাফাচ্ছে। পাগলা নাকি? বের করো, বের করো।’
‘না না, পাগল না,’ হেসে বলল জিনা। ‘বেশি খুশি। খাওয়ার গন্ধ পেয়েছে।’
‘অ। তাই বলো। তা কিছু মনে কোরো না। খাবারের দোকান, পরিষ্কার রাকি। ওটাকে বাইরে রেখে এসো, প্লীজ।’
নিচে ছুটি pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ তিন গোয়েন্দা সিরিজ বইয়ের সাইজঃ 3.22 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ রাকিব হাসান
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন