Sunday, October 19, 2025
HomeUncategorizedখেয়া pdf বই ডাউনলোড

খেয়া pdf বই ডাউনলোড

খেয়া pdf বই ডাউনলোড । এই গল্প ভালোবাসার, এই গল্প মধ্যবিত্তের। আমার প্রকাশকেরা প্রায়ই আফসোস করেন – আহা, আপনার গল্পগুলিতে যদি একটুখানি প্রেম-ভালোবাসার থাকতো! ভালোবাসার নামে কতো কিসিমের বইয়ে বাজার ঠাসা, যেমন ধরা যাক–ভালোবাসার দুঃখ, ভালোবাসার সুখ, ভালোবাসার ব্যারাম, ভালোবাসার অসুখ; আছে রাতের ভালোবাসা, ভোরের ভালোবাসা, বিকেলের ভালোবাসা, প্রথম ভালোবাসা, শেষ ভালোবাসা।

এই তালিকা সম্পূর্ণ করতে গেলে যতো কাগজ লাগবে, তাতে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে, পুরেটা, কিংবা হুসেইন মুহম্মদ এরশাদ সাহেবের গুণ বর্ণনা করতে গিয়ে মাওলানা মান্নান যেমনটা বলেছিলেন– যদি পৃথিবীর সব বৃক্ষ কেটে কলম বানানো যায়, আর পৃথিবীর সব সমু্দ্রের পানিকে কালি, তবুও তার গুণ লিখে শেষ করা যাবে না— বাজারে প্রেম-প্রীতি-ভালোবাসার পুস্তকের নাম লিখতে গেলেও হবে সেই দশা।

আরও দেখুনঃ
বিক্ষোভের দিনগুলিতে প্রেম pdf বই ডাউনলোড
এই যন্ত্র লইয়া আমরা কী করিব pdf বই

আর আছে মধ্যবিত্ত, ওই জীবনের রূপকথা, তাদের মেয়েরা হবে পরীর মতো ধবধবে সাদা আর রূপবতী, আর কী যে মায়াবতী, তারা যখনহালকা গোলাপি রঙের স্যালোয়ারটা একটু উপরে তুলে সুডৌল পায়ের খানিকটা বের করে সবুজ দূর্বা ঘাসে পা রাখবৈ, টলমল শিশিরে জাগবে সির সির প্রশ্রয়, কী গোলাপি কী ফর্সা কী টিউবলাইটের মতো পা দুটো; পাঠকের মনে হবে, মনে হবে লেখকেরও যে- ও মেয়ে ও চলমান স্নিগ্ধতা, ও শুভ্র পবিত্রতা, তুমি তোমার পা দুখানি আমার দুই করতলে রাখো, ওই দুটি তো পা নয় আরাধ্যা বলিকা, ওই দুটি চরণ, তোমার রক্তকমল শ্বেতপদ্ম চরণদ্বয় আমার বুকের পরে রাখো,আমি বেঁচে উঠি, আমি মরে যাই।

এইবার সেই রূপকথার গল্প, দুঃখবিনাশী ভঅলোবাসা, স্বপ্নভূক মধ্যবিত্তের হাসিকান্নার বাজার মন্থকরা গল্প লিখিত হচ্ছে।

নিজের কাছে ক্রমাগত পেশ করা নিজেরই বুঝ– ক্ষমতার চক্র থেকে বের হঞেয় কোনোদিনও মুক্ত হতে পারবে না মানুষ, তবু প্রকৃত প্রগতিশীলের জাক ক্ষমাতর বৈধতাকে ক্রমাগত আক্রমণ করে যাওয়া, যেমন বলেছিলেন মিশেল ফুকো কিংবা এখন এ সমাজকে নিয়ে আর কিছুই করবার নেই, কেবল বিদ্রূপ করা ছাড়া, যেমনটি বলেছিলেন ব্রেশট–তা আপাততঃ ধামাচাপা কিংবা গামলাচাপা দেয়া ভালো।আমাদের সুনীতির গল্পগুলো অত্যন্তু উজ্জ্বল হয়ে থাকুক পুস্তকের পাতায়, আর আমাদের বাস্তবতাগুঅে ঝমঝমিয়ে রমরমিয়ে উঠুক আপোসের চিকন সম্মোহনে। আহ্ মধ্যবিত্ত!

নিচে খেয়া pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

খেয়া pdf বই ডাউনলোড

প্রকাশকঃ প্রথমা প্রকাশন
বইয়ের ধরণঃ ছোট গল্প
বইয়ের সাইজঃ 6.10 MB
প্রকাশ সালঃ ইং
বইয়ের লেখকঃ আনিসুল হক


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site