Sunday, October 19, 2025
Homeছোট গল্পএই হেমন্তে pdf বই ডাউনলোড

এই হেমন্তে pdf বই ডাউনলোড

এই হেমন্তে pdf বই ডাউনলোড । বিভিন্ন বয়সে যত বার আমি কলকাতাঅয় এসছি, তত বারই বিভিন্ন কারণে এ শহর আমাকে দু’হাতে আটকের রাখার চেষ্টা করেছে। মা যেমন করে। অবাধ্য ছেলের মতো তত বারই আমি হাতা ছাড়িয়ে পালিয়ে গেছি।

কলকাতা আমার মা হবে কেন? আমি বিক্রমপুরের বাঙাল। মেড ইন ঢাকা। ময়মনসিংহ আমার কৈশোরের খেলাঘর। ব্রক্ষ্মপুত্র নামের এক অলৌকিকি নদীর ধারে ছিল আমাদের বাড়ি। উঠোন ঘিরে মাটির ভিটের ঘর সমূহ, ফলনশীল বাগান, মহান সব বৃক্ষের ছায়াঅ শান্ত ও ছায়াচ্ছন্ন সেই বাড়ির পিছনেই পুকুর, একটু দূ্রে মস্ত দিঘির মতো জমিদারদের পুষ্করিণী।

পায়ে পায়ে জলাশয়, গাছপালা, খোলা বসতিহীন জমি। অবারিত পরিসর। আর, সেই চরাচরেরও কত মাত্রা ছিল। নিত্য আমাদের নবীন চোখে ধরা পড়ত আরও কত রূপকথার মতো মাত্রা। আকাশে উড়িছে বকপাঁতি বা নবাঙ্কুর ইক্ষুবনে এখনও ঝরিছে বৃষ্টিধারার জন্য রবি ঠাকুরের কবিতা খুঁজতে হত না।

সোনারি ডানার চিল তখন জীবনানন্দের কবিতায় গিয়ে সেঁধোয়নি। দোয়েল পাখিও ছিল, ছিল ভাঁটাবন, মাদার গাছ, শিমূল ফুল। ছির বাদল দিনের প্রথম কদ মফুল, যা সত্যিকারের বলের অভাবে আমাদের পায়ে পায়ে বল হয়ে গড়াত।

আরও দেখুনঃ
প্রথম প্রেম pdf বই ডাউনলোড
ধুমাবতীর মন্দির pdf বই ডাউনলোড

কলকাতা মা হতে পারল না কখনও। কারও না। তবে, স্তন্যদায়িনীর মতো অন্যের ছেলেপুলে কাঁখেকোলে করে টেনেছে সে বিস্তর। আজও তার কাঁখে কোলে কাঁধে কাঁদি কাঁদি ছেলেপুলে ঝুলছে। সেই সব অকৃতজ্ঞ ও কৃতঘ্ন স্তন্যপায়ীরা কেউ তাকে মায়ের সম্মান দেয়নি। তাদের লাথি-ঝাঁটা খেয়েই সে বুড়ি হল। গঙ্গা তার সহেলি বটে, কিন্তু সে হল ভাগের মা, তাই গঙ্গা পেল না।

তবে, সব বৃদ্ধারই তো যৌবন ছিল এক দিন। আমার আশ্চর্য শৈশবের বিছু দিন কেটেছিল মনোহরপুকুরের ভাড়াটে বাসায়। তখনও দুর্বাদলশ্যাম ট্র্যাকের ওপর দিয়ে বয়ে যেত ট্রাম। ইস্পাতের লিইন ঘন ঘাসের গভীরতায় ডুবে থাকত। হেমন্তে সত্যিকারের বিশুদ্ধ ধোঁয়াবিহীন কুয়াশা দেখায যেত ময়দানে। সকালে বিকালে জলকুলিরা রাস্তা স্নান করাত। বকুলের গাছ থেকে ঝরের পড়ত ফুল।মেট্রোর উল্টো দিকে, কার্জন পার্কে ছিল সবুজের গভীর দহ। সেই কলকাতা ছেড়ে যাই শৈশবেই।

নিচে এই হেমন্তে pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

এই হেমন্তে pdf বই ডাউনলোড

প্রকাশকঃ 
বইয়ের ধরণঃ ছোট গল্প
বইয়ের সাইজঃ 1.63 MB
প্রকাশ সালঃ ইং
বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site