এলেবেলে ২য় পর্ব pdf বই ডাউনলোড । আমাদের পাড়ায় মজিদ সাহেব নামে একজন রিটায়ার্ড পুলিশের এসপি থাকেন। তাঁর স্বভঅব হচ্ছে দেখা হওয়ামাত্র অত্যন্ত চিন্তিতমুখে ‘হাই ফিলসফি’ গোছোর একটি প্রশ্ন করা। মহা বিরক্তকর।
সেদিন মোড়ের দোকানে সিগারেট কিনছি হঠাৎ লক্ষ করলাম মজিদ সাহেব হন হন করে আসছেন। আমি চট করে আড়ালে চলে গেলাম। লাভ হলো না। ভদ্রলোক আামার ঠিক সামনে এসে ব্রেক করলেন এবং অত্যন্ত গম্ভীর গলায় বললেন, প্র্রফেসার সাহেব, মানুষ হাসে কেন একটু বলেন তো।
আমি বিরক্ত চেপে বললাম, হাসি পায় সেইজন্যে হবে।
-হাসি কেন পাই সেইটাই বলুন।
এত মহা যন্ত্রণা! ভদ্রলোক যেভাবে দাড়িয়ে আছেন তাতে মনে হচ্ছে জবাব না শুনে তিনি যাবেন না। তাঁর না হয় কাজকর্ম নেই, রিটায়ার্ড মানুষ; কিন্তু আমার তো কাজকর্ম আছে।
আমি বললাম, মজিদ সাহেব আমি আপনাকে একটা গল্প বলি।গল্পটা শুনে আপনি হাসবেন।
তারপর আপনি নিজেই চেষ্টা করে বের করুন কেন হাসলেন।
-এটা মন্দ নয়। বলুন আপনার গল্প।
আমি গল্প শুরু করলাম। এক লোক একটি সিনেমা একত্রিশবার দেখেছে শুনে তার বন্ধু বলল, একত্রিশবার দেখার মতন কি আছে এই সিনেমায়? লোকটি বলল, সিনেমার এক জায়গায় একটি মেয়ে নদীতে গোসল করতে যায়। সে যখন কাপড় খুলতে শুরু করে ঠিক তখন একটা ট্রেন চলে আসে। এ্রকত্রিশবার ছবিটি দেখেছি কারন আমার ধারণা কোনো-না-কোনোবার ট্রেনটা লেট করবে।
আরও দেখুনঃ আমাজনিয়া pdf বই ডাউনলোড এলেবেলে ১ম পর্ব pdf বই ডাউনলোড
রসিকতা যারা করেন তারা বেইজ্জত হবার আশঙ্কা মাথায় নিয়েই করেন। নো রিকস্ নো গেইনের ব্যাপার এবং দু একটা যখন লেগে যায় তখন তাদের উৎসাহের সীমা থাকে না। রসিকতা করাটাকে তখন তারা পবিত্র দায়িত্ব মনে করেন।
আগাড়ে বাগাড়ে রসিকতা করে আশেপাশের মানুষদের বিরক্তির চরম সীমায় পৌঁছে দেন। আমি একবার শ্যামলী থেকে গুলিস্তান যাবার পথে এরকম একজনের দেখা পেয়েছিলাম। বাসে অসম্ভব ভিড়। প্রচন্ড গরম। ঘামের কটু গন্ধ। এর মধ্যে একজন তার পরিচিত একজনকে পেয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে বললেন।
নিচে এলেবেলে ২য় পর্ব pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ছোট গল্প বইয়ের সাইজঃ 8.34 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন