গতি শীর্ষেন্দু মুখোপাধ্যায় pdf বই ডাউনলোড । কাল সারা রাত বৃষ্টি হয়েছে। কী হিংস্র, কী আবেগ আর রিরংসা ছিল বৃষ্টিরি। সে যেন এক লুটেরা, ধর্ষণকারী, ধর্মহীন বৃষ্টির প্রমাদ। তিনি শুয়েছিলেন গাছের তলায়। দুটি দীর্ঘ হাত, দুটি দীর্ঘ পা চতুর্দিকে প্রসারিত।
কোনও আবডাল যথেষ্ট ছিল না তাঁর। সমস্তা শরীর স্যাঁতানো, সাদা ও পিছল। তার দীর্ঘ চুল, দাড়ি গোঁফ সব জেল ডোবা, কাদামাটিতে মাখামাখি। পরনে একটা নেংটি গা ঢাকবার জন্য চটের একটা লম্বা ফালি ছাড়া তাঁর আর কিছুই নেই।
মৃতবৎ প্রলম্বিত তিনি পাখির অস্ফুট ডাকে উঠে বসলেন। ভোরের এখনও অনেক দেরী। পাখিরা বাসা ছাড়েনি। শুধু পরস্পর ডাক পাঠাচ্ছে। ওঠো, জাগো।
সারা রাত বৃষ্টিরি কবলে এ ভাবে পড়ে থাকার কোনও মানেই হয় না। আকাশেল দিকে চেয়ে তিনি একটু ভ্রুকুঞ্চল করলেই পারতেন। বৃষ্টি ধরে যেত। তিনি তা করেননি। বৃষ্টিরও দরকার ছিল। তিনি আশ্রয় নিতেই পারতেন কোনও গাড়ির বারান্দার তলায় বা ওইসব ঝুপড়ি বা বস্তিতে। তিনি তা করতে পারেন না। তাঁর নিজের আকাশ ছাড়া আর কোন ছাদ আছে তাঁর?
আলো ফুটছে। পাখিরা উড়ল। তিনি চেয়ে দেখলৈন। তাঁর উরুর ওপর দিয়ে একটি কেঁচো খুব ধীরে ধীরে ঘণ্টায় মাত্রা কয়েক মিটার গতিবেগে কোথাও চলেছে। তিনি তাকে যেতে দিলেন।
আরও দেখুনঃ ফটিকের কেরামতি pdf বই ডাউনলোড দূরবীন pdf বই ডাউনলোড
আলো আসছে। ক্রমে আরও আলো।
চারদিকে পড়ে আচে দরবারী আয়ানার টুকরো। মস্ত বড় বড়, মাঝারি, শতেক, সহস্র, হাজার। প্রতিবিম্বিত হচ্ছে ভোরের আকাশ। রাস্তায়, গহ্বরে, মাঠে জমা জলের ওেই আয়নায় হিলিবিলি কুঞ্চন সৃষ্টি করে বয়ে গেল দমকা বাতাস। তাতে ভেষজের গন্ধ। তাতে মল মুত্র ও পচনের নানা গন্ধ।
তিনি দুটি দীর্ঘ পা মেলে দিলেন সোমনে। গাছের গুঁড়িতে হেলান দিলেন। চেয়ে রইলেন কোলের ওপর রাখা তাঁর দুটি করতলের দিকে। তাঁর করপুট ভরে উঠল সোনালী আলোয়। তিনি চেয়ে রইলেন।
অনেক দৌড়-পায়ের শব্দ উঠছে চারদিকে। ঘাসে, মাটিতে, বাঁধানো পথে। জলের ধার ঘেঁষে তরুণ-তরুণী যুবক-যুবতী প্রৌঢ় ও বৃদ্ধেরা দৌড়োয়। তিনি কদাচিৎ কারও দিকে তাকান। নিজের দুখানা চোখ তিনি সর্বদাই প্রত্যাহার করে নেন অন্য চোখ থেকে।
নিচে গতি শীর্ষেন্দু মুখোপাধ্যায় pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 4.35 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন