Sunday, October 19, 2025
Homeছোট গল্পকিরীটি অমনিবাস pdf বই ডাউনলোড

কিরীটি অমনিবাস pdf বই ডাউনলোড

কিরীটি অমনিবাস pdf বই ডাউনলোড। কিরীটী রায় রোমাঞ্চ-অন্বেষী কিশোর মনের চিরন্তর নায়ক। বয়ঃসন্ধির বালক নিজেকে দুঃসাহসের পথে, সংগ্রাম ও বীরত্বের পথের নায়ক বলে চিরকাল কল্পনা করতে ভালোবাসে। কিন্তু মধ্যবিত্ত বাঙালী-জীবনে সে রহস্য, রোমাঞ্চ, সংঘাত, বীরত্ব ও ব্যক্তিত্ব প্রকাশের অবকাশ কোথায়? তাই কল্পনাই তাকে চুটিরে নিয়ে চলে । এককালে সে হয়েছে পক্ষীরাজ-আরূঢ় রাজপুত্র, চলেছে শতবাধাকন্টকিত পথে, রাক্ষসখোক্কস বিনাশ করে পাতালপুরীতে নিদ্রিতা অপরূপা রাজকন্যাকে লাভ করার উদ্দেশ্যে ।

সেকাল এখন ক্রমে ক্রমে বিস্মৃত পথে। কিন্তু মানুষের মর্মজ প্রবৃত্তি যে অপরিবর্তনীয়। সুতরাং তাকে নতুনতর পন্থা খুজেঁ বার করতে হয়েছে। এ রাজপুত্র সোনার মুকুট পরে না, পক্ষীরাজে চলে না, নিতান্তই এ সহজ সরল মধ্যবিত্ত বাঙালী যুবক। বাইরে থেকে আর পাচঁজনের সঙ্গে তার প্রভেদ নেই।

আরও বই দেখুনঃ

অথচ সে অন্তরে সেই চিরন্তর রাজপুত্রর -নাইবা থাকলো তা সাজসরঞ্জাম, পক্ষীরাজঘোড়া। বিজ্ঞান আছে তার বাহন। মন্ত্রীপুত্র কোটালপুত্রের বদলে তারও আছে সুযোগ্য সহকারী। রাক্ষসও কি আজকের জগতে অপ্রতুল? নানা রূপে নানা ছদ্মবেশে সে রয়েছে। আশামুদ্ধ মানুষের জীবনে টেনে আনছে অনন্ত বেদনা। সেই ছদ্মবেশী রাক্ষস আজকের জগতে হয়ত নিষ্ঠুর হত্যাকারী, হয়ত অতুল সম্পদের লোভে হিতাহিত -জ্ঞানশূন্য। তাদের নির্মোক মোচনই তার ব্রত।

অবশ্য তার সম্মানমূল্য দিতে কোন রাজা তারঁ রাজকন্যা ও রাজমুকুট নিয়ে এগিয়ে আসবেন না এটা সত্য। পরিবর্তে নায়ক পাবে যে যশো মুকুট-তাও তুচ্ছ করার নয়। বরং আজকের বাস্তব জগতের অধিবাসী কিশোরের কাছে এটার মূল্যই বোধ হয় আগেরটির থেকে কিছু বেশি। আর তাছাড়া নিজেকে ভয়ত্রাতার ভূমিকায় দেখবার মোহই বা ষাষ কোথায়?

সুতরাং ভাবালু, কিশোর মনের ছায়া অনুসরণ করে গড়ে ওঠে একজাতীয় রহস্য-রোমাঞ্চ কাহিনী। কিরীটী রায় তাদেঁর মধ্যে প্রথম সারির অধিবাসী। দীর্ঘ করেক দশক ধরে বাঙালী কিশোর পাঠকমনকে এই সম্ভাব্য-অসম্ভাব্যতার আলোছায়া ঘেরা জগতে মোহমুগ্ধ করে রেখেছে রহস্যভেদী কিরীটী রায়।

নিচে কিরীটি অমনিবাস pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

কিরীটি অমনিবাস pdf বই ডাউনলোড

প্রকাশকঃ     মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ 
বইয়ের ধরণঃ   রহস্যময়
বইয়ের সাইজঃ   14.7 MB
প্রকাশ সালঃ   সাল 
বইয়ের লেখকঃ   নীহাররঞ্জন গুপ্ত 
অনুবাদঃ    

 


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

arafat
arafat
Hi, I am arafats. I love to write and read book. That is why here I share my favorite books.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site