চোখ pdf বই ডাউনলোড । তোমার চোখ দুখানার মধ্যে কী যেন ধক ধক করে ওঠে বাপা। প্রায়ই দেখি। কী যেন একটা শক্ত করে চাপি রাখিছ ভিতরে, একদিন ফাটে বেরোবেনে, রাগ টাগ বেশি পুষে রাখরি পরে মানুষ বড় ক্ষয় পায়, মাথাটাও ঠিক থাকে না, কী করতি কী করে বসে।
যীশু কথাটার কোনো জবাব দেয় না। বাদাম গাছটায় কখন থেকে একটা কাঠঠোকরা এক নাগাড়ে ঠক ঠক কের ঠুকরেই যাচ্ছে। পারেও পাখিটা, কী রস যে পায়। রোদের ভিতরে একটা দুটো বোলতা ওড়াউড়ি করছে।
তিন দিন আসিছ, কথাও তেমনকও নাই। তোমার ভাবগতিক আমার ভাল ঠেকে না বাপ, আর তোমার তো একটা বউও ছিল। তার হল কী?
যীশু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বকুলও তো ওই কথাই বলে।
কী বলে মেয়েটা?
ওই আপনি যা বললেন। আমার চোখে মধ্যে কী যেন ধক ধকর করে।
আদ্যিকালের কাঠের চেয়ারে কবেকার পুরেো ছোবড়ার গদি পাতা, পা তুলে বাস হরকালী। গায়ে একখানা ফতুয়া, পরনে সেই সনাতন হেঁটে ধুতি। জ্যাঠা ধুতি কোনোদিনই পায়ের পাতা অবধি নামেনি। খুব ভদ্রস্থ হলে হাঁটুর এক বিঘৎ নিচে। আর চওড়া দক্ষিণের বারান্দায় ওই চেয়াখানা।
আরও দেখুনঃ ধন্যবাদ মাস্টারমশাই pdf বই ডাউনলোড পাঁচটি উপন্যাস pdf বই ডাউনলোড
সেই শিশু বয়স থেকে দেখে আসছে যীশু্। জ্যাঠার চেয়ার। সামনে চোখ ধাঁধানো এক পান্নার খন্ কেউ আর এখন বাগানের পিছনে খাটে না বলে কয়েক বিঘা জমি জুড়ে কী উল্লাসে গজিয়ে উঠেছে লতপাতা, ঘাস আর গাছ। রৌদ্রে তপ্ত গাছপালা থেকে একটা ব্নয সুঘ্রাণ আসে। কদম গাছের তলায় কত ফু পড়ে পড়ে বিছানার মতো হয়ে গেছে, এখনো গাছ ভরা ফুল।
হরকালী মুখের হরীতকী জিব দিয়ে একটু নেড়ে বললেন, সে কি ভয় পাঅয় তোমাকে বাপা?
কদম ফুলের রোঁয়া তুলে ন্যাড়া করে নিলেই একখানা ছোটো সবজে বল। তাই দিয়ে কত লোফালুফি, আর ওই কলকে ফুলের গাছ। ফুল ছিঁড়ে বোঁটায় মুখ দিয়ৈ টানলেই আধফোঁটা মধু জিবে চলে আসত। বাগানটা দিকে চেয়ে যীশু একটু শ্রান্ত গলায় বলল, ভীষণ, বাঘ দেখলেও মানুষের আতঙ্ক হয় না।
নিচে চোখ pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 4.58 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন