গল্প সপ্ত দশ pdf বই ডাউনলোড। নোটিশে লেখা ছিল যে, এটা একটা সাময়িক ব্যাপার। পাচঁ দিনের জন্য, সন্ধে আটটা থেকে শুরু করে এক ঘন্টা তাদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শেষ তুষারঝড়ে একটা তার পড়ে গিয়েছে, আর এই কোমল সন্ধেগুলোর সুযোগ নিয়ে মেরামতকারীরা কাজটা সেরে নিতে চায়।
শুধু এই শান্ত, গাছের সারি দিয়ে ঘেরা রাস্তার বাড়িগুলোর ওপরই মেরামতের প্রভাব পড়বে। বাড়িগুলো একসারি ইটের দেওয়ালের দোকান আর একটা ট্রলি স্টপের থেকে হাটাঁ দুরত্বে। এরই একটায় শোভা আর সুকুমার তিন বছর হল বসবাস করছে।
আরও বই দেখুনঃ
- কুহক pdf বই ডাউনলোড
- রাশা pdf বই ডাউনলোড
- নিতু ও তার বন্ধুরা pdf বই ডাউনলোড
- প্রিয় ভয়ংকর pdf বই ডাউনলোড
- ড্রাকুলা ১ম ২য় খন্ড pdf বই ডাউনলোড
আমাদের সাবধান করে ভালই করেছে, সুকুমারের সুবিধের চেয়ে নিজের সুবিধের জন্যই নোটিশটা জোরে জোরে পড়ে শোভা মেনে নিল। তার চামড়ার অফিসের ব্যাগটা ফাইল ঠেসে মোটা হয়ে ছিল। শোভা ব্যাগের ষ্ট্যাপটা কাধ থেকে খসে পড়তে দিল। তারপর সেটা হলওয়েতে ফেলে রান্নাঘরে ঢুকে গেল।
তার পরনে ছিল সারা স্নিকার্স আর ধূসর রঙের সোয়েটপ্যান্টের ওপর একটা নেভি ব্লু রঙের পপলিনের বর্ষাতি। তেত্রিশ বছর বয়সে তাকে ঠিক সেই মহিলাদের মতোই লাগছিল, যাদের সঙ্গে তার কোনওদিনও কোনও মিল পাওয়া যাবে না বলে সে দাবি করেছিল।
শোভা সবে জিম থেকে ফিরেছে। তার ক্র্যানবেরি লিপস্টিক শুধু তার ঠোটেঁর বাইরের দিকেই লেগে আছে, আর আইলাইনারটা ধেবড়ে চোখের নীচে কালচে ছোপ পড়েছে। সুকুমার ভাবল, মাঝে মাঝে কোনও পার্টি বা পাত্র এ রাত কাটানোর পর শোভাকে এরকম লাগত। যখন শোভার মুখ ধোয়ারও উৎসাহ থাকত না, অথচ সে সুকুমারের কাছাকাছি আসার জন্য ব্যাকুল হয়ে থাকত।
শোভা এক বান্ডিল চিঠি না দেখেই টেবিলের ওপর ফেলে দিল। তখনও সে তার অন্য হাতে ধরা নোটিশটার দিকেই তাকিয়ে ছিল। কিন্তু এই ধরনের কাজ তো সকালের দিকে করা উচিত। তার মানে যখন আমি এখানে থাকি, সুকুমার বলল। কড়ায় চাপানো পাঠাঁর মাংসর ওপর সে একটা কাচের ঢাকা চাপাল যাতে অতি সামান্য ধোঁয়াই বেরোতে পারে। জানুয়ারি থেকে সুকুমার বাড়িতেই কাজ করছে। ভারতের কৃষি-বিদ্রোহের ওপর তার ডেসার্টেশনের শেষ অধ্যায়গুলো লিখছিল সে ।
নিচে গল্প সপ্ত দশ pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | আনন্দ প্রকাশন |
বইয়ের ধরণঃ | উপন্যাস |
বইয়ের সাইজঃ | 25.4 MB |
প্রকাশ সালঃ | ২০০৮ |
বইয়ের লেখকঃ | ঝুম্পা লাহিড়ী |
অনুবাদঃ | কমলিকা মিত্র-গং |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন