এই আমি pdf বই ডাউনলোড । আমার বড় মেয়ে তার কলেজে একটা কোয়েশ্চেনীয়ার জমা দেবে। সেখানে অনেকগুলি প্রশ্নের ভেতর একটা প্রশ্ন হচ্ছে– ‘তোমার প্রিয় ব্যাক্তি কে?’ সে লিখল ,আমার মা।
আমি ভেবেছিলাম সে লিখবে —বাবা।
আমার সব সময় ধারণা ছিল আমার ছেলেমেয়েরা আমাকে খুব পছন্দ করে। অন্তত তাদের মা’র চেয়ে বেশি তো বটেই। করারই কথা, আমি কখনো তাদের বক-ঝকা করি না। অথচ তাদের মা এই কাজ নিষ্ঠার সঙ্গে করছে–
‘বাথরুম ভেজা কেন?’
-‘সন্ধ্যা হয়ে গেছে, পড়তে বসনি। পড়তে বোস।’
‘’টুথপেস্টের মুখ লাগানো নেই, এর মানে কি?
-‘বন্ধুর সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা কেন?’
‘ফ্রকে ময়লা কি ভাবে লাগল?’
‘মাছ তো গোটাটাই ফেলে দিলে। বোন-প্লেট থেকে তুলে এনে খাও। তোল বলছি। তোল।’
এই সব যন্ত্রনা আমি তাদের দেব ই না। খাবার টেবিলে আমি ওদের সঙ্গে মজার মজার গল্প করি। ভিডিও ক্লাবে কোন ভাল ছবি পাওয়া গেলে সবাইকে নিয়ে এক সঙ্গে দেখি। তারচেয়েও বড় কথা, এমন সব কান্ড-কারখানা মাঝে মাঝে করি যা বাচ্চাদের কল্পনা কে উজ্জীবিত করবেই।
আরও দেখুনঃ এই আমি pdf বই ডাউনলোড একটি সাইকেল এবং কয়েকটি ডাহুক পাখি pdf বই
যেমন শহদুল্লাহ্ হল্-এ যখন থাকতাম তখন ভরা জোছনার রাতে বাচ্চাদের ঘুম থেকে তুলে — পুকুরে গোসল করতে নিয়ে যেতাম। বর্ষার প্রথম বৃষ্টিতে সবাইকে নিয়ে পানিতে ভেজা। তো আমার চিরকালের নিয়ম। সব সময় করছি। যে মানুষটি এমন সব কান্ড-কারখানা করে সে কেন প্রিয় হবে না? আমার বড় মেযের কোয়েশ্চেনীয়ার দেখে হঠাৎ করে আমার মানে হল–আমি কি এদের থেকে দূরে সরে গেছি? যদি দূরে সরে গিয়ি থাকি তাহলে তা কখন ঘটল?
সারাদিন নানান কাজে ব্যস্ত থাকি। ইউনির্ভাসিটির কাজ, নাটকের কাজ, লেখার কাজ। এর ফাঁকে ফাঁকে লোক আসছে। প্রকাশকরা আসছেন লেখার তাগাদা নিয়ে। এসেই চলে যাচ্ছেন না, বসছেন, গল্প করছেন। চা খাচ্ছেন। নাটকে অভিনয় করতে ইচ্ছুক তরুণ-তরুণীরা আসছে। যে ভাবেই হোক তাদের টিভি নাটকে সুযোগ দিতে হবে। আমার গল্প-উপন্যাস পড়ে খুশি হয়েছে এমন লোকজন আসছে।
নিচে এই আমি pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 13.8 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now